টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোয়ন ক্রয় করলেন ফজলুর রহমান ফারুক

মীর আনোয়ার হোসেন টুটুল
আগামী ১৭ অক্টোবর টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপত্র ক্রয় করেছেন বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ একুশে পদকপ্রাপ্ত সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক। আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডীর ৩/এ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোয়নপত্র ক্রয় করেন তার পুত্র টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি ও এফবিসিসিআইসির পরিচালক খান আহমেদ শুভ এমপি। এ সময় মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, খান আহমেদ শুভর একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক ও সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সাদেকসহ জেলা নেতৃবৃন্দ।
আওয়ামীলীগ নেতা সৈয়দ ওয়াহিদ ইকবাল জানান, বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুকের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কহেলা গ্রামে। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। একাধারে তিনি কবি, সাহিত্যিক, গল্পকার, সমাজ সেবক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা গুনে গুনান্মিত। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পরেন। ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট, ৬৯ এর গণঅভ্যুথান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি টাঙ্গাইলের আওয়ামীলীগকে অত্যান্ত সু-সংগঠিত করে রাখেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যান্ত দক্ষ ও সুনামের সঙ্গে দায়িত্ব করেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্ষিয়ান এই রাজনীতিবিদ ও টাঙ্গাইলের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে আওয়ামীলীগের দলীয় সুত্র জানেিয়ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here