বাংলা নিউজ
Monday, March 17, 2025
Home Blog Page 13

মির্জাপুরে আইসিটি ও জীবন-জীবিকার উপর পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল
স্মাট ও ডিজিটালসহ দক্ষ শিক্ষক গড়ে তুলতে টাঙ্গাইলের মির্জাপুরে আইসিটি এবং জীবন ও জীবিকার উপর পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার (১০ জুন) উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাধ্যমিক শিক্ষা অফিসের বঙ্গবন্ধু ডিজিটাল অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মি. প্রবীর কুমার চৌধুরী জানান, পাঁচ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের ২৪০ জন শিক্ষক অংশ গ্রহণ করছেন। এদের মধ্যে জীবন ও জীবিকার উপর ১৬০ জন শিক্ষক এবং আইসিটির উপর ৭৯ জন শিক্ষক।

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্ধোধন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্ধোধন করা হয়েছে। আজ সোমবার (১০ জুন) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সংলগ্ন দেওহাটা আন্ডার পাসের উত্তর পাশে নবনির্মিত ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোড়াই ইউনিয়ন (পশ্চিম) এর সভাপতি আলহাজ¦ মো. হুমায়ুন কবীর।
বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, ১০ নং গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ (পশ্চিম) এর সাধারণ সম্পাদক মো. মোশারফ হোমেসন, ১০ নং গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ (পুর্ব) সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ভুইয়া ঠান্ডু, সভাপতি মো. আশরাফ খান, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ ও ব্যবসায়ী মো. শওকত মিয়া প্রমুখ।

মির্জাপুরে ভুমি সেবা সপ্তাহে নাগরিকদের নানা সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গিকার

মীর আনোয়ার হোসেন টুটুল
স্মাট ভুমিসেবা, সম্পাট নাগরিক এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (৯ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে ভুমি সেবা সপ্তাহ উদযাপন হয়েছে। ভুমি সেবা সপ্তাহে হয়রানী বন্ধে নাগরিকদের নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচরাীগন। এ উপলক্ষে বিকেলে উপজেলা ভুমি অফিস উপজেলা পরিষদের ভুমি অফিস চত্তরে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর এানায়ার হোসেন টুটুল, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান, সার্ভেয়ার মো. আব্দুল আওয়াল, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা যুবদীল খান ও আশ্রয়ন কেন্দ্রে সুবিধা ভুমি লিপি রানী চক্রবর্তী প্রমুখ। পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে ভুমি সেবা সপ্তাহের উদ্ধোধন করেন।

মির্জাপুরে পল্লী সমিতির অতিরিক্ত ভুয়া বিলে দিশেহারা দেড় লাখ গ্রাহক

 

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অতিরিক্ত ভুয়া বিলে দিশেহারা হয়ে পরেছে প্রায় দেড় রাখ গ্রাহক। ভুক্তভোগি গ্রাহকরা অভিযোগ করেছেন, একটি মিটারের বিপরীতে একজন গ্রাহককে বিল প্রতি দেড় থেকে দুই গুন এবং কোন কোন গ্রাহককে চার থেকে পাঁচগুন পর্যন্ত অতিরিক্ত ভুয়া বিল ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেড় লাখ গ্রাহককে জিম্মি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুৎ বিভাগ। অতিরিক্ত বিল পরিশোধ করতে গিয়ে নিম্ন আয়োর মানুষ বেশী বিপাকে পরেছেন বলে অভিযোগ করেছেন। আজ শনিবার মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে ও পল্লী বিদ্যুৎ সমিতির আবাসিক, ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পের মালিক ও গ্রাহকদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনে মির্জাপুর উপজেলা সদরে বাওয়ারকুমারজানি এলাকায় একটি এবং গোড়াই শিল্পাঅঞ্চলের গোড়াই এলাকায় টাঙ্গাইল কটন মিলস সংলগ্ন একটিসহ দুইটি জোনাল অফিস রয়েছে। দুইটি জোনাল অফিসের অধিনে মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, রতিফপুর, আজগানা, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়নে আবাসিক, ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পসহ গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় এক লাখ ৬০ হাজার। খোঁজ নিয়ে জানা গেছে, গত মে মাসের পল্লী বিদ্যুতের প্রতি মিটারের গ্রাহকের বিলে সব চেয়ে বেশী বিল ধরিয়ে দেওয়া হয়েছে। একটি মিটারের বিপরীতে একজন গ্রাহককে বিল প্রতি দেড় থেকে দুই গুন এবং কোন কোন গ্রাহককে চার থেকে পাঁচগুন পর্যন্ত অতিরিক্ত ভুয়া বিল ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। মির্জাপুর পৌরসভার একটি বাসার ভাড়াটিয়া (আবাসিক গ্রাহক) সুরাইয়া বেগম অভিযোগ করেন, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারী ও মার্চ মাসে তার মিটারে বিল এসেছে ৪৫০ টাকা থেকে ৫০০শ টাকা। মে মাসে তাকে বিল ধরিয়ে দেওয়া হয়েছে ১১শ টাকা। তার ধারনা পল্লী বিদ্যুৎ অফিসের কারসাজির কারনে অতিরিক্ত বিল নেওয়ার জন্য তাকে ভুয়া বিল ধরিয়ে দেওয়া হয়েছে। সুরাইয়া বেগমরে মত গোড়াইয়ের বাবুল সিকদার, জামুর্কির আবুর হাসেম, বাঁশতৈলের আব্দুল কাদের, আজগানার চাঁন মিয়াসহ অন্তত ৩০ জন গ্রাহক এমন অভিযোগ করেছেন। তারা আরও অভিযোগ করেচেন, তাদরে নামে অতিরিক্ত বুয়া বিল ধরিয়ে দেওয়া হলেও মিটারের রিডিংয়ের সঙ্গে বিল কপির সঙ্গে হিসেবর মিল নেই। এখাবে প্রতিটি গ্রাহককে জিম্মি করে পল্লী বিদু্যু বিভাগ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বরে ভুক্তভোগি অসহায় গ্রাহকরা অভিযোগ করেছেন। বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য এবং তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্তা নেওয়ার জন্য আবাসিক, ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পের মালিক ও গ্রাহকরা জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-এর মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জসিম উদ্দিন বলেন, এ উপজেলায় দুইটি জোনাল অফিসের অধিনে গ্রাহক সংখ্যা প্রায় দেড় লাখ। এ মাসে বিল বেশী হওয়ার মুলক কারন হচ্ছে লোড শেডিং কম। বিদ্যুৎ বেশী ব্যবহার হয়েছে। ফলে প্রতিটি মিটারের বিপরীতে একটু বেশী বিল হয়েছে। অনেক সময় গ্রাহকরা লোড শেডিং এর কথা বিবেচনা না করেই ঢালাও ভাবে অভিযোগ করেন বেশী বিল হয়েছে। এটা ঠিক নয় বলে তিনি দাবী করেন। তার পরও যদি কোন গ্রাহকের নামে খুব বেশী বিল হয়েছে বলে তিনি মিনে করেন, তাহলে অফিসে আসলে বিল সংসোধন করে দেওয়া হবে।

 

মির্জাপুরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় স্বেচ্ছাসেবকলীগ ও সাবেক ছাত্রলীগ নেতাসহ ৫ জন আহত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী পরবর্তী সহিংসতায় এক গ্রুপের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন (২৪) ও অপর গ্রুপের সাবেক ছাত্রলীগ নেতা মিঠু (৩৫) সহ ৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। গতকাল বুধবার (৫ জুন) উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের ৬৬ নং ইচাইল হাফেজিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে রাতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর উভয় গ্রুপের মধ্যে টচান টান উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গতকাল বুধবার ছিল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে দুই জন এবং সংরক্ষিত নারী আসনে তিন জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা কনের। ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের ৬৬ নং ইচাইল হাফেজিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট গননার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) পান ৫১৮ ভোট, এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ-পিরিচ) পান ২২২ ভোট এবং ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) পান ৩০ ভোট।
আহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক মোবারক হোসেন অভিযোগ করেন, আনারসের প্রার্থী ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বেশী ভোট পেয়ে বিজয়ী হওয়ায় কাপ-পিরিচের কর্মী সমর্থরা ক্ষিপ্ত হয়ে সাবেক ছাত্রলীগ নেতা মিঠুর নেতৃত্বে রাসেল, জুয়েল, আসাদ ও সজিবসহ তাদের সহযোগিরা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। পুর্ব পরিকল্পনা করে তারা তার উপর হামলা চালিয়েছে বলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোবারক হোসেন দাবী করেন। অপর দিকে সাবেক ছাত্রলীগ নেতা মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট গননাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোবারক, মোশারফ, মাইন, রাব্বি ও ওমর হামলা চারিয়ে কাপ পিরিচের সমর্থক মিঠু, রাসেল, জুয়েল, আসাদ ও সজিবকে পিটিয়ে আহত করে। এদিকে আশপাশের লোকজন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মোবারককে উদ্ধার করে রাতেই জামুর্কি সরকারী স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয় যান। সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ভাবে সাবেক ছাত্রলীগ নেতা মিঠুকেও জামুর্কি সরকারী স্থাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হয়। তার অবস্থাও অবনতি হওয়ায় টাঙ্গাইল সদর হাসাপাতালে নেওয়া হয়। মোবারকের মাথায় বেশী আঘাত প্রাপ্ত হওয়ায় অবস্থা সংকটাপন্ন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে আনারসের কর্মীরা জানিয়েছেন। অপর দিকে মিঠুকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জানা গেছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেননি। টান টান উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মাজাহরুল ইসলাম শিপলু বলেন, নির্বাচনী পরবর্তী সহিংসতায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকরীগের নেতা মোবারক হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা মিঠু দুই জনই হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগেরে সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত আহত মোবারক হোসেনকে দেখতে টাঙ্গাইল সদর হাসপাতালে যান। তাকে চিকিৎসার জন্য সকল প্রকার সহাযোগিতার আশ^াস দেন এবং দোষীদের শাস্তির দাবী জানান। এ সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, আওয়ামীলীগের নেতা রানাসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুরে চেয়ারম্যান পদে সীমান্ত ভাইস চেয়ারম্যান পদে আজাহার ও মাহবুবা নির্বাচিত

মীর আনোয়ার হোসেন টুটুল
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুরে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম আজাহার এবং সংরক্ষিত নারী আসনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাহবুবা শাহরীন। আজ বুধবার (৫ জুন) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত প্রাপ্ত ফলাফল অনুসারে বিজয়ী ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) পেয়েছে ৫৫ হাজার ৭৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) পেয়েছেন ৩১ হাজার ৯৯৫ ভোট। সীমান্ত বেশী পেয়েছেন ২৩ হাজার ৭৭৫ ভোট। তৃতীয় হয়েছেন ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) ২১ হাজার ৬৭৫। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম আজাহার (তালা চাবি) ৫৬ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. শওকত মিয়া (টিউবওয়েল) পেয়েছেন ৪৯ হাজার ৯৬৯ ভোট। বিজয়ী আজাহার বেশী পেয়েছেন ৬ হাজার ৫০৯ ভোট। ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা আসনে পদে বিজয়ী হয়েছেন মাহবুবা শাহরীন (কলসি) ৫৪ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল) পেয়েছেন ৪০ হাজার ২০৯ ভোট। বিজয়ী মাহবুবা বেশী পেয়েছেন ১৪ হাজার ৪৩৮ ভোট। তৃতীয় হয়েছেন চাঁদ সুলতানা (হাঁস) ১২ হাজার ৩৭১ ভোট।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম বলেন, সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে শেষ হয়েছে। পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৪৪ ভোট কেন্দ্রের জন্য ১৫ জন ম্যাজিষ্ট্রেট, বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন এলাকা ও ভোট কেন্দ্রের আশপাশে স্টাইকিং ফোর্স নিয়মিত কাজ করছেন।

মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীণ বরণ অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস (২০২৩-২০২৪) শিক্ষা বর্ষের প্রথম বর্ষের ছাত্রীদের নবীণ বরণ (ওরিয়েন্টেশন সিরিমনি) অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার (৫ জুন) কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপি পতি মিলনায়তনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. পরিচালক মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা, এম এ হালিমসহ মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ প্রমুখ। নবীণ বরণ উপলক্ষে মেডিকেল কলেজের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জাপুরে ভোট কেন্দ্র ফাঁকা ভোটার উপস্থিতি কম নিয়ে প্রার্থীরা হতাশ

মীর আনোয়ার হোসেন টুটুল
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভোট কেন্দ্র ফাঁকা থাকায় হতাশায় পরেছেন প্রার্থীরা। নানা কৌশল প্রয়োগ করেও ভোটারদের কেন্দ্রে আনা যাচ্ছে না বলে কর্মী সমর্থকরা জানিয়েছেন। আজ বুধবার (৫ জুন) সকাল ১০ টা পর্যন্ত মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পুষ্টকামুরী আলহাজ¦ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ ২০ টি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের খুবই কম উপস্থিতি। একই অবস্থা বাসাইল ও সখীপুর উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে বলে খোঁজ নিয়ে জানা গেছে। ভোটার উপস্থিতি কম থাকলেও এ পর্যন্ত কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নুরুল ইসলাম নুরু জানিয়েছেন, তার ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৩২ জন। সকাল ১০ টা পর্যন্ত ভোট পরেছে ৭৫ জন।। আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়বে বেল তিনি আশা করছেন। উপজেলার পুষ্টকামরী আলহাজ্ শফিউদ্দিন মিঞা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্রও একই বরে প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা আসন পদে ৩ জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রায়ত চার বারের এমপি এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) এবং ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার ( তালা চাবি) এবং মো. শওকত মিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান সংরক্ষিত আসন মহিলা পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), জেলা মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগর সহসভাপতি এবং বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ডি এ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরীন (কলসি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। জয়ের ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, এ এস এম মোজাহিদুল ইসলাম মনির এবং ফিরোজ হায়দার খান এই তিন প্রার্থীই শতভাগ আশা করছেন।
মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১১৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৩২ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৪।
রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে এবং ভোটারগন যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারেন সে জন্য পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৪৪ ভোট কেন্দ্রের জন্য ১৫ জন ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

মির্জাপুরে ১৪৪ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তায় মালামাল প্রেরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ১৪৪ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ আগামকিার বুধবার (৫ জুন)। চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা আসন পদে ৩ জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া একই দিন টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর এই তিন উপজেলায়ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৪ জুন) রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় উপজেলার সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম এবং নির্বাচন কর্মকর্তাগন উপজেলা পরিষদের মিলনায়তন থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল প্রেরণ করেছেন। চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৩ জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রায়ত চার বারের এমপি এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) এবং ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার ( তালা চাবি) এবং মো. শওকত মিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান সংরক্ষিত আসন মহিলা পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), জেলা মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগর সহসভাপতি এবং বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ডি এ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরীন (কলসি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১১৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৩২ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৪। প্রিজাইডিং অফিসার ১৫২ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৯৭৪ জন এবং পুলিং অফিসার ১৯৪৮ জনসহ মোট ৩০৭৪ জন ভোট গ্রহণ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আনি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী জানিয়েছেন মির্জাপুর, বাইসল ও সখীপুর এই তিন উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের লক্ষে বিপুল সংখ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

মির্জাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩১৭ কেন্দ্রে ভিটামিন পেয়েছে ৫২ হাজার শিশু

মীর আনোয়ার হোসেন টুটুল
আজ শনিবার (১ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩১৭ কেন্দ্রে ভিটামিন পেয়েছে ৫২ হাজার ৭৪০ জন শিশু। আজ শনিবার (১ জুন) সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার করিকল্পনা কর্মকর্তা ডা. মো. পরিদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সুত্র জানায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রামে ৩১৭ টি জিাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কেন্দ্র স্থাপন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মী ১৪০ জন এবং স্বেচ্ছাসেবক ৬৩৪ জন কর্মী ৩১৭ কেন্দ্রে (৬ মাস-১১ মাস ) বয়সী শিশু নীল রংয়ের এ ভিটামিন পেয়েছে ৬ হাজার ২০০শ জন এবং (১১ মাস-৫৯ মাস) বয়সী শিশু লাল রংয়ের এ ভিটামিন পেয়েছে ৪৬ হাজার ৫৪০ জন ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পান কর্মকর্তা ডা. মো. পরিদুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সরকারী নির্দেশনা বাস্তবায়নে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলস ভাবে কাজ করেছেন।