মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটি এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ নুরুল আলম। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও মির্জাপুর পৌরসভার প্রশাসক মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. সাদিকুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম প্রমুখ। সভায় উপজেরা প্রশাসেনর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা কমিটি এবং উপজেলা পরিষদের মাসিক সভায় আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপুর্ন সিন্ধান্ত নেওয়া হয়েছে।