মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে চুরি করে পাহাড়ের টিলার লাল মাটির টিলা কাটার অপরাধে দুইটি মামলা দায়ের করেছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের পরিদর্শক বিপুল কুমার বাদী হয়ে গতকাল শনিবার (১৭ মে) মির্জাপুর থানায় এ মামলা দায়ের করেন। দুইটি মামলায় অন্তত ৫ জন মাটি চোরকে আসামী করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এর আগে মির্জাপুর উজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার যন্ত্রসহ মাটি চোরদের আটক করে কয়েক লাখ টাকা জরিমানা করেন।
আজ শনিবার (১৮ মে) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সুত্র জানায়, একটি চক্র মির্জাপুর উপজেলার পাহাড়ি এলাকা গোড়াই, লতিফপুর, তরফপুর, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নের পাহাড়ের টিলার লাল মাটি চুরি করে কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে এলাকার পরিবেশের বিপর্যয় নেমে এসছে এবং রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে পাহাড়ের লাল মাটি অবৈধ ভাবে চুরি করে কাটার অপরাধে মাটি কাটার যন্ত্রসহ মাটি চোরদের আটক করে কয়েক লাখ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপুল কুমার বলেন, মির্জাপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের পাহাড়ের লাল মাটির টিলা একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চুরি করে কেটে নিচ্ছে। খবর পেয়ে ঐ সব এরাকায় পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন মাটি চোরের নাম উরেøখ করে মির্জাপুর থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। মাটি চুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে বরে তিনি উল্লেখ করেন।