মির্জাপুরে ইংরেজীতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ইংরেজীতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী,অনুষ্ঠানের আয়োজক গুড নেইভার বাংলাদেশের সখীপুর শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মিসেস ঝরনা খাতুন, দেওহাটা আলহাজ¦ মো. জুনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, আটিয়া মামুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক এবং ভাতগ্রাম কৈলাশ রাখাল শ্রীভাস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক দেওয়ান মহিউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানরে ইংরেজী শিক্ষকগন উপস্থিত ছিলেন। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রথম রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাফিয়া, দ্বিতীয় টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাফিয়া, তৃতীয় রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সারা সারোয়ার, চতুর্থ দেওহাটা আলাজ¦ মো. জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনুজ সরকার এবং পঞ্চম একই বিদ্যালয়ের শিক্ষার্থী আনাছ আহমেদ।
অনুষ্ঠানের আয়োজক গুড নেইভার বাংলাদেশের সখীপুর শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলাম এবং সহকারী প্রোগ্রাম ম্যানেজার মিসেস ঝরনা খাতুন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজীতে পারদর্শী করে গড়ে তুলতে বেশী বেশী শব্দ জান, বেশী বেশী ভাষা শিখ -এই প্রতিপাদ্য নিয়ে ইংরেজী ওয়ার্ড মাস্টার প্রতিযোতিার আয়োজন করা হয়। মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহয়েতায় এই প্রতিযোগিতায় ১২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। চুড়ান্ত প্রতিযোগিতায় ৫ জন শিক্ষার্থী বিজয়ী হয়ে পুরষ্কার লাভ করে। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক মর্তুজ আলী খানের ইন্তেকাল

    মির্জাপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *