মির্জাপুরে মাদ্রাসা ছাত্র সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল মানব বন্ধন প্রতিবাদ সমাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্র সিফাত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) ঘাতকদের হাতে নিহত সিফাতের পরিবার, এলাকাবাসি ও সহপাঠীরা কর্মসুচীর আয়োজন করে। সকাল দশটার দিকে হাতে হাতে বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে সহ¯্রাধিক নারী পুরুষ ও শিক্ষার্থী বিক্ষোভ মিছিলটি সিফাতের নিজ গ্রাম গোড়াইল থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও মির্জাপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে কলেজ রোডে প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন শেষে হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন, সিফাতের বাবা মো. শহিদুর রহমান, মির্জাপুর পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী, সাবেক ভিপি ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া এবং মো. জাহাঙ্গীর আলম মৃধা প্রমুখ।
উল্লেখ যে, সিফাতের পিতার নাম মো. শহিদুর রহমান। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। সিফাত মির্জাপুর উপজেলা সদরের আফাজ উদ্দিন দারুল উফুম সিনিয়র দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। গত সোমবার (২৯ আগস্ট) বিকেলে ফুসকা খাওয়ার জন্য সিফাত মির্জাপুর বাইপাস রেল স্টেশনে আসে। এখান থেকে দুবৃত্তরা সিফাতকে ধরে নিয়ে পাশবিক নির্যাতনের পর নির্মম ভাবে হত্যা করে লাশ মির্জাপুর রেল লাইনের পাশে ক্ষেতে ফেলে রাখে। অনেক খোঁজাখুঁজির পর ঐ দিন রাতেই পুলিশ ক্ষতবিক্ষত অবস্থায় সিফাতের লাশ উদ্ধার করে। র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে সন্দেহ ভাজন দুইজনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবু সাইদ বলেন, মাদ্রাসা ছাত্র সিফাত হত্যার মামলার গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজনকে নজরদারীতে রাখা হয়েছে। যে কোন সময় তারা গ্রেফতার হতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here