মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের এক দিন পর এসএসসি পরীক্ষার্থী বাঁধন সরকার (১৬) লাল উদ্ধার হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ^রী গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বাঁধনকে কি খুন করা হয়েছে না সে নিজেই আত্নহত্যা করেছে বিষয়টি রহস্য জনক।
জানা গেছে, বাঁধন সরকারের পিতার নাম বাবু লাল সরকার। গ্রামের বাড়ি তরফপুর ইউনিয়নের গাজেশ^রী গ্রামে। বাঁধন এ বছর এসএসসি পরীক্ষার্থী। সে পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং নির্বাচনী পরীক্ষা দিচ্ছে। তার পিতা বাবু লাল সরকার জানান, গতকাল শুক্রবার থেকে বাঁধন হঠাৎ করে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গা এবং আত্বীয়-স্বজনদের বাড়ি খোঁজ খবর নেওয়ার পরও তার কোন সন্ধান মিলেনি। আজ শনিবার দুপুরে স্থানীয় লোকজন বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া ঝুঁলন্ত অবস্থায় তার লাশ দেখে আমাদের খবর দেয়। পরে বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। বাঁধন কি আত্নহত্যা করেছে না কেউ তাকে হত্যা করে লাশ জুঁলিয়ে রেখেছে বিষয়টি তিনি সঠিক করে কিছুই বলতে পারছেন না। এ ব্যাপারে তিনি মির্জাপুর থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। ময়না তদন্তের পর লাম তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পিতা লিখিত অভিযোগ দিয়েছেন। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনী ব্যবস্থা নেওয়া হবে।