বিএনপি ক্ষমতায় এলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে —- মির্জাপুরে আমীর খসরু মাহমুদ চৌধুরী

মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসে দেড় কোটি লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শৈ^রাচার ও ফ্যাসিষ্ট আওয়ামীলীগের বিগত ১৬ বছরে এবং বর্তমান অন্তবর্তী সরকারের সময়ে দেশ অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ্য হয়েছে। দেশের মানুষ শান্তিতে নেই। একটি অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনো নিরাপদ নয়। তিনি আজ বুধবার (১ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়িতে পূজামন্ডপ পরিদর্শনে এসে এ সব কথা বলেন। রাতে তিনি কুমুদিনী কমপ্লেক্্ের এসে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার এমডি রাজিব প্রসাদ সাহা ও কুমুদিনী পরিবারের সদস্য এবং টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান।
কুমুদিনী কমপ্লেক্্র ও পূজামন্ডপ পরিদৃশনের সময় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আমীর খসরু মাহমুদ বলেন, গত ১৬ বছর আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এখন সময় এসেছে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু একটি নির্বাচনের। দেশকে বাঁচাতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই আগামী ফেব্রæয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে এতে কোন সন্দেহ নেই। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ঐক্যমতের ভিত্তিতে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে এবং নতুন নতুন পরিকল্পনা ও চিন্তা নিয়ে দেশের কল্যাণের জন্য কাজ করবে।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেরা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম মফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক মর্তুজ আলী খানের ইন্তেকাল

    মির্জাপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *