মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে দুল্যা বেগম এলাকায় ৫৬ মিটার গার্ডার ব্রিজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) মির্জাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের আইন মিয়ার বাড়ি হতে পুষ্টকামুরী চেয়ারম্যান বাড়ি ভায়া দুল্যা বেগম খেয়াঘাটে ২০০শ মিটার চেইনেজে ৫৬ মিটার এই গার্ডার ব্রিজের নির্মান কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খান আহমেদ শুভ এমপি, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামীগের সহ সভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক মো. সিরাজ মিয়া, আওয়ামীগ নেতা মো. শহিদুর রহমান লাবু, সাবেক ভিপি মাসুম মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সবাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক যুবরাজ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহারসহ স্থানীয় আওয়ামীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মেসার্স এ এম এন্টারপ্রাইজ, মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ ও মেসার্স জিএস এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথ ভাবে গার্ডার ব্রিজটি নির্মান করছেন। গার্ডার ব্রিজটি নির্মান হওয়াতে এলাকাবাসির দীর্ঘ দিনের দাবী পুরন এবং দুঃখ দুর হচ্ছে বলে জানিয়েছেন। এলাকাবাসি এমপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।