ময়নসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম

মীর আনোয়ার হোসেন টুটুল
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর ময়নসিংহ বিভাগে (অঞ্চলে) শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। এর আগে গত ৭ মে তিনি টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে ছিলেন। আজ বৃহস্পতিবার (১৬ মে ) তিনি ময়মনসিংহ বিভাগেও ৬ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বলে টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (১৬ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ময়মনসিংহ অঞ্চলের পরিচালকের কার্যালয় সুত্র জানায়, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ এই ৬ জেলার নির্বাচিত শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিয়ে ময়মনসিংহ অঞ্চলের পরিচালকের কার্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচরক মন্ডলীর সদস্যগন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামকে ময়মনসিংহ বিভাগের জন্য শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ময়মনসিংগ অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আজাহারুল ইসলাম এবং উপ-পরিচারক রওশনারা বেগম উপস্থিত ছিলেন।
অপর দিকে টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মো. নজরুল ইসলাম একজন সাদা মনের মানুষ। ২০২৩ সালে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর নারী শিক্ষার্থীদের বাল্য বিবাহ প্রতিরোধ, কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নসহ সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার উপর কাজ শুরু করেন। শিক্ষা মন্ত্রনালয়রে নির্দেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে গত ৭ মে টাঙ্গাইল জেলা সদরে বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ১২ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিয়ে প্রতিযোগিতায় শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ১২ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচত হন। ঐ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) এ এম. জহিরুল হায়াত ও টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই আমি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। যতদিন আছি ছেষ্টা চালিয়ে যাবো। আমার এ অর্জন মির্জাপুরবাসির। টাঙ্গাইল জেলা এবং ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় মির্জাপুরবাসিসহ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিকট আমি চির কৃতজ্ঞ।
এ দিকে মো. নজরুল ইসলাম ময়মনসিংহ অঞ্চল এবং টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমসহ শিক্ষক সমাজ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here