মীর আনোয়ার হোসেন টুটুল
এসএসসি পরীক্ষায় মোবাইলে উত্তরপত্র সরবরাহের অভিযোগে পরীক্ষা কেন্দ্রের বাহির থেকে শাকিল সিকদার (১৯) নামে এক যুবককে আটকের পর দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদুর রহমান। শাকিল সিকদারের পিতার নাম মফিজ উদ্দিন সিকদার। এ সময় পরীক্ষা কেন্দ্রে পারভেজ নামে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আজ রবিবার (৩ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ রাজাবাড়ি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, আজ রবিবার ছিল এসএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ^সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা। পরীক্ষা চলাকালিন মির্জাপুর ক্যাডেট কলেজ রাজাবাড়ি পরীক্ষা কেন্দ্রে বিশেষ কায়দায় মোবাইলে উত্তরপত্র সরবরাহ হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান জানতে পারেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান রাজাবাড়ি পরীক্ষা কেন্দ্রের আশপাশে অভিযান চালিয়ে মোবাইলে উত্তরপত্র সরবাহের সময় শাকিল সিকদার নামে যুবককে আটক করেন। পরে তাকে দুই বছরের কারাদন্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া মোবাইলে নকলের অভিযোগে একই কেন্দ্রের রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র পারভেজ মিয়াকে বহিষ্কার করা হয়।
অপর দিকে পরীক্ষা চলাকালিন সময় রাজাবাড়ি বাজারে একটি কোচিং সেন্টার খোলা রাখায় ক্যাডেট কোচিং এর মালিক ফেরদৌস সিকদারকে ২০০শ টাকা জরিমানা করে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এছাড়া রাজাবাড়ি বাজারে একটি ফটোকপির দোকান বন্ধ করে দোকানের মালিককে ২০০শ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদুর রহমান বলেন, সুন্দর সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা গ্রহনের লক্ষে প্রশাসন থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রবিবার নকল সরবরাহের অভিযোগে শাকিল সিকদার নামে এক যুবককে দুই বছরের কারাদন্ড, এক পরীক্ষার্থীকে বহিষ্কার, এক কোচিং সেন্টারের মালিককে ২০০শ টাকা জরিমানা করে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া এবংএকটি ফটোকপির দোকান বন্ধ করে মালিককে ২০০শ টাকা জরিমানা করা হয়েছে। ইতিপুর্বে বিভিন্ন পরীক্ষায় আরও ৬ জন পরীক্ষার্থীকে বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়।
মির্জাপুরে এসএসসি পরীক্ষায় মোবাইলে উত্তরপত্র সরবরাহের অভিযোগে যুবকের দুই বছরের কারাদন্ড, পরীক্ষার্থী বহিষ্কার
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ হারুন অর রশিদ সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার
প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় দৈনিক দেশ রুপান্তরের মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদ সভাপতি দৈনিক নয়াদিগন্ত ও তারুণ্য ২৪ডটকম মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তারা আগামী একবছরের জন্য নির্বাচিত হন। সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনাতনে প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শিপনের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক উপজেলা কমান্ডার অধ্যাপক দূর্লভ বিশ্বাস, সাবেক সভাপতি কিসমত খোন্দকার, মো. জাহাঙ্গীর হোসেন, নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন,জহিরুল ইসলাম শেলী, এরশাদ মিঞা,আশরাফ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম প্রমুখ।
মির্জাপুরে হাসানের বাড়িতে বইছে শোকের মাতম॥ মারা গেছে ভারতেশ^রী হোমসের ছাত্রী সম্পা
মীর আনোয়ার হোসেন টুটুল
রাজধানী ঢাকার বেইলি রোডে ভয়াভয় অগ্নিকান্ডে নিহত মেহেদী হাসান (২৬) এর বাড়িতে বইছে শোকের মাতম। হাসান পুড়ে চোখের সামনে মারা গেলেও কোন রকমে বেঁচে গেছে তার বড় ভাই ইসরাফিল (৩০)। দুই ভাই বেইলি রোডের ঐ ভবনের একটি জুস ভারে চাকুরী করতেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫ নং বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামে হাসানের বাড়ি। আজ শুক্রবার (১ মার্চ) দুপুরে লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে স্বজনদের কান্নায় চার পাশের বাতাস ভারি হয়ে আসছিল। পুরো এলাকা জুড়ে বইছে শোকের মাতম। বাদ জুমা দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
এদিকে একই ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে নারী শিক্ষা প্রতিষ্ঠান ও শহীদ দানবীল রণদা প্রসাদ সাহার ভারতেশ^রী হোমসের সাবেক ছাত্রী সম্পা সাহা (৪৪)। সে ভারতেশ^রী হোমসের এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী বলে ভারতেশ^রী হোমসের শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন। তার এই মৃত্যুতে ভারতেশ^রী হোমসেও শোকের ছায়া নেমে এসেছে।
দেওড়া গ্রামের কৃতিসন্তান ও আওয়ামীলীগ নেতা টিপু মাহমুদ জানান, হাসানের পিতার নাম মোয়াজ্জেম হোসেন ওরফে আইন উদ্দিন এবং মাতার নাম কল্পনা বেগম। দরিদ্র পরিবারের অন্য যোগাতে দুই ভাই হাসান ও ইসরাফিল বেইলি রোডের ঐ ভবনের একটি জুস ভারে চাকুরী করতেন। গতকাল বৃহস্পতিবার রাতে যখন ভবনে আগুনের সুত্রপাত হয় দুই ভাই এক সাথে ছিলেন। আগুনের লেলিহান থেকে বাঁচতে বড় ভাই ইসরাফিল দৌড়ে ভবনের উপরে যেতে পারলেও ছোট ভাই মেহেদী হাসান উপরে উঠতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। মেহেদী হাসানের মৃত্যুতে পুরো পরিবার তছনছ হয়ে গেছে। অসহায় পরিবারকে সার্বিক সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় এমপিসহ প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।
এদিকে বেইলি রোডে আগুনে পুড়ে নিহত মেহেদী হাসানের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিরা বিনতে মতিন, এসরি্যান্ড মাসুদুর রহমান, ওসি মো. রেজাউল করিম ও বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী।
মির্জাপুরে মাস্টার মাইন্ড চাবি চোরাই মোটর সাইকেলসহ চার মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মোটর সাইকেল চুরির মাস্টার মাইন্ড চাবি ও তিনটি চোরাই মোটর সাইকেলসহ আন্তজেলা চার জন মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার হয়েছে। মির্জাপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ তাদের গ্রেফতার করেছে বলে আজ শুক্রবার (১ মার্চ) মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা হচ্ছে, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে জসিম উদ্দিন (২৮), ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের রজব আলীর ছেলে জাহিদ হাসান (২৮), ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের সোবাহান আলীর ছেলে মেহেদী হাসান (৩০), এবং মির্জাপুর উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের খন্দকার রিপন মিয়ার ছেলে খন্দকার রোমান মিয়া (২৪)।
ভুক্তভোগিদের কয়েকজন এবং মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, বেশ কিছু দিন ধরে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি বেড়ে গেছে। দিনে ও রাতের নানা কৌশলে একর পর এক মোটর সাইকেল চুরি বেড়ে গেছে। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি উপজেলা সদরের পৌরসভার পুষ্টকামুরী হেলাল মিয়ার বাসা থেকে হৃদয় মিয়া ও আশিকের দুইটি মোটর সাইকেল চুরি হয়। এ ব্যাপারে মির্জাপুর থানায় াভিযোগ হলে মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের ধরতে মাঠে নামেন পুলিশ।
এদিকে গতকাল বৃহস্পতিবার মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লার নেতৃর্ত্বে কয়েকজন পুলিশ সদস্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী জহুর মোড় এবং গোড়াই নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা চার জন মোটর সাইকেল চোর চক্রের সদস্য এবং তাদের নিকট থেকে মোটর সাইকেল চুরির মাস্টার মাইন্ড চাবিসহ তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বরেন, তিনটি মোটর সাইকেলসহ চার মোটর সাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে মোটর সাইকেল চুরির মাস্টার মাইন্ড চাবি। মামলার পর জিজ্ঞানাবাদ চলছে।
মির্জাপুরে দুই দিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্ধোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত দুই দিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্ধোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজলো পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলার উদ্ধোধন করেন বস্্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা ও শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এসিল্যান্ড মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, ওসি মো. রেজাউল করিম এবং প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আগামীকাল বুধবার একুশে বই মেলার সমাপ্তি হবে।
ভুল চিকিৎসায় রোগী মারা গেলে হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে– মির্জাপুরে স্বাস্থ্যমন্ত্রী
মীর আনোয়ার হোসেন টুটুল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা সেবা নিতে এসে ভুল চিকিৎসায় ও চিকিৎসকের গাফিলতির কারনে কোন রোগী মারা গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ঘরে বসেই চিকিৎসার সেবা পায় এবং হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোন প্রকার বিড়ম্বনা বা হয়রানীর শিকার না হন সেই লক্ষ্য নিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কাজ শুরু হয়েছে এবং যে কোন উপায় দেশের চিকিৎসা সেবার মান আমুল পরিবর্তন করা। তিনি আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে আর্তনাবতার সেবায় প্রতিষ্ঠিত শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং কলেজ, ভারতেশ^রী হোমসসহ কুমুদিনী কমপ্লেক্্েরর বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান ও ইউনিট পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে এসব কথা বলেন।
সকালে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও তার স্ত্রী কুমুদিনী কমপ্লেক্্ের এসে পৌঁছালে কুমুদিনী পরিবার, টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভচ্ছা জানানো হয়। কুমুদিনী হাসপাতাল লাইব্রেরী মিলনায়তনে চা চক্রের পর মন্ত্রী কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং কলেজ, ভারতেশ^রী হোমসসহ কুমুদিনী কমপ্লেক্্েরর বিভিন্ন সেবাধর্মী কুমুদিনী কমপ্লেক্্েরর বিভিন্ন সেবাধর্মী ইউনিট পরিদর্শন করেন।
কমপ্লেক্্র পরিদর্শনের পুর্বে মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গত পরশু দিন আমি দেখা করেছি। তিনি বলেছেন, দেশের চিকিৎসা সেবার মান বৃদ্ধিসহ দেশের মানুষ যাতে ঘরে বসে চিকিৎসা সেবা পান সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী বলেন, আমি একেবারে তৃণমুল গ্রাম থেকে উঠে এসেছি। চিকিৎসা সেবার কোথায় কোথায় সমস্যা রয়েছে আমি তা জানি। দেশের উপজেলা সরকারি হেলথ কমপ্লেক্্র এবং জেলা সদরের হাসপাতালগুলোকে স্বাবলম্বী করতে হবে। গ্রামের মানুষ যাতে শহরে চিকিৎসার জন্য এসে বিড়ম্বনার শিকার না হয় সে জন্য চিকিৎসকসহ আমদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করতে হবে। চিকিৎসা সেবার মান বৃদ্ধিসহ সরকারি সেবা ছড়িয়ে দিতে হবে। করোনার টিকা পেতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতে হয়রানীর শিকার না হতে হয় এ বিষয়ে জরুরী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। কুমুদিনী হাসপাতালের সেবার মান, পরিষ্কার পরিচ্ছনতা, নিয়ম কানুন, শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ দেখে প্রশাসা করেন এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ^াস দেন।
এ সময় স্বাস্থ্য মন্ত্রীর স্ত্রী, শেখ হাসিনা বার্ণ ইন্সস্টিটিউটের উপপরিচালক ডা. মাসুম খান, সহকারী পরিচালক ডা. হোসাইন ইসলাম,অধ্যাপক ডা. আতিকুর রহমান, ডা. হেদাতুল্লাহ খান, ডা. বিজয় দত্ত, ডা. প্রার্ত সংকর ও এনআইসহহ ২৫ সদস্য বিশিষ্ট চিকিৎসক প্রতিনিধি দল, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক শিক্ষা একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচারক ডা. আলী হাসান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপার প্রফেসর ডা. এম এ হালিম, নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা কব্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, এজিএম অনিমেশ ভৌমিক লিটন, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিা চৌধুরী ও সিনিয়র শিক্ষক হেনা সুলতানা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমসহ কুমুুদিনী পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
মির্জাপুরে রাষ্ট্রপতির সহধর্মীনির মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার ও জমিদারবাড়ি পরিদর্শন
মীর আনোয়ার হোসেন টুটুল
রাষ্ট্রপতি মো. সাহাব উদ্দিনের সহধর্মীনি (স্ত্রী) ডা, রেবেকা ইসলাম টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার ও মহেড়া জমিদার বাড়ি পরিদর্শন করেছেন। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতির সহধর্মীনি ও তার সফর সঙ্গীগন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে এসে পৌঁছালে উর্ধ্বতন কর্মকর্তাগন তাদের শুভেচ্ছা জানান। বিকেল সারে তিনটা পর্যন্ত তিনি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার ও মহেড়া জমিদারবাড়ির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেবার মান এবং মহেড়া রাজবাড়ির পুরনো ও ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা দেখে রাষ্ট্রপতির স্ত্রী ডা. রেবেকা ইসলাম প্রশংসা করেন। এটি তার একান্তই ব্যক্তিগত সফর বলে পুলিশ ট্রেনিং সেন্টারের কর্মকর্তাগন জানিয়েছেন। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার (ডিআইজি) মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেন, মির্জাপুর উজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে বঙ্গ ভবনে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতির স্ত্রী ডা, রেবেকা ইসলাম যোগ দেন। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেন, তার স্ত্রী ড. আয়েশা হোসেনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীগন তাকে ফুলেল শুভচ্ছো জানান।
মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
মীর আনোয়ার হোসেন টুটুল
আমরা সবাই আটাশি সুখে দুখে পাশাপাশি-এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নানা আয়োজনে এসএসসি ৮৮ ব্যাচের প্রাক্তনদের এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল দিন ব্যাপি নানা আয়োজন। ঐতিহ্যবাহী পুরনো বিদ্যাপিঠে এসে ৩৬ বছর পর একে অপরকে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পরেন।
৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্র মো. আসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আতিকুর রহমান আতিক, বাবু প্রলয় কুমার চৌধুরী, বাবু নরেশ চন্দ্র সরকার, বাবু সুরেশ কুমার সরকার, মো. সোহরাব হোসেন, বর্তমান প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল। ৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন মো. জাহিদুর রহমান বাসেদ, মো. লুৎফর রহমান, গোপি সাহা, লিটন মিয়া ও মীর্জা আতিকুল ইসলাম, প্রনব সাহা, ফাতেমা, নুরজাহান প্রমুখ।
স্মৃতিচারণ অনুষ্ঠানে ৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বক্তাগন বলেন, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৮ সালে বিশাল এলাকা নিয়ে মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এর সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পরেছে। এই বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য প্রধান শিক্ষক প্রয়াত বাবু দুঃখীরাম রাজবংশীর অক্লান্ত পরিশ্রমে শিক্ষা, সাংস্কৃতিক অংগন ও খেলাধুলায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেধার স্বাক্ষর বহন করেছে। বিদ্যালয়ের স্মৃতি কখনো ভুলার নয়। বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও পরিবেশ দেখে তারা সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন।
মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ১১ তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন নতুন ভবন নির্মান কাজের উদ্ধোধন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্টিত কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ১১ তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন নতুন ভবন নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের উদ্ধোধন করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি. লি. এর পরিচালক শ্রী মতি সাহা। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি. লি. এর শিক্ষা উপদেষ্টা এবং একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কুমুদিনী ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে ১১ তলা নতুন ভবন নির্মান কাজের উদ্ধোধন করা হয়। এ সময় কুমুদিনী ওয়েল ট্রাস্ট অব ঙেবগল বিডি লি. এর ব্যবস্ফানা পরিচারক (এমডি) রাজিব প্রসাদ সাহা, পরিচারক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল জলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিম, কুমুদিনী হাসপাতালের উপপরিচারক ডা. আলী হাসান, এজিএম অনিমেশ ভৌমিক লিটন, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধরী, সিনিয়র শিক্ষিা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের চিকিৎসক- শিক্ষার্থী এবং কুমুদিনী পরিবারের সদস্যবৃন্দ।
মির্জাপুরে দাখিল পরীক্ষা দেওয়া হলো না রায়হানের॥ ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ, বাবাও মৃত্যু শষ্যায়
মীর আনোয়ার হোসেন টুটুল
দাখিল পরীক্ষা দেওয়া হলো না হাফিজ রায়হান মিয়া (১৭)। বাবার সঙ্গে পরীক্ষা দিতে এসে রাস্তা পার হওয়ার সময় বাবার মোটর সাইকেল থেকে সিটকে পরলে ঘাতক ট্রাক কেড়ে নিল রায়হানের প্রাণ। এই ঘটনায় বাবার অবস্থাও সংকটাপন্ন। কুমুদিনী হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুন খবর এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি তার পরিবার ও গ্রামের বাড়িতেও শোকের মাতম বিরাজ করছে। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সারে ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, হাফিজ রায়হান মিয়া (১৭) ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী এবং আজ বৃহস্পতিবার মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল পরীক্ষা কেন্ত্রে পরীক্ষা দেওয়ার জন্য আসছিল। তার পিতা মো. হাবিবুর রহমান উপজেলার সিটমামুদপুর উচ্চ বিদ্যালযের বিএসসি সিনিয়র সহকারি শিক্ষক এবং গ্রামের বাড়ি ভাওড়া ইউনিয়নের ভাওড়া নয়াপাড়া গ্রামে। আজ বৃহস্পতিবার ছিল ইংরেজী ২য় পত্র পরীক্ষা। রায়হান তার বাবার মোটর সাইকেলে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসছিল। মোটর সাইকেলটি মহাসড়কের পুষ্টকামুরি চরপাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোর সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেলসহ রায়হান ও তার বাবা রাস্তায় পরে যায়। এসময় গরু বোঝাই একটি ট্রাক রায়ানের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। তার বাবা হাবিবুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে হাবিুর রহমানের অবস্থাও আশংকা জনক বলে চিকিৎসকগন জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. গিয়াস উদ্দিন এবং অঅিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন আইনী প্রক্রিয়া শেষে পরীক্ষার্থী রায়হানের মরদেহ তার পরিবারের কাছে বুঝিুয়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাক উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দাখিল পরীক্ষার্থী নিহতের ঘটনায় খান আহমেদ শুভ এমপি, পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম খান, মো. সুলতান উদ্দিন এবং দাখিল পরীক্ষা কেন্দ্রের সচিব নিহত রায়হানের পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন।