মির্জাপুরে বয়লার খামারে তিন লক্ষাধিক টাকার মালামাল ও মুরগী চুরি, বিপাকে খামারী

মীর আনোয়ার হোসেন টুটুল
বয়লার খামারে রাধের আধাঁরে তিন লক্ষাধিক টাকার মালামাল ও মুরগী চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধারদেনা করে খামার করে পর পর দুই বার চুরি হওয়ায় চরম বিপাকে পরেছেন দরিদ্র খামারী সজীব রায় (৪৩)। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে সজীব রায় বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সজীব রায় জানান, বাগজান গ্রামে গত দুই বছর ধরে বয়লার খামার নামে একটি মুরগীর খামার দিয়ে তিনি মুরগীর ব্যবসা করে আসছেন। গত ১৮ আগস্ট রাতে তার খামারের কর্মচারী রুবেল মিয়া খামারে ঘুমিয়ে পরেন। চুরের দল খামারে বাহিরের দরজা তালা দিয়ে কর্মচারী রুবেলকে আটকিয়ে রেখে খামারের দুইটি পানি তোলার পাম্প (মটর), নগদ টাকা ও ২৩০ টি মুরগী চুরি করে নিয়ে যায়। একই ভাবে দ্বিতীয় দফায় গত ২ সেপ্টেম্বর রাতে ঐ খামারে একই কায়দায় চুরি হয়। ১৫ দিনের ব্যবধানে দুই বার চুরি হওয়ায় খামারে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে সজীব রায় জানান।
এ ব্যাপারে সজীব রায় বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত দিয়েছেন। লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছেন বলে মির্জাপুর থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here