মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে এক নং মহেড়া ইউনিয়নের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ছাওয়ালী কালি মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক।
গোপাল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সদস্য সচিব সাবেক জিএস বিপ্লব কুমার সাহা, সদস্য স্বপন মন্ডল, সুবির দত্ত ও দিলীপ বণিক প্রমুখ। পরে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বাবু অজিত কুমার বণিককে সভাপতি এবং দিলীপ কুমার বণিককে সাধারন সম্পাদক করে এক নং মহেড়া ইউনিয়ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করার জন্য সভাপতি-সম্পাদককে উপজেলা শাখার নেতৃবৃন্দ নির্দেশ প্রদান করেছেন।