মীর আনোয়ার হোসেন টুটুল
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। নারী শিক্ষা, শিক্ষার গুনগত মানউন্নয়ন, আইসিটি ও বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণসহ খেলাধুলায় বিশেষ অবদান রাখায় এ বছর তিনি টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (৮ মে ) টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার মির্জাপুর উপজেলা মাদ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মো. নজরুর ইসলাম ২০২৩ সালে মির্জাপুর উপজেলা মাদ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর উপজেলার নারী শিক্ষার্থীদের বাল্য বিবাহ প্রতিরোধ, কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নসহ সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার উপর ব্যাপক কাজ শুরু করেন। শিক্ষা মন্ত্রনালয়রে নির্দেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে গতকার মঙ্গলবার টাঙ্গাইল জেলা সদরে বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করার লক্ষে ১২ উপজেলার মাধ্যমিক শিক্ষা অপিসারদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বোর্ডের বিচারকদের মতামত ও প্রতিযোগিতায় মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অপিসার মো. নজরুর ইসলাম ১২ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচত হন। এ সময় টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) এ এম. জহিরুল হায়াত ও টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই আমি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। যতদিন আছি ছেষ্টা চালিয়ে যাবো। আমার এ অর্জন মির্জাপুরবাসির।
এ দিকে মো. নজরুল ইসলাম টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামূমা আক্তার শিফা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।