মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর উপলক্ষে প্রথম মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৩ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। মির্জাপুর উপজেলার বাঁশতৈল রেঞ্জ অফিসে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুর ইসলাম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা তাহমিনা জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রকৌশলী মো. আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক মো. সিরাজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ প্রমুখ। পরে বিজয়ী শিশু শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। গভীর রাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মির্জাপুরে উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরষ্কার বিতরণ
মির্জাপুরে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন স্কুর এন্ড কলেজের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিবরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (১১ মার্চ) শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ মির্জাপুর টাঙ্গাইলের মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন।
মির্জাপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ফারুকের সুস্থ্যতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া
মীর আনোয়ার হোসেন টুটুল
একুশে পদকপ্রাপ্ত, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুকের (৮৮) সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) বাদ জুমা মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন মসজিদে ফজলুর রহমান খান ফারুকের সুস্থ্যতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক জানিয়েছেন। ফজলুর রহমান খান ফরুক বর্তমানে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে। বর্ষিয়ান এই রাজনীতিবিদের দ্রুত সুস্থ্যতা কামনায় তার পুত্র টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি সকলের কাছে দোয়া চেয়েছেন।
খান আহমেদ শুভ এমপি জানান, গত বুধবার সকাল থেকে টাঙ্গাইলের বাসায় তার বাবা শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পরেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার কহেলা গ্রামে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাকে একুশে পদক দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল-০৭ মির্জাপুর সংসদীয় আসনের সাবেক গনপরিষদের সদস্য। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি এবং জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।
মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, মিলাদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আগমেদ শুভ এমপি।
আজ শুক্রবার (১০ মার্চ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন জানান, তিন শতাধিক শিক্ষার্থীর বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনে চার দিন ব্যাপি উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে ৭৫ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, মিলাদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মো. শাজাহান আলী এবং মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেল বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. শফিকুল ইসলাম। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আগমেদ শুভ এমপি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোবারক হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও অভিভাবগকগন উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের সংগঠক ফারুক অসুস্থ্য, স্কয়ার হাসপাতালে ভর্তি দোয়া চেয়েছেন পরিবার
মীর আনোয়ার হোসেন টুটুল
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক গুরুত্বর অসুস্থ্য হয়ে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্কয়ার হাসপাতালে তাকে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে। বর্ষিয়ান এই রাজনীতিবিদের দ্রুত সুস্থ্যতা কামনায় তার পুত্র টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি এবং তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) তার পুত্র খান আহমেদ শুভ এমপি জানান, গতকাল বুধবার সকাল থেকে টাঙ্গাইলের বাসায় হঠাৎ করেই তার বাবা শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পরেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর শারীরিক ভাবে অসুস্থ্যতার মাত্রা বেড়ে গেলে নিবির পর্যবেক্ষনে রাখা হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক সাবেক গনপরিষদের সদস্য। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার কহেলা গ্রামে।
টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের সংগঠক ফারুক অসুস্থ্য, স্কয়ার হাসপাতালে ভর্তি দোয়া চেয়েছেন পরিবার
মীর আনোয়ার হোসেন টুটুল
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক গুরুত্বর অসুস্থ্য হয়ে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্কয়ার হাসপাতালে তাকে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে। বর্ষিয়ান এই রাজনীতিবিদের দ্রুত সুস্থ্যতা কামনায় তার পুত্র টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি এবং তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) তার পুত্র খান আহমেদ শুভ এমপি জানান, গতকাল বুধবার সকাল থেকে টাঙ্গাইলের বাসায় হঠাৎ করেই তার বাবা শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পরেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর শারীরিক ভাবে অসুস্থ্যতার মাত্রা বেড়ে গেলে নিবির পর্যবেক্ষনে রাখা হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক সাবেক গনপরিষদের সদস্য। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার কহেলা গ্রামে।
মির্জাপুরে বালু বাণিজ্যে আ. লীগ ও বিএনপি একাট্টা
মোঃ সাজজাত হোসেন, টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে বংশাই ও লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জনবসতি এলাকাসহ আবাদি জমি। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গোড়াই, লতিফপুর ,ফতেপুর,আজগানা ইউনিয়নের পাশ দিয়ে বংশাই নদী ও মির্জাপুর পৌরসভা, বহুরিয়া ইউনিয়নের দক্ষিন পাশদিয়ে লৌহজং নদী। নদীর বুকে জেগে উঠেছে চর। চরে আবাদি জমিসহ গড়ে উঠেছে জনবসতি। কয়েকটি চর এলাকা থেকে দীর্ঘদিন ধরে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এই বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির ২০ নেতা একটি কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতা ও উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন ।
কমিটির প্রধান উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতা প্রশাসন ও পুলিশকে ম্যানেজ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। আর মো.আবুল হোসেন খনন যন্ত্র দিয়ে বালু তুলে তা বিক্রি করেন। এই কমিটির প্রভাবশালী আরো এক নেতা উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর মৃধা । তাঁরা স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে থাকেন বলে জানা গেছে। প্রতিদিন প্রায় ১২০ টি খনন যন্ত্র দিয়ে চর থেকে কোটি কোটি টাকার বালু তুলছেন তাঁরা। এই বালু বংশাই ও লৌহজং নদী পাশের এলাকায় মজুদ করা হয়। সেখান থেকে প্রতি ট্রাক বালু দুই-চার হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে পরিচয় গোপন রাখার শর্তে উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতা বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আপাতত বালু তোলা বন্ধ রাখা হয়েছে। তবে বর্তমানে অন্য এলাকার ব্যবসায়ীরা নদীর চরের বালু তুলে নিয়ে যাচ্ছে।’
উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন বালু তোলার কথা স্বীকার করে বলেন, আওয়ামীলীগ নেতাদের সাথে যোগাযোগ করে বালু উত্তোলন করতেছি। প্রভাবশালী মহল আওয়ামীলীগ নেতা ও প্রশাসনের নাম গোপন রাখতে বলছে। । তবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আমার সম্পর্ক ভালো।
ছাত্রদল নেতা তমাল মৃধা ও বিএনপি নেতা এবাদত মৃধা বলেন, ‘আমরা আগে বালু তোলার প্রতিবাদ করে কোনো প্রতিকার পাইনি। তাঁরা আমাদের জমি থেকে বালু তুলে নিয়ে যায়। তাই বাধ্য হয়ে তাঁদের কাছ থেকে প্রতিদিন কিছু টাকা নেওয়া হয়।’
পরিচয় গোপন রাখার শর্তে মির্জাপুরে কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিবাদ করে অতীতে অনেকেই হয়রানির শিকার হয়েছেন। এখন তাই কেউ আর সাহস করেন না। গণমাধ্যমে কথা বললেও প্রভাবশালী মহল চড়াও হয়।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, বালু উত্তোলনকারীদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসন চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে। আর থানা পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.হাফিজুর রহমান বলেন, বংশাই ও লৌহজং নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি নেই। এর আগে কয়েক দফা অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের জেল-জরিমানা করা হয়েছে। কিছুদিন যেতে না যেতেই আবারও বালু উত্তোলনের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো.জসীম উদ্দীন হায়দার বলেন, এলাকার ক্ষতি করে, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ বালু উত্তোলন করতে পারবেন না। আমি ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছি। জনস্বার্থে যা যা করণীয়, তা করা হবে।
মির্জাপুরের সরিষাদাইড় মধ্যপাড়া কবরস্থানের পাকা প্রাচীর নির্মানের শুভ উদ্ভোধন
মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় এলাকায় আজ ৬/০৩/২০২৩ ইং তারিখ রোজ সোমবার বেলা ২ ঘটিকায় সরিষাদাইড় মধ্যপাড়া কবরস্থানের চারদিকে পাকা প্রাচীর নির্মান কাজের শুভ উদ্ভোধন করেছেন প্রধান অতিথি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল।
উদ্ভোধনী অনুষ্ঠানে কবরস্থান কমিটির সভাপতি মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।
এ সময়, সরিষাদাইড় মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. আব্দুল হক, ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো, ময়নাল হক, ভাওড়া ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছা: রুমি আক্তার, মো.শহিদ মাস্টার, মো. তোফাজ্জল, মো, বুদ্দু মিয়া, মো. একাব্বর হোসেন, কবরস্থান কমিটির কোষাদক্ষ মো সুমন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো.মেহের আলী, মো. উসমান, মো. জাহাঙ্গীর শেক সহ সরিষাদাইড় কবরস্থানের কমিটিবৃন্দ ও এলাকার সর্ব স্তরের জনগন উপস্থিত ছিলেন ।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মির্জাপুরে শিক্ষা সচিবকে সংবর্ধনা
মোঃ সাজজাত হোসেন স্টাফ রিপোর্টার, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের মসদই গ্রামের কৃতী সন্তান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মসদই জনকল্যাণ সংঘের উদ্যোগে আজ শনিবার বিকেলে মসদই প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান লস্কর। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-০৭(মির্জাপুর)আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, মেঘনা ব্যাংক লিঃ এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.হাফিজুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জুলফিকার হায়দার, উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব আলম মল্লিক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল প্রমুখ।
মির্জাপুরে বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন
মোঃ সাজজাত হোসেন স্টাফ রিপোর্টার, টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধ হচ্ছে না বংশাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় প্রতি বছরই ভাঙনের মুখে পড়ছে ফসলি জমি, ঘর বাড়ি, রাস্তা-ঘাট। ভাঙনের ঝুঁকিতে রয়েছে তিনটি সেতু, শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনা ও ফসলি জমি। তবু বন্ধ হয়নি বালু উত্তোলন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ।
জানা গেছে, মির্জাপুর ত্রিমোহন এলাকার পাশে রয়েছে একাব্বর হোসেন সেতু ও গোড়াই এলাকায় চাঁনপুর ব্রীজ, হাটুভাঙ্গা ব্রীজ। মির্জাপুরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কুফল ভোগ করছে চাকলেশ^র, হাটুভাঙ্গা,গোড়াই এবং পৌরসভার কুমারজানি এলাকার বাসিন্দারাও।
বছরের পর বছর আইন লঙ্ঘন করে বড় বড় ভেকু দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দের দাবি, তাদের প্রতিবাদ কোনো কাজে আসেনি। বরং নানা ধরনের হুমকি-ধামকির মুখে পড়তে হয়েছে। এতে প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশাসনের ভূমিকা।
পরিচয় গোপন রাখার শর্তে মির্জাপুরে কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিবাদ করে অতীতে অনেকেই হয়রানির শিকার হয়েছেন। এখন তাই কেউ আর সাহস করেন না। গণমাধ্যমে কথা বললেও প্রভাবশালী মহল চড়াও হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল বলেন, জরুরিভিত্তিতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে মির্জাপুর এলাকায় সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার ব্যাপক ক্ষতি হবে এবং স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো.জসীম উদ্দীন হায়দার বলেন, ‘এলাকার ক্ষতি করে, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ বালু উত্তোলন করতে পারবেন না। আমি ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছি। জনস্বার্থে যা যা করণীয়, তা করা হবে।