মির্জাপুরে আচরণবিধি লঙ্গনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা, সভার খিচুড়ি পেল মাদ্রাসার ছাত্ররা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্গনের অভিযোগে বিএনপির সাবেক নেতা ও চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হায়দার খানকে ১০ হাজার টাকা জরিমানা করেচেণ মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান। এ সময় নির্বাচনী সভা থেকে জব্দকৃত ৫০০ প্যাকেট খিচুড়ি মাদ্রাসার ছাত্রদের বিলি করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একইসাথে বিএনপি নেতাকে জরিমানা করা হয়েছে। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী সভার আয়োজন করায় এই দন্ড দেওয়া হয়েছে বরে আজ রবিবার (১৯ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানিয়েছেন।
গতকাল শনিবার (১৮ মে) রাতে উপজেলার মহেড়া এলাকায় অভিযান চালিয়ে এই আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
জানা গেছে, গতকাল শনিবার রাতে মহেড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হায়দার খানের নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ উপলক্ষে নেতাকমৃীদের খাবার জন্য আয়োজন করা হয় খিচুরির। খবর পেয়ে ওই স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এসময় নির্বাচনী সমাবেশের সভাপতি উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা এবং সভার ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত ৫০০ প্যাকেট খিচুড়ি উপজেলার জামুর্কী কাচারিবাড়ি মাদ্রাসা, কদিমধল্যা এবং দেওহাটা মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
ভাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here