মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আজ রবিবার মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান এ তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ি নির্বাচন অনুস্ঠিত হবে আগামী ১৩ মে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর গঠনতন্ত্র ২০২০এর ধারা ১৫ এবং ১৮ অনুযায়ী নির্বাচন কমিশন এতদ্ধারা সংযোজিত তফসিলবর্নিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জেলা/ মহানগর ও উপজেলা কমান্ডসমৃহের নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জাপুর উপজেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৯ মার্চ, খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি ও সংসোধনী ২২ মার্চ, দাবি, আপত্তি ও সংসোধনী নিষ্পত্তি ২৮ মার্চ, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ এপ্রিল। তফসিল অনুযায়ি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৯ এপ্রিল, প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল ১১ এপ্রিল, আপিল নিষ্পত্তি ১৩ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ১৬ এপ্রিল, চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৭ এপ্রিল, প্রতিক বরাদ্ধ ১৮ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সুষ্ঠু, শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে গ্রহনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
মির্জাপুরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ১৩ মে, তফসিল ঘোষনা
মির্জাপুরে তৃতীয় ও চতুর্থ ধাপে জমিসহ পাকা ঘর পাচ্ছেন ১১২ পরিবার
মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
আশ্রয়নের অধিকার প্রধান মন্ত্রীর অঙ্গিকার এই শ্লোগান নিয়ে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপে ৪৮ জন ও চতুর্থ ধাপে ৬৪ জনসহ টাঙ্গাইলের মির্জাপুরে জমিসহ পাকা ঘর পাচ্ছেন ভুমিহীন ১২২ পরিবার। স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্ময় করে উপজেলা প্রশাসন স্বচ্ছতার সঙ্গে যাচাই বাছাই করে বিনামুল্যে জমিসহ ঘরগুলো বিতরন করছেন। আগামী (২২ মার্চ) মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ ধাপে ১১২ পরিবারের মাঝে এ ঘর উদ্ধোধন করবেন। এর আগে প্রথম ও দ্ধিতীয় ধাপে জমিসহ পাকা ঘর পেয়েছেন ৩৩৭ পরিবার। এ উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছেন। ঐ দিন সকাল সারে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলাা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারন সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত উপস্থিত থাকবেন।
আজ রবিবার (১৯ মার্চ) মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, মুজিব বর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধান মন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে আশ্রয়ন প্রকল্প- তৃতীয় ধাপে ৪৮ জন ও চতুর্থ ধাপে ৬৪ জনসহ ১১২ অসহায় দরিদ্র পরিবারকে মাথা গোজার মত জমিসহ পাকতা ঘর দেওয়া হয়েছে। এর আগে যাদের জমি ও ঘর নেই গৃহ নির্মান কার্যক্রম সহায়ক হিসেবে মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ৩৩৭ জন অসহায় ভুমিহীন পরিবারকে বিনামুল্যে দুই শতক জমি, একটি করে পাকা ঘর নির্মান করে দেওয়া হয়েছে। প্রতিটি ঘরের জন্য নির্মান ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। নলকুপের পানি, টিউওবয়েল ও বিদ্যুৎ ব্যবস্থাসহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাদের জন্য। উপজেলার মহেড়া, জামুর্কি, বানাইল, আনাইতারা, ভাতগ্রাম, বহুরিয়া, ভাওড়া, লতিফপুর, আজগানা, বাঁশতৈল, ওয়ার্শি ও ফতেপুর ইউনিয়নের প্রায় ১২ একর সরকারী খাস জমিতে আশ্রয়ন কেন্দ্রে ১১২ পরিবারসহ ৪৫০ জন গৃহহীন পরিবারকে জমি ও পাকা বাড়ি দেওয়া হয়েছে। গৃহহীন এসব অসহায় পরিবারগুলো আশ্রয়ন কেন্দ্রে খুব ভাল ভাবেই আছেন।
আশ্রয় কেন্দ্রে ঠাই পাওয়া নারী-পুরুষসহ অন্তত ৩০ জন অসহায় পরিবার বলেন, একটি ঘরের অভাবে রোদ-বৃষ্টি ও ঝড়-তুফানের মধ্যে অনেক কষ্ট করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলাম। আমাদের অসহায় পরিবারের খোঁজ খবর কেউ রাখেননি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন। জমি, পাকা ঘর তৈরী করে দিয়েছেন। জমিতে সবজি রোপন করেছি। আমাদের সন্তানেরা পড়ালেখা করছে। সারা জীবন আমরা তাদের কাছে ঋণী। এখন আর আমাদের কষ্ট করতে হবে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, স্থানীয় এমপি মহোদয়ের সঠিক দিক নির্দেশনা ও পরামর্শে ভুমিহীনদের তালিকা প্রনয়ন করে আশ্রয়ন কেন্দ্রে তাদের জমিসহ পাকাঘর নির্মান করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও গ্রহহীন পরিবারের তালিকা সংগ্রহ করে তাদের বিনামুল্যে জমিসহ পাকা ঘর উপহার দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার (২২ মার্চ) মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প তৃতীয় ও চতুর্থ ধাপে যারা জমিসহ পাকা ঘর পাচ্ছেন এগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করবেন। ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
এ ব্যাপারে ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশনায় মির্জাপুর উপজেলায় প্রথম ও দ্বিতয়ি ধাপে ৪৫০ জন ভুমিহীন অসহায় পরিবার জমি ও পাকা ঘর পেছেন। উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে সম্মনয় করে সুষ্ঠুভাবে ঘরগুলো বন্টন করে দিয়েছেন। বর্তমান সরকার ও জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিটি আশ্রয়ীন পরিবারকে বসবাসের জন্য ঘর নির্মান করে দেবেন।
জাতির পিতার জন্মবার্ষিকীতে মির্জাপুরে ভারতেশ^রী হোমসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল
স্মার্ট বাংলাদেশের স্বপ্নে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নারী শিক্ষা ও নারী জাগরণের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভারতেশ^রী হোমসে। টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা (রায় বাহাদুর) প্রতিষ্ঠিত ভারতেশ^রী হোমসের সবুজ চত্তরে দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক, একুশে পদকপ্রাপ্ত, ভাষা সৈনিক ও ভারতেশ^রী হোমসের সাবেক প্রিন্সিপাল মিস প্রতিভা মুৎসুদ্দি। ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, সস্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচারক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিম, নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রিনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভ্সা প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী প্রমুখ।
আজ শনিবার (১৮ মার্চ) ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা বলেন, জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ভারতেশ^রী হোমসের সবুজ চত্তরের পিপি এম হলে দেয়াল পত্রিকা, কেক কাটা, আলোচনা সভা ও ভিন্নধর্শী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এায়াজন করা হয়েছিল। দেয়াল পত্রিকার উদ্ধোধন করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক, একুশে পদকপ্রাপ্ত, ভাষা সৈনিক ও ভারতেশ^রী হোমসের সাবেক প্রিন্সিপাল মিস প্রতিভা মুৎসুদ্দি। পরে ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
মির্জাপুরে ১০৩ পাউন্ড কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকী পালন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১০৩ পাউন্ড কেক কাটাসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন, উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, পৌরসভার মেয়র সালমা আক্তার, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, ওসি তদন্ত গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগন।
মির্জাপুরে জাতির জনকের জন্ম দিনে দরিদ্রদের মাঝে বিনামুল্যে ২০০শ বান্ডিল ঢেউটিন বিতরন
মীর আনোয়ার হোসেন টুটুল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দরিদ্রদের মাঝে বিনামুল্যে ২০০শ বান্ডিল ঢেউটিন বিতরন করা হয়েছে। ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ উপলক্ষে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুর ইসলাম মনির এবং মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক প্রমুখ। মির্জাপুর পৌরসভা এবং১৪ ইউনিয়নের দরিদ্রদের মাঝে বিনামুল্যে এ ঢেউটিন বিতরন করা হয় বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানিয়েছেন।
মির্জাপুরে তিন দিন কৃষি মেলার উদ্ধোধন
মীর আনোয়ার হোসেন টুটুল
কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে (১৬-১৮ মার্চ) তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্ধোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস আয়োজিত উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে তিন দিন ব্যাপি আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। মেলার উদ্ধোধক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার পাল প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রান্তীক কৃষকদের মধ্যে বিনামুল্যে বিভিন্ন উপকরন বিতরন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মির্জাপুরে স্মাট বাংলাদেশ গড়তে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে ল্যাবটপ বিতরন
মীর আনোয়ার হোসেন টুটুল
মান সম্মত শিক্ষা ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মাট বাংলাদেশ গড়তে টাঙ্গাইলের মির্জাপুরে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে ল্যাবটপ বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রধান অতিথি হিসেবে ল্যাবটপ তুলে দেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ মির্জাপুর উপজেলার ১০৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিনামুল্যে ল্যাবটপ তুলে দেন।
মির্জাপুরে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত
মীর আনোয়ার হোসেন টুটুল
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত আজ বুধবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভায়, মেয়র, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মির্জাপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের নারী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের সভাপেিতত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, খান আহমেদ শুভ এমপির সহধর্মীনী ও টাঙ্গাইল জেলা আয়ামীলীগের সহ সভাপতি, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির, মির্জাপুর থান ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. হযরত আলী মিঞা ও মো. শহিদুর রহমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন।
মির্জাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় গ্রাম বাংলার ঐতিহাসিক নাটক মতিমালা অনুষ্ঠিত
মীর আনোয়ার হোসেন টুটুল
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে গ্রাম বাংলার ঐতিহাসিক নাটক মতিমালা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুস্ঠিত হয়েছে। দীর্ঘ দিন পর মতিমালা নাটক উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে দর্শক-শোতাগন ভিড় জমিয়েছিল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে গভীর রাত পর্যন্ত এ মতিমালা নাটক অনুষ্ঠিত হয়। মশাজান গ্রাম বাসির আয়োজন ও উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল কুমুদিনী সরকারী কলেজের উপাধাক্ষ প্রফেসর ড. মো. আব্দুল করিম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির, খন্দকার আব্বাস- বিন হাকিম, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহিদুর রহমান লাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনকি, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হক, আনাইতারা ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. সেকান্দার আলী, আওয়ামীলীগ নেতা মো. মমিনুর রহমান মমিন, খন্দকার শামীম হোসেন, সাইফুল ইসলাম ভুলু ও মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি এবং অনুষ্ঠানের সভাপতি ও টাঙ্গাইল কুমুদিনী সরকারী কলেজের উপাধাক্ষ প্রফেসর ড. মো. আব্দুল করিম মিঞা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় মুল্যবোধের মাধ্যমে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে হলে সাংস্কৃতির কোন বিকল্প নেই। যুব ও তরুন সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য খেলাধুলা এবং বিনোদন প্রয়োজন।