বাংলা নিউজ
Tuesday, March 18, 2025
Home Blog Page 65

মির্জাপুরে উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম শামছু। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরীন আক্তার, সিনিয়র শিক্ষক মো. আনিছুর রহমান মিঞা, মীর আনোয়ার হোসেন টুটুল ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মেছের আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা, কেককাটার পর শেখ রাসেলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের প্রতি দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষখ মো. আব্দুল কাদের খান।

মির্জাপুরে শেখ রাসেল দিবস পালন ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের উদ্ধোধন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ এবং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের উদ্ধোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
সকাল নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্কস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোড প্রদক্ষিণ শেষে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের উদ্ধোধন করা হয়। ল্যাব উদ্ধোধনের পর বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান মন্ত্রীর ভিডিও করফারেন্সের স্থির চিত্র শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুর ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. হযরত আলী মিঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক হরেক্ষ্ণৃ সরকার প্রমুখ।

মির্জাপুরে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের এক দিনের মাথায় ক্ষমা চেয়েছেন সেই যুবলীগ নেতা

মীর আনোয়ার হোসেন টুটুল
যুবলীগের সভাপতির পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ ত্যাগের এক দিনের মাথায় নিজের ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চেয়েছেন যুবলীগের সাবেক সেই নেতা মো. ছানোয়ার হোসেন। হাত জোর করে ক্ষমা চাওয়ার সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ সোমবার (১৭ অক্টোবর) সকালে নিজের বাড়ির সামনে দাড়িয়ে তিনি হাত জোর করে ক্ষমা চেয়ে ছবি পোষ্ট করেছেন। ভিডিওতে তিনি বলেন, আওয়ামীলীগ ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করা আমার ঠিক হয়নি। একটি চক্রের প্ররোচনায় পরে এই কাজ করেছিলাম এবং কান ধরে ওঠ বস করেছিলাম যা আমার ও পরিবারের জন্য লজ্জার বিষয় ছিল। এর জন্য আমি অনুতপ্ত। আমি মাননীয় প্রধান মন্ত্রী, জেলা এবং স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আর কখনো দলের প্রতি এমন আচরন করবো না। আওয়ামীলীগের একজন সামন্য কর্মী হিসেবে সারা জীবন আমি এবং পরিবার কাজ করে যাবো। এদিকে পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যুবলীগ নেত্ াএই নেয় আজ সোমবার (১৭ অক্টোবর) দৈনিক ইত্তেফাকে স্বচিত্র নিউজ প্রকাশের পর এলাকায় তোলপার সৃষ্টি হয়।
দুধ দিয়ে গোসল করা ভাইরাল হওয়া সাবেক যুবলীগ নেতা মো. ছানোয়ার হোসেনের পিতার নাম মৃত আব্দুর রাজ্জাক। গ্রামরে বাড়ি আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট গ্রামে। গত শনিবার (১৫ অক্টোবর) ছিল আজগানা ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন। ঐ দিন বিকেলে খাটিয়ারহাট বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে হঠাৎ করেই তিনি এক নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী হন। সম্মেলনে কাউন্সিলরদের এবং জুরি বোর্ডের সদস্যগন ত্যাগী, কর্মী বান্ধব এবং এলাকায় পরিচিত যুবলীগের নেতা রুমানকে আহবায়ক এবং সুরুজ ও লতিফকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।
এদিকে যুবলীগে ছানোয়ার হোসেন কোন পদ না পেয়ে দলের নেতাদের ব্রিবত করার জন্য একটি চক্রের প্ররোচনায় পরে সম্মেলনের পরের দিন গতকাল রবিবার (১৬ অক্টোবর) সকাল দশটার দিকে খাটিয়ারহাট বাজারে তার দোকানের সামনে বালতিতে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ ত্যাগ করেন। এ সময় তিনি তার ব্যবহৃত মোটর সাইকেল এবং দোকানের চারপাশ দুধ দিয়ে দৌধ করেন। যা এরাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তিনি ও তার পরিবার আওয়ামীলীগ করবেন না বলে ভিডিওতে শোনা যায়।
অপর দিকে সাবেক যুবলীগ নেতা ছানোয়ার হোসেনের দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ থেকে সরে যাওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এবং টক অবদা কান্টিতে পরিনত হয়। এ নিয়ে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আওয়ামীলীগের একাধিক নেতা অভিযোগ করেছেন, দলের মধ্যে বিবেধ সৃষ্টি করার জন্য একটি চক্র সাবেক যুবলীগ নেতা ছানোয়ারকে বিভিন্ন ইস্কানি মুলক প্ররোচনা দিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছিল।
এ ব্যাপারে আজ সোমবার (১৭ অক্টোবর) আজগানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী এবং সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ মল্লিক বলেন, গত শনিবার (১৫ অক্টোবর) আজগানা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলনে কাউন্সিলর এবং জুরি বোর্ডের সদস্যগন এলাকায় ও দলের মধ্যে যোগ্য, ত্যাগী ও গ্রহনযোগ্য সমন্ময়ে যুবলীগের আহবায়ক কমিটি গঠন করেছেন। যুবলীগের সদস্য ছানোয়ার একটি চক্রের প্ররোচনায় পরে এবং দলকে ব্রিবত করার জন্যই দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছে। তিনি তার ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছেন। তার এই ভুলের জন্য দলেল ভাবমুর্তি খুন্ন হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে অনরোধ করা হবে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক এবং বর্তমান আওয়ামীলীগ নেতা মো. আজাহারুল ইসলাম বলেন, আজগানা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন খুবই শক্তিশালী ও ঐক্যবদ্ধ। ছানোয়ার যে কাজ করেছে এটা আমাদের দলের জন্য ভাবমুর্তি নষ্ট হয়েছে। যদিও আজ সে ক্ষমা চেয়েছে। তারপরও দল সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে কি করা যায়।

মির্জাপুরে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন তাহের ও স্বপ্না

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. তাহেরুল ইসলাম তাহের (বৈদ্যুতিক পাখা)। অপর দিকে মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় ১০-এ ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালেদা সিদ্দিকা স্বপ্না (দোয়াত কলম)। আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহন শেষে প্রিজাইডিং অফিসার এ ফলাফল ঘোষনা করেন। ১৯৮ জন ভোটারের মধ্যে ভোট পরেছিল শতভাগ।
কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে প্রথম বারেরর মত সিসি ক্যামেরার আওতায় উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের সদস্য পদে ভোট গ্রহন হয়েছে। মির্জাপুর ১০ নির্বাচনী এলাকায় আট জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছিলেন। এর মধ্যে পাঁচজন পুরুষ এবং তিন জন মহিলা। মোট ভোটার সংখ্যা ছিল ১৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫৫ জন এবং মহিলা ভোটার ৪৪ জন। ভোট পরেছে শতভাগ । প্রার্থীরা ছিলেন মো. সিরাজ মিয়া (অটো রিকসা), মো. তাহেরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), এডভোকেট মোস্তফা চৌধুরী (টিউবওয়েল), মানিক স্যানাল (হাতি) মো. আরিফুল ইসলাম খান (তালা), খালেদা সিদ্দিকা স্বপ্না (দোয়াত কলম), রওশনারা রিতা ((ফুটবল) এবং রুমা খান (হরিণ)। নির্বাচন শেষে পলাফলে বিজয়ী হয়েছেন মো. তাহেরুল ইসলাম তাহের (বৈদ্যুতিক পাখা) ও খালেদা সিদ্দিকা স্বপ্না (দোয়াত কলম)।
ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পাল বলেন, সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহন হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষনার পর কোন প্রার্থী অনিয়মের অভিযোগ করেনি। সম্পুর্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহন হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন প্রভাব মুক্ত রাখতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। ফলাফল ঘোষনা হওয়ার পর এলাকায় শান্তিপুর্ন পরিবেশ বিরাজ করছে।
এদিকে মির্জাপুরে নির্বাচিত জেলা পরিষদের দুই সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার ও মীর্জা শামীমা আক্তার শিফা এবং বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির প্রমুখ।

 

মির্জাপুরে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় কঠোর নিরাপত্তায় ভোট হচ্ছে

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে প্রথম বারেরর মত সিসি ক্যামেরার আওতায় উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের সদস্য পদে ভোট গ্রহন হচ্ছে। টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে মির্জাপুর ১০ নির্বাচনী এলাকায় আট জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করচেন। এর মধ্যে পাঁচজন পুরুষ এবং তিন জন মহিলা। মোট ভোটার সংখ্যা ১৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫৫ জন এবং মহিলা ভোটার ৪৪ জন। প্রার্থীরা হলেন মো. সিরাজ মিয়া (অটো রিকসা), মো. তাহেরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), এডভোকেট মোস্তফা চৌধুরী (টিউবওয়েল), মানিক স্যানাল (হাতি) মো. আরিফুল ইসলাম খান (তালা), খালেদা সিদ্দিকা স্বপ্না (দোয়াত কলম), রওশনারা রিতা ((ফুটবল) এবং রুমা খান (হরিণ)।
আজ সোমবার (১৭ অক্টোবর) বেলা সারে এগারটার দিকে কেন্দ্র ঘুরে দেখা গেছে, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার ভোটারগন লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। কঠোর নিরাপত্তায় ইভিএমে ভোট দিতে পেরে তারা খুঁশি। ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুরমহল জানান, ইভিএমে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে তিনি ভোট দিতে পেরেছেন। জেলা পরিষদের সদস্য প্রার্থী মো. সিরাজুল ইসলাম সিরাজ জানান, জয়ের ব্যাপারে তিনি শতশত ভাগ আশাবাদী। ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন। একই কথা জানিয়েছেন অপর প্রার্থী মো. তাহেরুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী খালেদা সিদ্দিকী স্বপ্না জানান, তিনটি নির্বাচনী এলাকা নিয়ে ভোট হচ্ছে। ভোটারগন তাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন বলে তিনি আশা করছেন।
ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পাল বলেন, এখন পর্যন্ত কোন অনিয়মের অভিযোগ আসেনি। সম্পুর্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহন হচ্ছে। এ পর্যন্ত ভোট পরেছে ৪০ শতাংিশ।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন প্রভাব মুক্ত রাখতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ইনফনিক্সিরে নতুন ক্যাম্পইেন শুরু, থাকছে হ্যান্ডসটে পুরস্কার ও তাসকনিরে সাথে নশৈভাজ

দওেয়ান সামান উদ্দনি.

টি টুয়ন্টেি বশ্বিকাপ ঘরিে উন্মাদনাকে উদযাপনরে লক্ষ্যে নতুন ক্যাম্পইেন নয়িে এসছেে তরুণদরে পছন্দরে চাইনজি র্স্মাটফোন ব্র্যান্ড ইনফনিক্সি মোবাইল। ক্রকিটেপ্রমেী, ইনফনিক্সিরে ক্রতো, ভক্ত — সবাই এতে অংশগ্রহণ করে নজিদেরে ভাগ্য পরীক্ষা করে দখেতে পারনে। ক্যাম্পইেনে বজিয়ীদরে জন্য সবচয়েে বড় পুরস্কারটি হলো বাংলাদশে ক্রকিটেরে স্পডিমাস্টার তাসকনি আহমদেরে সাথে নশৈভোজরে সুযোগ।
১৫ অক্টোবর, ২০২২ থকেে শুরু হওয়া ক্যাম্পইেনটি চলবে ৩০ অক্টোবর, ২০২২ র্পযন্ত। সোশ্যাল মডিয়িার মাধ্যমে ইনফনিক্সি ভক্তরা এই ক্যাম্পইেনে অংশ নতিে পারবনে। তারা পাবনে একটি ব্র্যান্ড নউি ইনফনিক্সি হ্যান্ডসটে আর তাসকনিরে সাথে নশৈভোজরে সুযোগ। এর জন্য তাদরে শুধু #বয়িন্ডলমিটিস (#ইবুড়হফখরসরঃং) হ্যাশট্যাগ দয়িে তাসকনিরে বয়িন্ড লমিটিস ভডিওিটি নজিদেরে ফসেবুক টাইমলাইনে শয়োর করতে হব।ে এছাড়া, ঐ ভডিওির কমন্টে সকেশনে নজিরে লক্ষ্য ও সীমা ছাড়য়িে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শয়োর করতে হব।ে সকল সীমাবদ্ধতা কাটয়িে উঠে জীবনরে লক্ষ্য র্অজনরে সম্ভাবনা প্রতটিি মানুষরে মধ্যইে আছ।ে প্রতবিন্ধকতা অতক্রিম করে নতুন কছিু র্অজনরে জন্য নজিকেে চ্যালঞ্জে করাই বয়িন্ড লমিটিস ক্যাম্পইেনরে উদ্দশ্যে।
ক্যাম্পইেন চলাকালীন ইনফনিক্সি হট ১২ ও নোট ১২ সরিজিরে র্স্মাটফোন ক্রতোরাও এই ক্যাম্পইেনে অংশ নওেয়ার সুযোগ পাবনে। এই সুযোগ পাওয়ার জন্য তাদরে ১৬ অক্টোবররে পোস্টটি শয়োর করতে হব।ে পাশাপাশ,ি ঐ পোস্টরে কমন্টে সকেশনে র্স্মাটফোন কনোর রশদিটি শয়োর করতে হব।ে একটি লমিটিডে এডশিন ট-ির্শাটও তারা জতিে নতিে পারনে, যা শুধু ইনফনিক্সিরে ব্র্যান্ড আউটলটেে পাওয়া যাব।ে
দারাজরে ক্রতোদরে জন্যও আছে একটি বশিষে অফার। এর জন্য তাদরে ১৮ অক্টোবররে পোস্টরে কমন্টে সকেশনে র্স্মাটফোন কনোর রশদিটি শয়োর করতে হব।ে একইসাথ,ে পোস্টটওি শয়োর করতে হব।ে তাসকনিরে সাথে নশৈভোজরে পাশাপাশি তারা একটি ডসিকাউন্ট ভাউচারও জতিে নতিে পারনে। দারাজ অফারটি ১৮ অক্টোবর থকেে ২১ অক্টোবর র্পযন্ত চালু থাকব।ে এই বশিষে অফাররে ব্যাপারে জানতে দারাজ ও ইনফনিক্সিরে অফশিয়িাল ফসেবুক পজে ফলো করুন।
“রোর ফর বডিি (জড়ধৎ ভড়ৎ ইউ)” ক্যাম্পইেনরে মাধ্যমে ভক্তরা বশ্বিকাপে অংশ নওেয়া বাংলাদশে দলকে সর্মথন ও শুভকামনা জানাতে পারনে। এতে ১০জন ভাগ্যবান বজিয়ী তাসকনিরে স্বাক্ষর করা ক্রকিটে বলসহ একটি বশিষে গফিট বক্স পাবনে। আরও বস্তিারতি জানার জন্য চোখ রাখুন ইনফনিক্সিরে অফশিয়িাল ফসেবুক পজে।ে

মির্জাপুরে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ ছাড়লের যুবলীগ নেতা ছানোয়ার

মীর আনোয়ার হোসেন টুটুল
যুবলীগের সভাপতির পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ ছাড়লেন যুবলীগের সাবেক নেতা মো. ছানোয়ার হোসেন। এ সময় তিনি ভিডিওতে আওয়ামীলীগ ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য করে কান ধরে ওঠ বস করেছেন। পাশাপাশি তার ব্যবহৃত মোটর সাইকেল এবং দোকানের চারপাশ দুধ দিয়ে ধৌত করেছেন যাতে আওয়ামীলীগের কোন নেতাকর্মী তার ব্যবসা প্রতিষ্ঠানে না আসে এবং মোট সাইকেলে না ওঠেন। দুধ দিয়ে গোসল করার ভিডিও ও নানা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ রবিবার (১৬ অক্টোবর) ১১ নং আজগানা ইউনিয়নের এক নং ওয়ার্ডের খাটিয়ারহাট বাজারে দুধ দিয়ে গোসল করার এ ঘটনা ঘটেছে।
দুধ দিয়ে গোসল করা ভাইরাল হওয়া সাবেক যুবলীগ নেতা মো. ছানোয়ার হোসেনের পিতার নাম মৃত আব্দুর রাজ্জাক। গ্রামরে বাড়ি আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট গ্রামে। ছানোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সভাপতি-সম্পাদকসহ আজ পর্যন্ত ভাল কোন পদ পদবী পাননি। তারপরও আওয়ামীলীগ করে আসছেন। গতকাল শনিবার (১৫ অক্টোবর) ছিল আজগানা ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন। বিকেলে খাটিয়ারহাট বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে তিনি এক নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সম্মেলনে কাউন্সিলরদের ভোটা না হয়ে জুরি বোর্ড গঠন হয়। জুরি বোর্ডের সদস্যগন তাকে সভাপতি না বানিয়ে ঐ এলাকার রুমানকে আহবায়ক এবং সুরুজ ও লতিফকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে।
এদিকে যুবলীগে তিনি কোন পদ না পেয়ে মনের দুঃখ কষ্ট নিয়ে আজ রবিবার সকাল দশটার দিকে খাটিয়ারহাট বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালতিতে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ থেকে সরে গেছেন। এখন থেকে তিনি ও তার পরিবার আওয়ামীলীগ করবেন না বলে জানিয়েছেন। অপর দিকে সাবেক যুবলীগ নেতা ছানোয়ার হোসেনের দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ থেকে সরে যাওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ নিয়ে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগের একাধিক নেতা অভিযোগ করেছেন, দলের মধ্যে বিবেধ সৃষ্টি করার জন্য একটি চক্র সাবেক যুবলীগ নেতা ছানোয়ারকে ইন্দন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে আজগানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী বলেন, গতকাল শনিবার (১৫ অক্টোবর) আজগানা ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে কাউন্সিলর এবং জুরি বোর্ডের সদস্যদের মতমত নিয়ে এলাকায় ও দলের মধ্যে যোগ্য, ত্যাগী ও গ্রহনযোগ্য নেতাদের সমন্ময়ে যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কারও প্রতি কোন স্বজনপ্রীতি বা অন্যায় করা হয়নি। যিনি দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন এটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এটা দলের কোন ক্ষতি হবে না। আজগানা ইউনিয়নের আওয়ামীলীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছে।

মির্জাপুরে বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্স

মীর আনোয়ার হোসেন টুটুল
বিশ^ হাত ধৌয়া দিবস উপলক্ষে টাঙ্গাইরের মির্জাপুরে বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তাগন। আজ রবিবার (১৬ অক্টোবর) বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠান হয়। সারা দেশে ৮ টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে ভিডিও কনফারেন্সের স্থান পায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম।
এ সময় টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, টাঙ্গাইল জেলা পিটিআইয়ের ইন্সট্রাক্টর অমল চন্দ্র সরকার, আইসিটি ইন্সট্রাক্টর তৌহিদ শরীফ তরফদার, বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম, মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার এবং বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

মির্জাপুরে দুটি রাস্তার নির্মান কাজের ভিত্তি প্রস্তুর করলেন এমপি শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ নং গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ রাজাবাড়ি এলাকায় দুটি রাস্তার নির্মান কাজের ভিত্তি প্রস্তর করেছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আজ রবিবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি দুটি রাস্তার নির্মান কাজের উদ্ধোধন করেন। এ সময় উপজেলা প্রকেশৈলী মো. আরিফুর রহমান, বিআরডিবির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবির, উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. লাবু মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মাসুম মিয়া, মো. আমিনুর রহমান আকন্দ, এমপি শুভর ব্যক্তিগত একান্ত সহকারী মীর আসিফ অনিক, গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আশরাফ খান এবং সাধারন সম্পাদক মো. সালাউদ্দিন ভূইয়া ঠান্ডু প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ক্যাডেট কলেজ-হরিদ্রাচালা জিপিএস রাস্তা প্রায় ৬৪ লাখ টাকা এবং রাজাবাড়ি বেচেরচারা-বংকুরতলা নদীরপাড় পর্যন্ত রাস্তা প্রায় ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মান হচ্ছে।

টাঙ্গাইলের মির্জাপুরে বিশ^ হাত দোয়া দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল,
জাতীয় স্যানিটেশন মাস হাতের পরিচ্ছন্নতায়, এসো সবে এক হই-এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিশ^ হাত দোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সকালে র‌্যালি ও আলোচনা সভার এায়াজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন এবং দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম প্রমুখ।