বাংলা নিউজ
Wednesday, March 19, 2025
Home Blog Page 25

মির্জাপুরে খান আহমেদ শুভ দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত

মীর আনোয়ার হোসেন টুটুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভ নৌকা) বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগের প্রবীণ নেতা এবং আট বাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১২৭ টি ভোট কেন্দ্রের ফলাফলে দেখা গেছে খান আহমেদ শুভ (নৌকা) পেয়েছেন ৮৭ হাজার ৮২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক) পেয়েছেন ৫৫ হাজার ৫৪২ ভোট। ৩২ হাজার ২৮৪ ভোট বেশী পেয়ে খান আহমেদ শুভ দ্বিতীয় বাবেরর মত এমপি নির্বাচিত হলেন। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মির্জাপুরবাসি।

মির্জাপুরে অনিয়মের অভিযোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থীর ভোট বর্জন

মীর আনোয়ার হোসেন টুটুল
অনিয়মের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুড়ী মার্কা) ভোট শেষ হওয়ার ১৫ মিনিট আগে ভোট বর্জন করেছেন। অনিয়মের অভিযোগে তিনি রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে গোলাম নওজব পাওয়ার চৌধুরী অভিযোগ করেন, বিভিন্ন ভোট কেন্দ্রে তার এজেন্টদের ভয়ভিতি দেখিয়ে জোর পুর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া তাদের নানা ভাবে হুমকিও দেয়া হয়। বিষয়টি ভোট কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালেও তারা বিষয়টি আমলে না নিয়ে প্রতিপক্ষের দলের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন। নিরুপায় হয়ে বিকেলে তিনি ভোট বর্জন করে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে ভোট কেন্দ্রের আশপাশে স্টাইকিং ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিয়মিত কাজ করছেন। বিচ্ছিন্ন দ্ ুএকটি ঘটনা ছাড়া কোথাও কোন বড় ধরনের ঘটনা ঘটেনি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থীর অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেনে কতৃপক্ষ।
উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে মোট ভোটার ছিল তিন লাখ ৫১ হাজার ৪৩২ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৮৩ হাজার ২০৯ এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ২২৩ জন। মোট কেন্দ্র ১২৭ এবং কক্ষের সংখ্যা ৭১৮।

মির্জাপুরে কঠোর নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

মীরআনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। এর আগে উপজেলা পরিষদের মিলনায়তন থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সমন্ময়ে কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ছয়টার মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।
সকাল নয়টার দিকে উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, পুষ্টকামুরী আলহাজ¦ শফিউদ্দি মিঞা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগধল্যা সরকারি প্রাথমিকি বদ্যালয় ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারগর লাইনে দাড়িয়ে সু-ঙ্খল পরিবেশে ভোট দিচ্ছেন। এ সময় পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশী দেখা গেছে।
নতুন ভোটার সিয়াম, মাজিদুর রহমান ও লিপি বলেন, এ বছর আমরা প্রথম ভোট দিচ্ছি। নির্বাচনের পরিবেশ দেখে আমরা খুবই খুঁশি। ভাল ভাবে ভোট দিতে পেরেছি। আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কাজে কর্মকর্তাগন আন্তরিকতার সাতে তাদের সার্বিক সহযোগিতা করছেন বরেও তারা জানিয়েছেন।
মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রিজাডিং অপিসার মো. নুরুল ইসলাম বলেন, প্রশাসনের কঠোর নজরদারীর কারনে খুবই সুস্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন অনুস্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৪৩২ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৮৩ হাজার ২০৯ এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ২২৩ জন। মোট কেন্দ্র ১২৭ এবং কক্ষের সংখ্যা ৭১৮। উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু স্বতন্ত্র (ট্রাক), খান আহমেদ শুভ (নৗকা), আরমান হোসেন তালুকদার (গামছা), রুপা রায় চৌধুরী (ডাব), গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুরী) সহ আটজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে ভোট কেন্দ্রের আশপাশে স্টাইকিং ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিয়মিত কাজ করছেন বলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মির্জাপুরে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদের মিলনায়তন থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের কাছে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটের এ সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান ও নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম উপস্থিত ছিলেন। আগামীকাল রবিবার ভোরে যাবে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, আগামী কাল রবিবার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৪৩২ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৮৩ হাজার ২০৯ এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ২২৩ জন। মোট কেন্দ্র ১২৭ এবং কক্ষের সংখ্যা ৭১৮। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে প্রশাসন সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন। নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রের আশপাশে স্টাইকিং ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিয়মিত কাজ করবেন বলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানিয়েছেন।

পোষাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ তীব্র যানজট

মীর আনোয়ার হোসেন টুটুল
সরকার ঘোষিত নতুন স্কেলে বেতন বোনাসের দাবীতে পোষাক কারখানার শ্রমিকরা টায়ারে অগ্নি সংযোগ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে অন্ত ২০ কি.মি. জুড়ে যানজট রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের আনারার চেষ্টা করছেন। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত আটটার দিকে গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙ্গ০া এরাকায় এ ঘটনা ঘটেছে।
পোষাক কারখানার শ্রমিকদের মধ্যে সাজ্জাত হোসেন, সুজন মিয়া, আলমগীর হোসেন, তাসলিমা বেগম ও সুরাইয়া আক্তারসহ অন্ত ২০ জন শ্রমিক অভিযোগ করেন, সরকার পোষাক কারখানার শ্রমিকদের জন্য সর্ব নিম্ন ১২ হাজার ৫০০শ টাকা বেতন স্কেল ঘোষনা করলেও কারখানার মলিক পক্ষ এখন পর্যন্ত কার্যকর করেননি। এ নিয়ে গত কয়েক দিন ধরে শ্রমিকদের অসোন্তোষ দেখা দেয়। আজ বৃহস্পতিবার রাতে গোড়াই শিল্পাঞ্চলের নিউট্রেক্্র গ্রুপ অব ইন্ডাসট্রিজ, খান গার্মেন্টসসহ কয়েকটি পোষাক কারখানার শ্রমিকরা গোড়াই এলাকায় হাটুভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষুব্দ শ্রমিকরা এ সময় টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ শুরু করে। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এএসএম মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ও গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা মো. টুটুল ঘটনাস্থলে রয়েছেন। রাতে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্র আসেনি। মহাসড়ক অবরোধ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. শাকিলা বিনতে মতিন বলেন, খবর পাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে নিউটেক্্র গ্রুপ অব ইন্ড্রাট্রিজের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোাগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাপুরে ১২৭ ভোট কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণের লক্ষে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১২৭ ভোট কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহনের লক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন। ভোটারদের নির্বিগ্নে ভোট কেন্দ্রে আসার জন্য জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার, উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসার ব্যাপক প্রচার-প্রচারনার ব্যবস্থা গ্রহণ করেছেন। গতকাল বুদবার থেকে মির্জাপুরে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যগন টহল শুরু করেছেন। সেনাবাহিনী শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী করেজ এবং বিজিবি বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করেছেন।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৪৩২ জন। এদের মদ্যে পুরুষ এক লাখ ৮৩ হাজার ২০৯ এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ২২৩ জন। মোট কেন্দ্র ১২৭ এবং কক্ষের সংখ্যা ৭১৮।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, ৭ জানুয়ারি মির্জাপুর উপজেলায় ১২৭ ভোট কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশক্রমে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যগন প্রতিটি ভোট কেন্দ্র পাহাড়া দেবেন। এছাড়া ভোটারগন যাতে নির্বিগ্নে ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন সে জন্য কেন্দ্রের আশ পাশে পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্মাট মির্জাপুর গড়তে মোটর বাইক চালিয়ে গ্রামে গ্রামে ভোট চাইছেন নৌকার প্রার্থী শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে স্মাট মির্জাপুর গড়তে ও আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন তুলে ধরে নিজেই মোটর বাইকে চালিয়ে গ্রামে গ্রামে নৌকায় ভোট চাইছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ এমপি। তার এমন কর্মকান্ডে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি যুবক ও তরুণ ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই মোটর বাইক চালিয়ে প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ২০২২ সালে উপনির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। গত দেড় বছরের ব্যবধানে তিনি মির্জাপুর উপজেলায় সুষম উন্নয়ন করে সাধারণ জনগনের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের পাড়া-মহল্লায় তিনি উঠান বৈঠক, পথসভাসহ সামাজিক নানা অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে নৌকাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার অনুরোধ জানাচ্ছেন।
আওয়ামীলীগে মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত জননেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের পুত্র। নৌকার প্রার্থী শুভ টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক। তার সঙ্গে নির্বাচনে কাজ করছেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান সহিদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, তৌফিকুর রহমান তালুকদার রাজিব, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মো. মাজাহরুল ইসরাম শিপলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাবু, সাবেক ভিপি মাসুম মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমপির একান্ত ব্যক্তিগত সচিব মীর আসিফ অনিকসহ অনেকেই।
এ ব্যাপারে নৌকার প্রার্থী খান আহমেদ শুভ এমপি বলেন, আমি মির্জাপুরের সন্তান। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে দ্বিতীয় বারের জন্য নৌকা দিয়ে মির্জাপুরের উন্নয়নের জন্য পাঠিয়েছেন। গত দেড় বছরের সময়ে মির্জাপুরে আমি ব্যাপক উন্নয়ন করেছি। অসমাপ্ত কাজ এবং উন্নয়নের ধারাহিকতায় এলাকার জনগন, আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী আমার পক্ষে কাজ করে যাচ্ছেন। আামর বিশ^াস বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হতে পারবো।

মির্জাপুরে শেষ মুহর্তে নির্বাচন থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিলের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহির

মীর আনোয়ার হোসেন টুটুল
শেষ মুহর্তে এসে নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামীলীগের প্রবীণ নেতা ও আট বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির। তিনি জাতীয় পার্টি থেকে মনোয়ন পেয়ে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে এমপি প্রার্থী হয়ে ছিলেন। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) তিনি নির্বাচন থেকে সরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে ( ট্রাক প্রতীকে) কামারপাড়া বজারে পথসভায় ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন। পথ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কামাল আজাদ লিটন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. ছিবার উদ্দিনসহ আওযামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির শেষ মুহর্তে এসে নির্বাচন থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ায় পাল্টে গেছে ভোটের হিসেব নিকেশ।
এ ব্যাপারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির বলেন, আওয়ামীলীগ জাতীয় পার্টিকে যে প্রতিশ্রুিত দিয়ে নির্বাচনে এনেছিল তারা তাদের সে কথা রাখেননি। এখানে নির্বাচনের পরিবেশ নেই। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থী নৌকার পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাই এলাকার স্বার্থে প্রবীণ আওয়ামীলীগ নেতা ও পাঁচ বারের ইউনিয়ন পরিষদ ও তিন বারের উপজেলা পরিষদ মোট আট বারের জন প্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে দাড়িয়ে ছিলেন। তিনি কোন ব্যানার পোস্টার করেননি। নির্বাচনের পরিবেশ দেখে ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়তা, ভোটার ও কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা দেখে জহির সাহেব নির্বাচন থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন। স্বতন্ত্রী প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারগনই কর্মী হয়ে কাজ করছেন।

মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশারফ হোসেনকে বিদায়ী সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসনেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মোবারক হোসেন সিদ্দিকী। সহকারী প্রধান শিক্ষক শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, আটিয়া মামুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, বরাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. শরিফুল ইসলাম শরীফ, শেখ আবু ওহাব, মো. আব্দুল কাদের মল্লিক, মোতালেব হোসেন মিঞা, রিনা গোষ্মামী, সজল চন্দ্র মন্ডল, বিদায়ী সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসনে, ম্যানেজিং কমিটির সদস্য আবু সাইদ, মোকলেছুর রহমান, শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিন প্রমুখ। পরে বিদ্যাালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে নতুন শিক্ষা বর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উৎসব মুখর পরিবেশে এ বিতরণের আয়োজন করে। মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাইমহাটি সরকারি প্রাথমি বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, পৌরসভার মেয়র সালাম আক্তার শিমুল, উপজেলা সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অফিসার শরীফউদ্দিন উপস্থিত ছিলেন।
অপর দিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে সহকারী শিক্ষক সঞ্জয় চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সাবেক সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম শরীফ, সহকারী শিক্ষক মো. মো. আবু মোতালেব, মোশারফ হোসেনসহ ম্যানেজিং কমিটির সদস্য মো. আবু সাইদ প্রমুখ।