মির্জাপুরে গ্রামাটিয়া সিডিউলকাস্ট উচ্চ বিদ্যালয়ের জমি অবৈধ ভাবে দখল করে রাতারাতি ঘর নির্মান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়নের গ্রামাটিয়া সিডিউলকাস্ট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে রাতারাতি একটি চক্র ঘর নির্মানসহ গাছের চারা রোপন করায় চার শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে পরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলের জমি দখল হয়ে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভসহ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্কুলের জমি রক্ষায় প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিদ্যালয় ঘুরে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র মোহন বিশ^াস জানান, এলাকাবাসির অনুদানে ও সহায়তায় মনোরম পরিবেশে ১৯২৭ সালে গ্রামাটিয়া সিডিউলকাস্ট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পুরনো বিদ্যাপিঠ হলেও এর শিক্ষার মান ও ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়ের ভিতরে গ্রামাটিয়া মৌজায় ৪১৬ খতিয়ানের ৩৫৮ দাগের মধ্যে ১৯৭৫ সালে বিদ্যালয়ের ক্রয়কৃত জমিতে একই গ্রামের রণজিত মন্ডল ও তার মামা লালচাঁদ মন্ডলসহ স্থানীয় একটি চক্র জোর পুর্বক রাতারাতি ঘর নির্মান ও গাছের চারা রোপন করেছে। এই জমি তাদের পুর্ব পুরুষদের দাবী করে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্কুলের জমি রক্ষাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে প্রধান শিক্ষক চন্দ্র মোহন বিশ^াস মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার এসিল্যান্ড মহোদয়কে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন। সরকারী নিষেধ অমান্য করে রণজিত মন্ডল ও তার মামা লালচাঁদ মন্ডলসহ স্থানীয় একটি চক্র জোর পুর্বক রাতারাতি ঘর নির্মান ও গাছের চারা রোপন করে যাচ্ছে। ঘর ভেঙ্গে দেওয়া ও গাছের চারা রোপন করা বন্ধ করার জন্য বার বার অনুরোধ করা হলেও তারা উল্টো ভাবে প্রধান শিক্ষককে প্রাণ নামের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। স্কুলের জমি রক্ষাসহ অবৈধ দখলদারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান শিক্ষক উর্ধ্বতন কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে অবৈধ দখলদার লালচাঁদ মন্ডলের সঙ্গে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলের ভিতরে তার ভাগিনা রনজিত মন্ডলের পুর্ব পুরুষদের জমি রয়েছে। সেই জমিতে ঘর নির্মানসহ গাছের চারা রোপন করেছি। এই জমি স্কুলের নয় বলে তিনি দাবী করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তিনি অস্বীকার করেন।
এ ব্যাপারে বানাইল ইউনিয়ন ভুমি অফিসে যোগাযোগ করা হলে সহকারী ভুমি কর্মকর্তা উম্মে মাহবুবা দেওয়ান বলেন, গ্রামাটিয়া সিডিউলকাস্ট উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষার জন্য ও অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত লালচাঁদ মন্ডলসহ তাদের সহযোগিদের ঢেকে এনে অবৈধ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here