মীর আনোয়ার হোসেন টুটুল
ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম (নতুন কারিকুলাম) বাস্তবায়ন ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিতকার হায়দার। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরী, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ে ও মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। দক্ষ প্রশিক্ষকদের নিয়ে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষখগন বিষয়ক ভিত্তিক প্রশিক্ষণ পাবেন। পর্যায়ক্রমে সকল শিক্ষকই এ প্রশিক্ষণ নিতে পারবেন বরে তিনি জানিয়েছেন।
মির্জাপুরে দক্ষতা অর্জনে পাঁচ দিন ব্যাপি শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
মির্জাপুরে মাস ব্যাপি ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলার শুভ উদ্ভোধন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাস ব্যাপি ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলার উদ্ভোধন করা হয়েছে। গাজী এন্টার প্রাইজের ব্যাবস্থপনায় মির্জাপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে এ মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য খান আহম্মেদ শুভ এমপি।করা হয়। মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাজী আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যা মো. মোজাহিদুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জাপুরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও এর সহযোগি সংগঠন দবেলা এগাটার উপজেলা সদরের জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ, সাধারন সম্পাদক মো. আবুল কাশেম, সহসভাপতি মো. ছিবার উদ্দিন ছিবার ও পৌর জাতয়ি পার্টির সাধারন সম্পাদক মো. আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।
মির্জাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন উৎসব
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষা বর্ষের প্রথম দিনে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ে (স্কুলে স্কুলে) বই উৎসব হয়েছে। প্রথম দিনে বই পেয়েছে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী। আজ রবিবার (১ জানুয়ারি) উপজেলার ৫২ টি মাধ্যমিক স্কুল, ১৪ টি মাদ্রাসা এবং ১৭০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এক যোগে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সকাল দশটা ও বেলা এগারটায় উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই বিতরন উৎসবে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীল এনায়েত হোসেন মন্টু, মেয়র সালমা আক্তার, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, মাধ্যমিকি শক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীল হোসেন, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, সহসভাপতি মো. হযরত আলী মিঞা, প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক বাবু হরেকৃষ্ণ সরকারসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
অপর দিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মোবারক হোসেন সিদ্দিকী ও বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষকক মো. জুলহাস উদ্দিন মিয়া। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই বিতরন হয়েছে। এছাড়া নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমস, উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড কলেজ, বরাটিহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ্রপতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীল হোসেন বলেন, উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৯০ হাজার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি টুটুল ও সম্পাদক নাজমুল নির্বাচিত
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির (২০২৩-২০২৪) দুই বছরের জন্য নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির মো. নাজমুল ইসলাম। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পেশ করেন নাজমুল ইসলাম। রিপোর্টার্স ইউনিটির সার্বিক উন্নয়ন এবং নতুন কমিটি গঠন নিয়ে সদস্যগন একে একে তাদরে বক্তব্য পেশ করেন। পরে সকল সদ্যদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় তাদের নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি মো. খায়রুল করিম পাপন (ভোরের ডাক), যুগ্ম সম্পাদক হোসনী জুবাইরী (সম্পাদক সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্র বিন্দু ও দৈনিক নিউজ ডট), সাংগঠনিক সম্পাদক শাহ সৈকত মুন্না (দৈনিক খোলা কাগজ ও দৈনিক অধিকার), কোষাধক্ষ ডি এম মামীম সুমন (দৈনিক নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক উত্তম বণিক (পাক্ষিক নতুন প্রহর), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোশারফ হোসেন (মাইটিভি), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক (বিজয় টিভি ও দৈনিক কালবেলা), কার্যনির্বাহী সদস্য শাহ বজলুর রশিদ বিজু (দৈনিক পত্রিকা), মো. রায়হান সরকার রবিন (দি বাংলাদেশ টুডে ও সম্পাদক মির্জাপুর প্রতিদিন), মো. সাজ্জাত হোসেন (দৈনিক যুগান্তর), রাহুল রায় (চ্যানেল আই), মো. সাদিকুল ইসলাম সজিব (দৈনিক ঢাকা প্রতিদিন), সদস্যরা হলেন, মো. রেজাউল করিম শিপন ( দি ফিনান্সিয়াল এক্্রপ্রেস), মো. শামীম আল মামুন চৌধুরী ইমরান (দৈনিক বাংলা বাজার), মীর্জা নুরুল হুদা আদিপ (দৈনিক বর্তমান বাংলা) এবং মো. সাদ্দাম হোসেন (দৈনিক আজকের টেলিগ্রাম)।
এদিকে নব গঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
মির্জাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিল ১৪৭০ জন শিশু শিক্ষার্থী
মীর আনোয়ার হোসেন টুটুল
কনকনে তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়েছে ১৪৭০ জন শিশু শিক্ষার্থী।
আজ শুক্রবার মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এ বছর মির্জাপুর উপজেলার একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৭০ টি সরকারী প্রাথমকি বিদ্যালয় থেকে টক পদ্ধতি অনুসরন করে পঞ্চম শ্রেণীর ১৪৭০ জন মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এবং পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এই দুই কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে বৃত্তি পরীক্ষা শেষ হয়।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীল হোসেন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের দিক নির্দেশনায় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের সার্বিক সহযোগিতায় টক পদ্ধতি অনুসরন করে মেধাবী শিক্ষার্থী বাছাই করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে। কনকনে তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে দুইটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে বৃত্তি পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা প্রশাসন থেকে স্বস্তির কথা জানিয়েছেন।
মির্জাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ২০২২ সালের এস.এসসি, এস.এসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৬৮ জন মেধাবী কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মির্জাপুর উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও মির্জাপুর সরকারি কলেজের আয়োজনে মির্জাপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মুল উদ্যোক্তা ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং মির্জাপুর উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস এবং মির্জাপুর সরকারি কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খাঁন আহম্মেদশুভ এমপি। বক্তব্য রাখেন, মির্জাপর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর উপজেলা মাধ্যমিক অফিসার মো. জুলফিকার হায়দার, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম এবং মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকূল ইসলাম খান প্রমুখ। এছাড়া সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে মির্জাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ফয়সার খান শিশির, উয়ার্শি এম ইয়াসিন এন্ড ইউনুছ খান উচ্চ বিদ্যালয়ের আরিফুন্নেছা, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সুলতানা রাজিয়া সারা এবং ভারতেশ^রী হোমসের স্বস্তিকা ঘোষ বক্তব্য রাখে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬৮ জন শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সনদপত্রসহ পুরষ্কার তুলে দেন।
মির্জাপুর ক্যাডেট কলেজে উৎসব মুখর পরিবেশে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। চার দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগতায় আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সমাপনী দিনে অভার অল চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার লাভ করেছে নজরুল হাউজ এবং রানার্স আপ হয়েছে সোহরাওয়ার্দী হাউজ। ক্রীড়ায় চ্যাম্পিয়ন হয়েছে সোহরাওয়ার্দী হাউজ এবং রানার্স আপ হয়েছে নজরুল হাউজ। জুনিয়র গ্রুপে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হয়ে পুরষ্কার লাভ করেছে নজরুল হাউজের ৯ম শ্রেণীর ক্যাডেট (৩০৯৬) মাইনুল এবং সিনিয়র গ্রুপে ক্রীড়াবিদ হয়ে পুরষ্কার লাভ করেছে সোহরাওয়ার্দী হাউজের ক্যাডেট (২৯৪৭) মিনহাজ।
আজ বৃহস্পতিার (২২ ডিসেম্বর) মির্জাপুর ক্যাডেট কলেজের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৯ ডিসেম্বর আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান। (১৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর) কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের নজরুল হাউজ, সোহরাওয়ার্দী হাউজ এবং ফজলুল হক হাউজের দুই শতাধিক ক্যাডেট বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে। সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জেনালেল অফিসার কমান্ডিং, ৯ পদাধিক ডিভিশন এরিয়া কমান্ডার সাভার সেনানিবাস। বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মীনী বেগম ফাতেমা তুজ-জোহরা। এ সময় মির্জাপুর ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.কামরুজ্জামানসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ক্যাডেটদের অভিভাবকবৃন্দ।
মির্জাপুরে কিংশুক এর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন কিংশুক এর উদ্যোগে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। গত শনিবার (১৭ ডিসেম্বর) উৎসব মুখর পরিবেশে কিংশুক শিল্পী গোষ্টির শিল্পীদের অংশ গ্রহনে গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। কিংশুকের প্রতিষ্ঠাতা সভাপতি ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন সাদা মনের মানুষ প্রথিতযশা সাংবাদিক কিসমত খোন্দকারের সার্বিক সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উদ্ধোধক ছিলেন ক্যানাডা প্রবাসি বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মেয়র সালমা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মো. শামীম আল মামুনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মির্জাপুর প্রতিদিনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
টাঙ্গাইলের মির্জাপুরে মির্জাপুর প্রতিদিন নিউজ পোর্টালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ।
এতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মির্জাপুর প্রতিদিন নিউজ পোর্টালের সম্পাদক মো. রায়হান সরকার রবিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম ও প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ সাদেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান, সম্পাদক মো. আল মামুন, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- ভোরের ডাক প্রতিনিধি মো. খাইরুল করিম পাপন, এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, বারবেলা সম্পাদক মো. হোসনি জুবাইরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো.সাজ্জাদ হোসেন, শাহ সৈকত মুন্না, মো. জুবায়ের হোসেন, উত্তম কুমার বনিক, ডি এম শামীম সুমন, মো. সাদিকুল ইসলাম সজিব, মো. সাদ্দাম হোসেন, মোঃ মোশারফ হোসেন, মির্জা আদিপ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য মো. সাহাদৎ হোসেন প্রমুখ।