মীর আনোয়ার হোসেন টুটুল
২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালিন জঙ্গিবাদী বিএনপি-জামাত জোটের প্রত্যক্ষ মদদে সংঘঠিত সারা দেশব্যাপি সিরিজ বোমা হামালার প্রতিবাদে আজ বুধবার (১৭ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন আজ বুধবার দুপুরে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, আওয়ামীলীগ নেতা সৈয়দ ওয়াহিদ ইকবাল এবং স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ।
২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
মির্জাপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাত মাসের অন্তঃসত্তা, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার
মীর আনোয়ার হোসেন টুটুল
পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের পর সাত মাসের অন্তঃসত্তা হয়েছে দুলাভাইয়ের কাছে। পুলিশ হেফাজতে ছাত্রীর চিকিৎসা চলছে। অমানবিক এই ঘটনায় আজ বুধবার (১৮ আগস্ট) থানায় মামলার পর ছাত্রীর দুলাভাই অভিযুক্ত বখাটে সবুজ সিকদার (২২) পুলিশ গ্রেফতার করেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামে অমানবিক এ ঘটনা ঘটেছে। ঘটনার পর অসহায় ছাত্রীর নিরীহ পরিবার বিপাকে পরেছেন।
আজ বুধবার মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, গত ১৮ মাস পুর্বে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গরজন গ্রামের শামসুর হকের ছেলে সবুজ সিকদারের সঙ্গে মির্জাপুর উপজেলার ছলিমনগর গ্রামের আব্দুল আজিজ মিয়ার বড় মেয়ে সিমলা আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর সবুজ সিকদার মাঝে মধ্যেই শ^শুর বাড়িতে যাতায়াত করতেন। চলতি বছরের ১৪ জানুয়ারী সবুজ শ^শুর বাড়িতে আসে। ১৫ জানুয়ারী তার শ^শুর মাটি কাটতে যায় এবং শ^াশুড়ীসহ তার স্ত্রী সিমলা রিলিফের চাল আনার জন্য ইউনিয়ন পরিষদে যায়। বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে বখাটে সবুজ জোর পুর্বক পঞ্চম শ্রেণীর ছাত্রী শালিকাকে ধর্ষন করে। এই ঘটনা কাউকে না বলার জন্য ছাত্রীকে হুমকি দেয় সবুজ। এভাবে একাধিবার ধর্ষনের ফলে অন্তঃসত্তা হয়ে পরে ছাত্রী।
এদিকে ১৪ আগস্ট অসুস্থ্য হয়ে পরে অন্তঃসত্তা ছাত্রী। ঘটনা জানার পর ছাত্রীর অসহায় পিতা আজিজ মিয়া সবুজকে প্রধান আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার ঘাটাইল এলাকা থেকে বখাটে ধর্ষনের মুলহোতা সবুজ সিকদারকে পুলিশ গ্রেফতার করেছে। মামলার বাদী আজিজ সিকদার ও অসহায় ছাত্রীর পরিবার অভিযুক্ত সবুজ সিকদারের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানায় এসআই মাহফুজুর রহমান বলেন, মামলার পর ধর্ষনের মুলহোতা সবুজ সিকদারকে গ্রেফতার করা হয়েছে। জিঞ্জাসাবাদে বখাটে সবুজ শালিকাকে ধর্ষনের কথা স্বীকার করেছে। কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্তঃসত্তা ছাত্রীর ডাক্তারী পরীক্ষা চলছে। ভিকটিমের পরিবার যাতে ন্যায় বিচার পায় সে জন্য পুলিশের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনার সঙ্গে অভিযুক্ত সবুজ সিকদারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালিত
মীর আনোয়ার হোসেন টুটুল
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী আজ সোমবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন এবং উপজেলা প্রশাসন দিন ব্যাপি আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাংকনও রচনা প্রতিযোগিতা, গণভোজ ও পুরষ্কার বিতরনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খান আহমেদ শুভ এমপি। অপর দিকে মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় এ উপলক্ষে নানা অনুষ্ঠানের এায়াজন ছিল।
উপজেলা আওয়ামীলীগ সকাল নয়টায় উপজেলা সদরের কলেজ রোডের দলীয় কার্যালয়ে কোরআনখানি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিতি খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত ও সাবেক ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান তালুকদার রাজিব।
এদিকে সকাল সারে দশটায় উজেলা প্রশাসন মুক্তির মঞ্চে পুষ্কস্তবক অর্পন অনুষ্ঠান এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মির্জাপুর পৌরসভা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন।
বেলা এগারটায় উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুর ইসলাম বুলবুলের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার, মীর্জা শামীমা আক্তার শিফা, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি।
Methods to Ensure Data Room Security
One of the most common challenges experienced by businesses that use info rooms is normally security. Whilst data area software and hardware experience improved considerably over the years, they still offer a number of security concerns. At risk documents published to a data room server may be lost forever if the server can be compromised or hacked. Your most sophisticated protection measures can’t prevent unauthorized parties right from gaining access to documents, therefore companies must be careful when choosing a secure data room company.
Security procedures include audit logs and two-factor authentication. Two-factor authentication requires more information, such as a code, which minimizes the chances which the wrong person can gain access to the data space. A password-only system can cause data leaks, and this is why two-factor authentication is a necessary feature of a reputable data room. By controlling numberdataroom.com who are able to access the documents, the administrator may prevent virtually any potential removes in secureness. To increase security, data place administrators can limit access to certain data or IP addresses, or monitor users.
Electronic data space security requires a high-security info centre. The data centre should provide back-up systems, multiple connections, and alternate electric power sources. Security is an important issue, and hosting space must be secured with pathogen scanning and firewall safety. There should be online video surveillance to make sure that only sanctioned users can easily access private data. Even more, a premium quality virtual info room answer will be flexible enough allowing for full-time monitoring. To ascertain if a virtual data place is secure, read client customer feedback and reading user reviews.
মির্জাপুরে বরাটি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূতি উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের (বিএনবি উচ্চ বিদ্যালয়) ৭৫ বছর পূতি উদযাপন উপলক্ষে আজ শুক্রবার এক প্রস্তুতি মুলক সভা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব রবীন্দ্র নাথ শর্মা।
বেলা ১১ টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রস্তুতি মুলক সভায় বাবু প্রমথেস গোষ্মামী সংকরের সঞ্চালনায় ৭৫ বছর পূতি উদযাপন বাস্তবায়নের লক্ষে বক্তব্য রাখেন, সাবেক সহকারী ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বাঁশতৈল খলিলুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফায়জুল ইসলাম তারা,সাবেক চেয়ারম্যান মো. বাদশা মিয়া, মো. যুবরাজ মিয়া, মো. মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাদত হোসেন, প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ, সোহেল মোহসীন শিপন ও মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ। প্রস্তুতি মুলক সভায় বিভিন্ন বাস্তবায়ন কমিটি গঠন করে ৭৫ বছর পূতি উদযাপনের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর ২০২২।
মির্জাপুরে শিক্ষকদের হাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের কপি তুলে দিলেন এমপি শুভ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ২৪৮ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের কপি তুলে দিয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সাংবাদিক ও অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা দুর্লভ চন্দ্র বিশ্বাস। আজ বৃহস্পতিবার মির্জাপুর সরকারী কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ অন্ষ্ঠুানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা দুর্লভ চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ। পরে উপজেলার ১৭০ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫৬ মাধ্যমিক বিদ্যালয়, ১৪ মাদ্রাসা ও ৮ কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারদের হাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের কপি তুলে দেন খান আহমেদ শুভ এমপিসহ অতিথিবৃন্দ।
Methods to Determine the Virtual Info Room Price
Virtual info room companies charge in different ways. A large number of charge by the gigabyte, while other people charge a flat fee for that set volume. For huge enterprises, infinite storage space is a must. VDR companies with https://datasroom.com/importance-of-virtual-data-rooms-in-ma-transactions unlimited safe-keeping include Admincontrol Data room, Cap Connected, Egnyte, Protect Docs VDR, Projectfusion, and iDeals. Based on your needs, you can choose a provider that provides you the highest possible storage space for a discounted pace.
Different VDR vendors have different pricing buildings. One common model expenses by number of paperwork you store. A per-page price features a certain amount of space for your files and has alternatives for purchasing further space if you want more memory space. For smaller companies with low data volumes, a per-page rates model is okay. However , in case you have a high volume level of documents, a per-gigabyte charges model could get expensive.
Another important factor in identifying the electronic data place cost is the number of workspaces you will need. Some VDR packages incorporate a fixed volume of user permit, while others consist of multiple workspaces. However , that is not mean you will need more than one license. Some jobs may require just secure file storage area, while others may need advanced collaboration tools and dedicated task managers. Make certain to choose the right a single for your needs. If you’re uncertain about what you require, use a template to help you determine.
The number of files you want to store, the number of users, and the volume of users you’re here expecting can every affect the cost you’ll pay for. Regardless of the needs you have, knowing these numbers can help you choose a price that fits your budget. When you’re not sure of your budget, look for a virtual data room which has options on your behalf. If you have a tight budget, a fundamental plan can be enough. Some even allow up to 10GB of storage , nor limit the amount of guest users you can ask.
Y Commerce Chances and Net Solutions
The benefits of web commerce web solutions are ample. For example , big players just like Starbucks will be turning to these solutions to enhance the online stores’ performance and conversion cost. They don’t have to compromise at the core features of the site, and they are able to use them without sacrificing design or perhaps functionality. This content outlines a number of the advantages of e commerce world wide web solutions. Read on to find how these kinds of solutions can help your online business.
There are various https://www.salonwebsolutions.co.uk/2021/07/13/generated-post-2 types of ecommerce solutions. You can choose to run a business-to-business internet site, or set up a consumer-facing website. You will discover solutions for each need, coming from staffing to site configuration. The skills range from information technology services to marketing. A lot of e-commerce web solutions as well address certain problems. For example , a company providing wares via the World Wide Web might purchase a band width management solution from Packeteer Inc. to allocate solutions to real commerce trades.
Online alternatives can work very well with existing websites, because they often come with options. Many internet hosting alternatives come with a shopping cart software. When choosing an eCommerce solution, consider whether proceeding sell off physical items, digital products, or perhaps both. When you are selling cameras, make sure your platform supports equally. You’ll be pleased with your new web shop! So , begin today! Don’t allow your business fall behind!
মির্জাপুরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারী করিম গ্রেফতার
মীর আনোয়ার হোসেন টুটুল
বনাঞ্চলের ভিতরে মদ তৈরীর কারখানা থেকে বিপুল পরিমান চোরাই মদসহ এলাকার চিহিৃত মাদক কারবারী মো. আব্দুল করিম (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়নের আজগানা মহিষবাথান গ্রামের গজারি বনের ভিতরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে মির্জাপুর থানা পুলিশ জানিয়েছে।
১১ নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার জানান, আজগানা মহিষবাথান গ্রামের ওমর আলীর ছেরে আব্দুল করিমসহ তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে বনের ভিতরে চোলাই মদের কারখানায় মদ তৈরী করে আসছে। গোপন সংবাদ পেয়ে গতকাল রবিবার মির্জাপুর থানার এসআই একরামুল হকসহ কয়েকজন পুলিশ মদ তৈরীর কারখানায় হানা দিয়ে মুলহোতা করিমকে গ্রেফতার করে। এ সময় মদ তৈরীর বিভিন্ন উপকরন এবং প্রায় ২১৫ লিটার মদ উদ্ধার করা হয়। আব্দুল করিম গ্রেফতার হলেও তার সহযোগিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন বলেন, বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারী আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা এগারটার দিকে মির্জাপুর থানার হল রুমে সংবাদ সম্মেলন করা হবে। এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিনসহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত থাকবেন। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
মির্জাপুরে প্রধান মন্ত্রীর সহায়তা পেলেন ১০ সাংবাদিক
মীর আনোয়ার হোসেন টুটুল
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালিন দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা বাবদ উপহার পেলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কর্মরত ১০ সাংবাদিক। আজ বুধবার (১০ আগস্ট) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মির্জাপুর উপজেলার এই ১০ সাংবাদিকসহ টাঙ্গাইলের ২১ জন সাংবাদিকের হাতে চেক তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার দীপ ভৌমিক, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠের সম্পাদক এডভোকেট জাফর আহমেদ এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. জাকেরুল মওলা।
মির্জাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ১০ হাজার টাকা হিসেবে পেয়েছেন নিরঞ্জন পাল (দৈনিক জনকন্ঠ), মীর আনোয়ার হোসেন টুটুল (দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশন), মো. শামসুল ইসলাম সহিদ (দৈনিক দেশ রুপান্তর), মো. জহিরুল ইসলাম শেলী (দৈনিক ভোরের কাগজ), মো. এরশাদ মিঞা (দৈনিক কালের কণ্ঠ), মো. নাজমুল ইসলাম (এশিয়ান টিভি), মো. রায়হান সরকার রবিন (দি বাংলাদেশ টুডে), শাহ সৈকত মুন্না (দৈনিক খোলা কাগজ), মোহাম্মদ মোজাম্মেল হক (বিজয় টিভি) এবং উত্তম বণিক (পাক্ষিক নতুন প্রহর)।