মির্জাপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে কেন্দ্রীয শহীদ মিনার চত্বরে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মোহসীন হলের ছাত্র সংসদের সাবেক জিএস মো. সাঈদুর রহমান সাইদ সোহরাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা, লতীফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল মিয়া প্রমুখ।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. হাফিজুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগী স্বাস্থ্য সেবা নিয়েছে বলে জানা গেছে। উপজেলা ও পৌর যুবদল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here