মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।
উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরীন, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার, ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম এবং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া প্রমুখ। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগন ছিলেন।