মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের আগে এমপির উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবীল থেকে প্রাপ্ত ৫১ জন অসুস্থ শিশু, পঙ্গু, দরিদ্র ও অসহায় নারী পুরুষের মাঝে ২৪ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৫ জুন) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই চেক বিতরণ করেন প্রধান অতিথি ছিরেন পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেরা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় উপস্থিত ছিলেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, সাবেক মেয়র শহীদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা আ.লীগের সহসভাপতি এসএম মোজাহিদুল ইসলাম মনির, সহসভাপতি মোহাম্মদ আলী, সাংগঠরিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, শিক্ষা ও মানব সম্পদ বিষযক সম্পাদক আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক প্রমুখ।
এ ব্যাপারে এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক বলেন, এমপি মহোদয়ের সার্বিক উদ্যোগ ও সহযোগিতায় উপজেলার বিভিন্ন গ্রামের ৫১ অসুস্থ নারী পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবীল থেকে প্রাপ্ত ঈদের আগে অনুদানের ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার চার শতাধিক অসহায় নারী পুরুষ এবং শিশুর মাঝে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।