মীর আনোয়ার হোসেন টুটুল
স্মাট স্কাউটিং, স্মাট সিটিজেন- এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (৮ এপ্রিল) টাঙ্গাইলের মির্জাপুরে বিশ^ স্কাউটস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে সকালে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার কমিশনার ও দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আজাহারুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান এবং প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।