বাংলা নিউজ
Wednesday, March 19, 2025
Home Blog Page 24

মির্জাপুরে কুমুদিনী ও পলিয়েটিভ কেয়ার সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কুমদিনী ও পলিয়েটিভ কেয়ার সোসাইটি বাংলাদেশ (পিসিএসবির) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার (২৮ জানুয়ারি) কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের রাজধানী ঢাকার গুলশান অফিসে একটি সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষরিত হয়। আজ সোমবার (২৯ জানুয়ারি) মির্জাপুরে কুমুদিনী পরিবারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কুমুদিনী হাসপাতালেল এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানান, চুক্তিতে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং পিসিএসবির পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ডা. নিজাম উদ্দিন আহমেদ। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা থাকবে যাতে তারা প্রয়োজনে সকল সাধারণ মানুষকে সাশ্রয়ী খরচে সেবা দিতে পারেন।
অপর দিকে চুক্তিতে আরও বলা হয়েছে, সারা দেশে পলিয়েটিভ কেয়ার সার্ভিস প্রদানের লক্ষ্যে উভয় সংস্থা সেবার গুনগত মান বৃদ্ধিতে জ্ঞান ও দক্ষতা শেয়ার করবে। পলিয়েটিভ কেয়ারের সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স কেয়ারলিডার, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী এবং সমাজের উৎসাহী ব্যক্তিবর্গকে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করবে এবং গুনগত পলিয়েটিভ কেয়ার সার্ভিস সম্প্রসারণে গবেষণার ব্যবস্থা করা হবে। সুবিধাবঞ্চিত সস্প্রদায় যেমন, শারীরিক ভাবে কিছুটা সক্ষম, তৃতীয় লিঙ্গ প্রভুতি শ্রেনীর ব্যক্তিদের পলিয়েটি কেয়ার সার্ভিসের ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। এছাড়া প্রত্যাশা করা যাচ্ছে যে, এই সমঝোতা চুক্তির ফলে জনসাধারনের সেবাদানের ক্ষেত্রে প্রভুত উপকার হবে।

মির্জাপুরে অবৈধ ভাবে নদীর মাটি কাটায় দুই মাটি চোরকে আটক চার লাখ টাকা জরিমানা

মীর আনোয়ার হোসেন টুটুল
অবৈধ ভাবে নদীর মাটি কাটায় আওয়ামীলীগ নেতা দুই মাটি চোরকে চার লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। আজ রবিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইচাইল ও পৌরসভার কয়েকটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই জনকে আটক করে চার লাখ টাকা জরিমানা করা হয় বলে এসিল্যান্ড ও মোবাইল কোর্টের বিচারক মাসুদুর রহমান জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম মির্জাপুর উপজেরার বিভিন্ন স্পটে অবৈধ মাটি কাটা বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সুত্র জানায়, একটি চক্র উপজেলার ইচাইল ও পৌরসভার কয়েকটি এলাকায় রাতের আধাঁরে বংশাই ও লৌহজং নদীতে ভ্যেকু বসিয়ে ড্রাম ট্রাক দিয়ে মাটি চুরি করে আসছে। অবৈধ ভাবে মাটি কাটায় এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অপর দিকে ড্রাম ট্রাক দিয়ে মাটি পরিবহন করায় রাস্তাঘাটের ক্ষতিসহ পরিবেশে বিপর্যয় নেমে এসেছে। দীর্ঘ দিন ধরে এ অবস্থায় মাটি চুরি হওয়ায় এলাকায় সাধারণ জনগনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান মির্জাপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্যেকু ড্রাম ট্রাকসহ আলমগীর মৃধা ও ইউসুফ মিয়া নামে দুই মাটি চোরকে আটক করে। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় তাদের দুই লাখ টাকা করে চার লাখ জরিমানা এবং প্রাথমিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান বলেন, নদীর তীরসহ ফসলি জমির মাটি চুরির সঙ্গে যারা জড়িত তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজ রাতে অভিযান পরিচালনা করে দুই মাটি চোরকে আটক করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাটি চুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।

মির্জাপুরে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত এক দিনের প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত প্রশিক্ষণ কর্মশলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার এবং আইসিটি শিক্ষকগণ অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিজা আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন সমন্মিত উপবৃত্তি কর্মসুচী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপপরিচালক শ. ম. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী প্রমুখ।

মির্জাপুরে শহীদ ভাবনী প্রসাদ সাহা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নানের যোগদান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. আব্দুল মান্নান যোগদান করেছেন। আজ রবিবার (১৪ জানুয়ারি) কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান এর নিকট থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন। আগে গত বুধবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ বিভাগ শাখা-২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে প্রফেসর মো. আব্দুল মান্নানকে মির্জাপুর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি সাতক্ষিরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।
আজ রবিবার (১৪ জানুয়রি) মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে অধ্যক্ষ ছিলেন মো. সালাউদ্দিন আহমেদ বাবার। তিনি অবসরে চলে যাওয়ার পর নানা জটিলতার কারনে দীর্ঘ দিনেও কলেজে অধ্যক্ষ নিয়োগ হয়নি। মির্জাপুর কলেজ ২০১৬ সালের সরকারি ঘোষনা করা হয়। ২০১৮ সালে শিক্ষক-কর্মচারীদের আত্তিকরন করা হয়। ২০২৩ সালে মির্জাপুর কলেজ নাম পরিবর্তন করে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ঘোষনা করা হয়। দীর্ঘ দিন ধরে অধ্যক্ষের পদ শুন্য ছিল। নতুন অধ্যক্ষ যোগদান করায় স্বস্তি ফিরে এসেছে কলেজ ক্যাম্পাসে।
এ ব্যাপারে নতুন যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান বলেন, ১৪ তম বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার হিসেবে তিনি প্রথমে শরীয়তপুর জেলার নড়িয়া সরকারি কলেজে প্রথম যোগদান করেন। এরপর তিনি পাবনা এডওয়ার্ড সরকারি কলেজে, সেসিপ প্রজেক্ট, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা সরকারি কলেজ, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ, কুড়িগ্রাম জেলার উলিপুর সরকারি কলেজ, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ন্যাশনাল ক্যারিকুলাম এন্ড টেক্্রবুক বোর্ড (এনসিটিবি), শিক্ষা মন্ত্রনালয় এবং সর্বশেষ ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর পদন্মতি পেয়ে সাতক্ষিরা সরকারী কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার নিজ গ্রাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। নতুন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান বলেন, মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজের শিক্ষার পরিবেশ ও শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। শিক্ষক-কর্মচারীসহ মির্জাপুরের সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে সমন্ময় ও পরামর্শ করে কলেজের শিক্ষার মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করতে চাই।
এ দিকে নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, কুমুদিনী পরিবার, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মির্জাপুর সরকারী কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ মির্জাপুরবাসি।

মির্জাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৬৭ জন দুঃস্থ্যকে অনুদানের চেক বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৬৭ জন অসহায় ও দুঃস্থ্যকে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাবগাত সাংসদ খান আহমেদ শুভ এমপি। এ সময় ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল আলম মল্লিক হুরমহল, এমপির ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জাপুরে জমি দখল ও গাছ কাটায় বাঁধা দেওয়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা

মীর আনোয়ার হোসেন টুটুল
স্বামীর ভিটার জমি দখল ও গাছ কাটায় বাঁধা দেওয়ায় বিধবা সাজেদা বেগম ও তার কন্যা রুমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী বাদশা দেওয়ান গংরা। আশংকা জনক অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের দুল্যাবেগম গ্রামে এ অমানবিক ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ এমপি ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের অবিলম্বে গ্রেফতারসহ অসহায় বিধবা ও তার পরিবারকে নিরাপত্তার সব ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
অসহায় সাজেদা বেগম জানায়, গত দুই বছর পুর্বে তার স্বামী আব্দুর রউফ মিয়া দুই কন্যা রেখে মারা যান। পুত্র সন্তান না থাকায় তার স্বামীর ভাই বাদশা দেওয়ান, ও সুরুজ দেওয়ান তার ভিটেবাড়ি, জমিসহ বাড়িঘর দখল করতে উঠে পরে লেগেছে। তাকে বাড়িছাড়া করার জন্য তাদের নানা ভাবে হুমকি ও ভয়ভিতি দেখাচ্ছেন। বিষয়টি তিনি স্তানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন। তারপরও কোন কাজ হয়নি। তাদের হুমকিতে দুই কন্যা নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে াভিযোগ করেন।
এদিকে আজ শনিবার উল্লেখিত সন্ত্রাসী বাহিনী বাদশা দেওয়ান ও সুরুজ দেওয়ান সাজেদা বেগমের জমি দখল ও গাছ কাটার জন্য গেলে তিনি ও তার কন্যা রুমা বাঁধা দিতে যায়। এ সময় বাদশা দেওয়ান, সুরুজ দেওয়ান, লায়লা বেগম, হালিমা বেগম, আলিফ ওরফে লোহান, সখিনা ও সুমাইয়াসহ তাদের সহযোগিরা ধারালো অস্্র দিয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন খবর পেয়ে আহত মা-মেয়েকে উদ্ধার করে জামুর্কি সরকারী হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে বিকেলে সাজেদা বেগম বাদী হয়ে বাদশা দেওয়ান, সুরুজ দেওয়ান, লায়লা বেগম, হালিমা বেগম, আলিফ ওরফে লোহান, সখিনা ও সুমাইয়াকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে খবর পেয়ে স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ এমপি ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেফতারসহ অসহায় বিধবা ও তার পরিবারকে নিরাপত্তার সব ব্যবস্থা করা হবে বলে ঘোষনা দিয়েছেন।
এ ব্যাপারে মির্জাুপর থানায় যোগাযোগ করা হলে ওসি মো. রেজাউল করিম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেনী পর্যন্ত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের নিয়ে এক দিনের ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের শেখ রাসেল কম্পিউটার ল্যাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিতি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল। এক দিনের ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের বিষয় ভিত্তিক সহকারী শিক্ষকগন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এ সময় সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আবু ওয়াহাব, মো. আব্দুল কাদের মল্লিক, মো. আবু মোতালেব মিয়া, রীনা গোষ্মামী, মামীম আক্তার, জাকির হোসেন, লিপি সাহা, মো. আব্দুল ওহাব মিয়া, আব্দুল হালিম মিয়া, সজল মন্ডল, শাহরিয়ার শামীম, নীল কমল রাজবংশী ও মো. শরিফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন প্রফেসর মো. আব্দুল মান্নান। আজ বুধবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ বিভাগ শাখা-২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে প্রফেসর মো. আব্দুল মান্নানকে মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের জন্য বলা হয়। তিনি সাতক্ষিরা সরকারি কলেজে অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মির্জাপুর কলেজ ২০১৬ সালের সরকারি ঘোষনা করা হয়। ২০১৮ সালে শিক্ষক-কর্মচারীদের আত্তিকরন করা হয়। ২০২৩ সালে মির্জাপুর কলেজ নাম পরিবর্তন করে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ঘোষনা করা হয়। দীর্ঘ দিন ধরে অধ্যক্ষের পদ শুন্য ছিল। অধ্যক্ষের পদ শুন্য থাকায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল। সাধারন শিক্ষক-কর্মচারীরা কলেজের নানা অনিয়মের বিরুদ্ধে আন্দেলন সংগ্রাম ও বিক্ষোভ সমাবেশ করে আসছিল। অবশেষে শিক্ষক-কর্মচারীদের সেই দাবীর মুখে শিক্ষা মন্ত্রনালয় নতুন করে অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় এলাকায় শিক্ষক-কর্মচারীসহ এলাকার সাধারণ লোকজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
এদিকে নতুন নিয়োগ পাওয়া প্রফেসর মো. আব্দুল মান্নান ১৪ তম বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার হিসেবে শরীয়তপুর জেলার নড়িয়া সরকারি কলেজে প্রথম যোগদান করেন। এরপর তিনি পাবনা এডওয়ার্ড সরকারি কলেজে, সেসিপ প্রজেক্ট, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা সরকারি কলেজ, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ, কুড়িগ্রাম জেলার উলিপুর সরকারি কলেজ, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ন্যাশনাল ক্যারিকুলাম এন্ড টেক্্রবুক বোর্ড (এনসিটিবি), শিক্ষা মন্ত্রনালয় এবং সর্বশেষ ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর পদন্মতি পেয়ে সাতক্ষিরা সরকারী কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার নিজ গ্রাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। তার স্ত্রী একজন গৃহিনী ও সমাজ সেবক এক সন্তানের জনক।
এ ব্যাপারে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান বলেন, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ মির্জাপুরের সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে সমন্ময় ও পরামর্শ করে কলেজের শিক্ষার মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করতে চাই।

মির্জাপুরে প্রাথমিক ও গণক্ষিা মন্ত্রনালয়ের উপনচিবের কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

মীর আনোয়ার হোসেন টুটুল
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মো. মাসুম আহমেদ আজ বুধবার (১০ জানুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উপজেলার কয়েকটি বিদ্যালয় পরিদর্শনের পর দুপুরে ভাতগ্রাম ইউনিয়নের ৬৯ নং বরাটী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম দেশে প্রশংসা করেন। এ সময় বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, বরাটী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিনুর রহমান খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী

মীর আনোয়ার হোসেন টুটুল,
দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনে ৬ এমপি প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর এই সংসদীয় আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছিলেন। গতকাল রবিবার (৭ জানুয়ারি) নির্বাচনের পর রাত সারে দশটায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন। ফলাফলে দেখা যায় ৮ জন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে ৬ জনই তাদের জামানত হারিয়েছেন।
জামানত হারানো এমপি প্রার্থীরা হলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুড়ী) তিনি পেয়েছেন ২৬৪ ভোট, কৃষক শ্রমিক জনতলীগের মো. আরমান হোসেন তালুকদার তাপস (গামছা) তিনি পেয়েছেন ১৩৪০ ভোট, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল) তিনি পেয়েছেন ৩৬৮ ভোট, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের মো. মঞ্জুর রহমান মনজু (মশাল) তিনি পেয়েছেন ১৫৩ ভোট, জাকের পার্টির মো. মোক্তার হোসেন (গোলাপ ফুল) তিনি পেয়েছেন ৫১২ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের শ্রী রুপা রায় চৌধুরী (ডাব) তিনি পেয়েছেন ১০৫ ভোট।
আজ সোমবার (৮ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্র জানায়, নির্বাচন কমিশনের বিধিমালায় একজন প্রার্থীকে তার জামানত টিকিয়ে রাখতে হলে ঐ সংসদীয় আসনে বৈধ ভাবে মোট কত ভোট কাস্ট হয়েছে তার ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। যদি তার চেয়ে এক ভোটও কম পেয়ে থাকেন তাহলে তিনি জামানত হারাবেন। টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনে মোট ভোট কাস্ট হয়েছে এক লাখ ৪৮ হাজার ৩৬৭ ভোট। সেই হিসেবে একজন প্রার্থীকে ১৮ হাজার ৫৪৫ ভোট পেতে হবে। ফলাফলে দেখা গেছে ৮ জন প্রার্থীর মধ্যে বিজয়ী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভ পেয়েছেন ৮৮ হাজার ৩৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট। অপর ৬ প্রার্থী কাম্য সংখ্যক ভোট না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন। এই আসনে শতকরা ভোট পরেছে ৪২ দশমিক ০৬ শতাংশ।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, গতকাল রবিবার দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনে ৮ এমপি প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। নির্বাচন কমিশনের নির্বাচন বিধিমালায় একজন প্রার্থীকে তার জামানত টিকিয়ে রাখতে হলে বৈধ ভাবে মোট কত ভোট কাস্ট হয়েছে তার ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। টাঙ্গাইর-৭ মির্জাপুর আসনে ৬ জন প্রার্থী কাম্য সংখ্যক ভোট পাননি। ফলে তারা জামানত ফেরত পাবেন না।