মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) মির্জাপুর উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমুলক সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত। প্রস্তুতিমুলক সভায় ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭৫ তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুণনেছা মুজিব এর ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন নানা পদক্ষেপ গ্রহিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। এসিল্যান্ড মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এড মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান সহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপ¯িত ছিলেন।