মির্জাপুরে টেকসই উন্নত প্রযুক্তি ইউনি ব্লক দিয়ে তৈরী হচ্ছে পরিবেশ বান্ধব পাকা রাস্তা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রথম বারের মত সাশ্রয়ী দামে অবহেলিত গ্রামীণ আঞ্চলিক কাঁচা রাস্তা ইট-খোয়া ও রডের পরিবর্তে টেকসই উন্নত প্রযুক্তি ইউনি ব্লক দিয়ে তৈরী হচ্ছে পরিবেশ বান্ধব পাকা রাস্তা। ফলে রাস্তা নির্মানে সরকারের বিপুল অংকের টাকা সাশ্রয় হচ্ছে বলে উপজেলা প্রকৌশল অফিস (এলজিইডি) জানিয়েছেন। আজ সোমবার (৮ এপ্রিল) মির্জাপুর উপজেলার কয়েকটি এলাকায় ইউনি ব্লক দিয়ে নব নির্মিত রাস্তা ঘুরে দেখা গেছে লোকজন অতি সহজেই পাকা রাস্তা দিয়ে যাতায়াত করছেন।
উপজেলা এলজিইডি অফিস সুত্র জানায়, মির্জাপুর উপজেলায় প্রথম বারের মত পাঁচটি রাস্তা ইউনি ব্লক দিয়ে নির্মান করা হয়েছে। পাঁচটি রাস্তা নির্মানে সরকারের কয়েক কোটি টাকা সাশ্রয় হয়েছে। রাস্তাগুলো হচ্ছে আজাগানা ইউনিয়নের হাটুভাঙ্গা-চিতেশ^রী-তেলিনা ১০৫০ মিটার রাস্তা, আনাইতারা ইউনিয়নের বাংগুরি-আটিয়া মামুদপুর ৭২০ মিটার রাস্তা, বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট ১৬০০ মিটার রাস্তা, ওয়ার্শি ইউনিয়নের বন্দ্যেকাওয়ারজানি ৯৫০ মিটার রাস্তা এবং গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি ১০০০ মিটার রাস্তা। আজগানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার জানান, আজাগানা ইউনিয়নের হাটুভাঙ্গা-চিতেশ^রী-তেলিনা রাস্তাটি দীর্ঘ দিন অবহেলিত ছিল। খান আহমেদ শুভ এমপি পাহাড়ি এলাকাবাসির যাতায়াতের সুবিধার জন্য কাঁচা রাস্তাটি পাকা করনের উদ্যোগ নেন। উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের সঙ্গে পরামর্ম করে ইট, রড ও খেয়ার পরিবর্তে পরিবেশ বান্ধব, টেকসই, উন্নত প্রযুক্তি ও সাশ্রয়ী মুল্যে ইউনি ব্লক ব্যবহার করে রাস্তাটি পাকা করেন। ১০৫০ মিটার এই রাস্তায় সরকারের সাশ্রয় হয়েছে প্রায় এক কোটি টাকা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশরী মো. আরিফুর রহমান বলেন, গ্রামীণ কাঁচা রাস্তা পাকা করনের জন্য ইট, খেয়াও রডের চেয়ে ইউনি ব্লক দিয়ে নির্মান করা পরিবেশ বান্ধব এবং টিকসই। খরচও অনেক কম লাগে। মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে পরামর্শ ও সার্বিক সহযোগিতায় মির্জাপুর উপজেলায় প্রথম বারের মত সাশ্রয়ী ও কম খরচে অবহেলিত গ্রামীণ পাঁচটি আঞ্চলিক কাঁচা রাস্তা রড, ইট-খোয়ার পরিবর্তে টেকসই উন্নত প্রযুক্তি ইউনি ব্লক দিয়ে তৈরী হচ্ছে পরিবেশ বান্ধব পাকা রাস্তা নির্মিত হয়েছে। ফলে সরকারের কয়েক কোটি টাকা সাশ্রয় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here