মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুকুরে মাছের পোনা অবমুক্ত করন ও সফল মৎস চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) মির্জাপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।
সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্তরের পুকুরে মাচের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সফল মৎস চাষীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, এসিল্যান্ড মাসুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফারাহ নাহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপ¯িত ছিলেন।