মির্জাপুরে শিক্ষার মানউন্নয়নে ইংরেজী গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়ে কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার গণগত মানউন্নয়ন ও ভাল ফলাফল অর্জনের লক্ষে ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়ে এক দিনের কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সহায়তায় এ কর্মশলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম, প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী প্রমুখ। কর্মশালায় উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার এবং গণিত, ইংরেজী এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক মর্তুজ আলী খানের ইন্তেকাল

    মির্জাপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *