মির্জাপুরে ২০৯ পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ২০৯ পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব নিচ্ছিদ্র নিরাপত্তায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ নুরুল আলম। উপজেরা সহকারী কমিশনার (ভুমি) ও মির্জাপুর পৌরসভার প্রশাসক মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. সাদিকুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাবু শুভাশিষ কর্মকার, মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিকাশ গোষ্মামী, সাধারণ সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী সংকর ও বাবু স্বপন মন্ডল প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয় এবং মির্জাপুর থানা সুত্র জানায়, এ বছর মির্জাপুরে পৌরসভা এবং মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজাগান, বাঁশতৈল ও তরফপুর এই ১৪ ইউনিয়নে ২০৯ টি পূজামন্ডপে শারদীয় দূগাপূজা অনুস্ঠিত হচ্ছে যা টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশী।
উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানিয়েছেন, মির্জাপুর উপজেলায় প্রতিটি মন্ডপে তাদরে নিজস্ব কমিটি থাকবে এবং প্রশাসন থেকে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্টাইকিং ফোর্স থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here