মির্জাপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত

0
1449

মীর আনোয়ার হোসেন টুটুল
স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে পুত্রের লাঠির আঘাতে পিতা আনোয়ার ওরফে দুখাই (৫০) নিহত হয়েছে। ঘাতক পুত্র লিটন মিয়া (৩০) পালিয়ে গেলেও পুলিশ লিটনের স্ত্রী রাশেদা বেগম (২৫) আটক করেছে। আজ বুধবার (৩১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, আজ বুধবার দুপুরে পারিবারিক বিরোধ নিয়ে লিটন ও তার স্ত্রী রাশেদার সঙ্গে ঝগড়া হয়। এ সময় লিটনের পিতা আনোয়ার দুখাই এগিয়ে গেলে লিটন ক্ষিপ্ত হয়ে তার পিতাকে লাঠি দিয়ে আঘাত ও কিলঘুষি দেয়। লাঠির আঘাত ও কিলঘূষিতে আনোয়ার দুখাই অসুস্থ্য হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর পরই ঘাতক লিটন পালিয়ে যায়। এলাকাবাসি পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লিটনের স্ত্রী রাশেদা আটক করে এবং আনোয়ার দুখাইয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মির্জাপুর থানার (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, সেকেন্ড অফিসার মো. মোশরাফ হোসেন ও তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লিটনের স্ত্রী রাশেদা বেগমকে আটক করা হয়েছে। ঘটনার মুলহোতা লিটনকে গ্রেফতারের জন্য পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here