বাংলা নিউজ
Wednesday, March 19, 2025
Home Blog Page 63

মির্জাপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
প্রশিক্ষত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ-এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (১লা নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় যুব দিবন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে । মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, মির্জাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশনারা বেগম এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কবি আসাদুজ্জমান বাবুল প্রমুখ। আলোচনা শেষে দুইজনকে এক লক্ষ টাকার যুব ঋনের চেক ও ৪০ জনকে বিভিন্ন প্রশিক্ষনের ভিক্তিতে সনদ প্রদান করা হয়।

মির্জাপুরে উপজেলা পরিষদ ও মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ এবং আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুত্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা মো. টুটুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন রাজিৈনত দলেল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরে শহীদদের স্মরনে স্মৃতি ফলক নির্মানের ভিত্তি প্রস্তর

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শহীদদের স্মরনে সম্মৃতি ফলক নির্মানের উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে স্মৃতি ফলক নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুত্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

মির্জাপুরে মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদদের স্মরনে স্মুতিফলক নির্মানের ভিত্তি প্রস্তর

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়ায় ১৯৭১ সালের ৩০ অক্টোবর মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধের সময় শহীদদের স্মরনে স্মৃতি ফলক নির্মানের ভিত্তি প্রস্তর করা হয়েছে। আজ রবিবার (৩০ অক্টোবর) দুপুরে নয়াপাড়ায় শহীদদের স্মরনে স্মুতি পলক নির্মানের ভিত্তি প্রস্তর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাঁশতৈল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. সাইদুর রহমান খান বাবুল প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস বলেন, ৭১ এর ৩০ অক্টোবর মুক্তিযুদ্ধের সময় সম্মুখ যুদ্ধে নয়াপাড়া এলাকার আব্দুর রশিদ, আহাম্মদ আলী ও মোশারফ হোসেনসহ এলাকার ৭ জন নিরীহ বাঙ্গালী শহীদ হন। স্বাধীনতার ৫১ বছর পর উপজেলা প্রশাসন থেকে শহীদদের স্মরনে স্মৃতি পলক নির্মানের উদ্যোগ গ্রহন করেছেন। স্মৃতি ফলক নির্মানের উদ্যোগ গ্রহন করায় এলাকাবাসি ও শহীদদের পরিবার বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশরনর ত্রি-বার্ষিক সম্মেলনে শিবলী সভাপতি রহীম সম্পাক নির্বাচিত

0

হারুন অর রশিদ
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশরনর ত্রি-বার্ষিক সম্মেলনে লায়ন এম শিবলী সাদিক সভাপতি ও আ.ন.ম বজলুর রহীম (রিপন ) সাধারণ সম্পাক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় লায়ন এম শিবলী সাদিকের সভাপতিত্বে ও আ. ন.ম বজলুর রহীম রিপনের পরিচালনায় টাঙ্গাইলের বিনোদন কেন্দ্র সোল পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিএমএ এর টাঙ্গাইল শাখার সভাপতি ডাঃ সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ অধ্যাপক মোহম্মদ আলী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এড. জাফর আহমেদ। অনুষ্টানে আরও বক্তব্য রাখেন সাচিব টাঙ্গাইল শাখার সভাপতি ডাঃ কামরুল ইসলাম ইউসুফজাই, ডাঃ আব্দুল হামিদ, ফরহাদ হোসেন প্রমুখ। সম্মেলনে দ্বিতীয় ভাগে লায়ন এম শিবলী সাদিককে ২০২৩-২৫সালের জন্য সভাপতি আ.ন.ম বজলুর রহীম রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা থেকে আগত জাতীয় শিল্পী ও স্থানীয় শিল্পীগণ গান ও নৃত্য পরিবেশন করেন।#

মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এবং উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকার শুক্রবার (২৮ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়া ইউনিয়নের বুধরপাড়া বিলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বড়, ছোট ও মাঝারি সাইজের প্রতিদ্বন্ধি নৌকা এসে বিলের দুই পাড়ে ভিড় করে। নৌকা বাইচ উপলক্ষে এবং নৌকা বাইচ দেখতে সকাল থেকেই বুধিরপাড়া বিলের দুই পাশে হাজার হাজার নারী পুরুষ ভিড় জমায়। বিপুল সংখ্যক দর্শক এবং নৌকা বাইচে অংশ নিতে আসা মাল্লাদের হাক ডাকে এলাকা এক উৎসবের আমেজে পরিনত হয়। দুপুর তিনটা থেকে জোড়ায় জোড়ায় নৌকা বাইচ শুরু হয়। বাইচে তিনটি নৌকাকে যুগ্ম ভাবে প্রথম এবং তিনটি নৌকাকে যুগ্ম ভাবে দ্বিতীয় ঘোষনা করেন আয়োজক কমিটি। তিনটির নৌকার মধ্যে চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরষ্কার পেয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শেওড়াইল গ্রামের বিশাল আকৃতির মা বাবার দোয়া নামের নজরুল ইসলামের নৌকা।
আয়োজক কমিটির সদস্যগন জানান, নৌকা বাইচের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ। সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. তাহেরুল ইসলাম তাহের, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া ছাদু, আওয়ামীলীগ নেতা আহমেদ ইমতিয়াজ ও শেখ জসিম প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার তুরে দেন।

মির্জাপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
কমিউনিটি পুলিংয়ের মুলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র-এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার (২৯ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে কমিউনিটি পুলিংশ ডে উদযাপন হয়েছে। মির্জাপুর থানা এবং উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগ্যে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার এায়াজন করা হয়। সকালে মির্জাপুর থানা চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে মির্জাপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর সরকারী সরকারী কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে আলোচনা সবার আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা শাখা কমিউনিটি পুলিশের সভাপতি ও মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, কমিউনিটি পুলিশের মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান এবং প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ।

মির্জাপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলানয়তনে বিজয়ীদের হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় মির্জাপুর উপজেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের াংশ গ্রহনে ব্যতিক্রমী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সিংগাইরে পাড়াগ্রাম-মানিকনগর রোডে পুরাতন ব্রিজ ভেঙ্গে না দেওয়ায় ঠিকাদারের বিপুল অংকের টাকার ক্ষতি

মীর আনোয়ার হোসেন টুটুল,
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পাড়াগ্রাম-মানিকনগর জিসি সড়কে ৯৭৮০ মিটার চেইনেজে ১৩ মিটার আরসিসি নতুন গার্ডার ব্রিজ নির্মানের জন্য পুরাতন ব্রিজ ভেঙ্গে না দেওয়ায় ঠিকাদারকে বিপুল অংকের টাকা লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক দিকে মালামালের দাম বৃদ্ধি, অপর দিকে সংশ্লিষ্ট কতৃপক্ষ পুরাতন ব্রিজ ভেঙ্গে না দেওয়ায় ঠিকাদার এখন পর্যন্ত কাজ শুরু করতে পারেনি। সংশ্লিষ্ট কতৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারনে এই অবস্থা বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার উপজেলা প্রকৌশল অফিস সুত্র জানায়, ২০২১ সালের ১৪ নভেম্বর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে জিডিপি-৪ প্রকল্পের আওতায় সিংগাইর উপজেলার পাড়াগ্রাম-মানিকনগর জিসি সড়কে ৯৭৮০ মিটার চেইনেজে ১৩ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মানের কাজ পান মেসার্স তাপস ট্রেডার্স। চুক্তি অনুযায়ী দেড় বছরের মধ্যে ব্রিজ নির্মানের কাজ শেষ করার কথা থাকলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের গাফিলতির কারনে ঠিকাদার এখন পর্যন্ত কাজই শুরু করতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত স্থানে একটি পুরাতন ব্রিজ রয়েছে। নতুন ব্রিজ নির্মান করতে হলে পুরাতন ব্রিজ ভেঙ্গে দেওয়ার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট এলাকার এলজিইডি বিভাগের। ব্রিজ নির্মান কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ শুরু করার জন্য মালামাল নেওয়া, ড্রাইভারশন নির্মানও করেন। কিন্ত নতুন ব্রিজ নির্মানে বাঁধা হয়ে দাড়ায় পুরাতন ব্রিজ। পুরাতন ব্রিজ ভেঙ্গে দেওয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিকবার প্রকৌশল বিভাগকে লিখিত আকারে চিঠি দেওয়া হলেও বিভিন্ন অযুহাতে ব্রিজটি ভেঙ্গে দেওয়া হচ্ছে না।
এ দিকে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে লে-আউট না দেওয়া এবং মালামালের উর্ধ্বগতির কারনে বিপুল অংকের টাকার ক্ষতির সম্মুখিন হয়ে পরেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে ব্রিজ নির্মানকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাপস ট্রেডার্সের প্রতিনিধি বাবু উত্তম কুমার সেন লালুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ পাওয়ার পর আমরা নির্ধারিত সময়ে মালামাল প্রদান করি এবং লে-আউট প্রদানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে বারবার অনুরোধ করি। কিন্ত কতৃপক্ষ পুরাতন ব্রিজ ভেঙ্গে না দেওয়ার কারনে এবং লে-আউট প্রদান না করায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ শুরু করতে পারিনি। বিষয়টি একাধিকবার কতৃপক্ষকে অবহিত করার পরও কোন কাজে আসছে না। কতৃপক্ষের অবহেলার কারনে এবং মালামালেল উর্ধ্বগতির কারনে আমাদের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিপুল অংকের টাকা লোকসান গুনতে হচ্ছে। বিষয়টির দিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা প্রকৌশলী মো. রুবায়েত জামান বলেন, পুরাতন ব্রিজটি ভেঙ্গে দেওয়ার দায়িত্ব ছিল উপজেলা পরিষদ থেকে। টানা বৃষ্টি ও বন্যার পানি বৃদ্ধির কারনে ব্রিজটি ভাঙ্গার কাজ শুরু করতে দেরী হয়েছে। ইতিমধ্যে পুরাতন ব্রিজটি ভাঙ্গার কাজ শুরু হয়েছে। কিছু দিনের মধ্যে ভাঙ্গার কাজ শেষ হবে এবং ঠিকাদারকে নতুন ব্রিজ নির্মানের জন্য জায়গা বুঝিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলার এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফায়জুল হক বলেন, পুরাতন ব্রিজ ভাঙ্গার কাজ শুরু হয়েছে। দুই এক দিনের মধ্যে ভাঙ্গার কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন। পুরাতন ব্রিজটির ভাঙ্গার কাজ শেষ হলেই নতুন ব্রিজটি নির্মানের জন্য ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হবে।

মির্জাপুরে বর্নাঢ্য আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুুটল
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এই- প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল নয়টায় মির্জাপুর সরকারী কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় এমপি মহোদয় জাতীয় শিক্ষক দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বর্নাঢ্য র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরের মুক্তির মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং মির্জাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনর চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, অফিস সহকারী মো. খলিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমরান হোসেন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান প্রমুখ।