মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকাদান ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়েছে। আজ রবিবার উপজেলার দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় ও দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুর ফেরদৌস ও প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, মির্জাপুর উপজেলায় এক রাখ ৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকাদান ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া হবে। আজ ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উপজেলার ৫৬২ শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রে টাইফয়েড টিকাদান ভ্যাকসিন দেওয়া হবে। যারা এ ই সময়ের মধ্যে টিকা নিতে পারবে না পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রএবং স্বাস্থ্য উপকেন্দ্রসহ কমিউনিটি কেন্দ্রে টাইফয়েড টিকাদান ভ্যাকসিন নিতে পারবে ।







