রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকগন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদের কারীগর — আবুল কালাম আজাদ সিদ্দিকী

মীর আনোয়ার হোসেন টুটুল
সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদের কারীগর হচ্ছেন টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকগন।


পেশাদারিত্ব সাংবাদিক বলতে যা বোঝায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মধ্যে সব গুনাবলীয় রয়েছে। ভয় ও বিভিন্ন বাঁধা বিপত্তি উপেক্ষা করে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার জন্য তারা নিরলস ভাবে কাজ করে থাকেন এ জন্য তাদের ধন্যবাদ। আমি আশা করবো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদের এই ধারাবাহিকতা অব্যহৃত থাকবে। তাদের নিকট থেকে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষ অনেক কিছু জানতে ও শিখতে পারবে। তিনি আরও বলেন বিএনপি সাংবাদিক বান্ধব। বিগত আওয়ামীলীগ সরকার তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে গনমাধ্যমকে কোনঠাসা করে রেখেছিল। সাংবাদিকরা তাদের সঠিক মত প্রকাশ করতে পারেনি। সঠিক সংবাদ প্রকাশ করলে তাদের মামলা দিয়ে হয়রানী করা হতো। তাদের অত্যাচারে মানুষ ক্ষিপ্ত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে শৈ^রাচার আওয়ামীলীগ সরকারকে বিতারিড় করেছে। তারা আর কখানো দেশের মাটিতে সোজা হয়ে দাড়াতে পারবে না। তিনি মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিককদের পেশাগত দক্ষতা, যোগ্যতা এবং লেখার মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক উন্নয়নসহ সাংবাদিকদের সব ধরনের সহযোগিতার আশা¦স দেন। তিনি আজ বুধবার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপপতিত্ব করেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও দৈনিক ভোরের ডাকের সাংবাদিক মো. খায়রুল করিম পাপন, সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এ জি এস ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সহসভাপতি ও জামুর্কি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। এসময় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক ছাড়াও তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজ রেজা, যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন, বিএনপি, শ্রমিকদল, যুবদল, সাইবারদল ও ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here