নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীতে কয়েক শতাধিক রোগী বিনা মুল্যে চিকিৎসা সেবাসহ ঔষধপত্র পেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠন আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) মির্জাপুর বাইপাস এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন বিএনপির জাতয়ি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। হালিম আধুনিক হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. উজ্জল হোসেন, ডা. শাজাহান ও ডা. আশিফুর রহমান মজুদারসহ একদল চিকিৎসক মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। এ সময় জেলা বিএনপির নেতা মো. আব্দুর কাদের মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালউদ্দিন আরিফ, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আলী এজাজ খান চৌধুরী রুবেল, যুগ্ম সম্পাদক দেওয়ান শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম ফরিদ, মো. আলম মৃধা, বিএনপি নেতা আহাজারুল ইসলাম আজাহার, পৌর বিœেপির সাবেক সাধারন সম্পাদক মো. জুলহাস মিয়া, বর্তমান সাধারন সম্পাদক এস এম মহসীন, আলতাব মিয়া, শ্রমিকদলের নেতা কুব্বত আলী মৃধা, যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ডি এ মতিন, যুবদলের নেতা আজিজ রেজা, ফরিদ মিয়া, হাসান সিদ্দিকী ও তমাল মৃধা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা বিনামুল্যে চিকিৎসা সেবাসহ ঔষধপত্র পেয়েছে বলে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ জানিয়েছেন।