মীর আনোয়ার হোসেন টুটুল
র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার (১ নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল ও যুব উন্নয়ন অফিসার মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন। পরে যুবক যুবতীদের মাঝে সহজ শর্তে ঋৃণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
মির্জাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
মির্জাপুরে অবরোধ ঠেকাতে ছাত্রলীগের মাথায় হেলমেট হাতে বাঁশের লাঠি মিছিল
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ডাকা হরতাল-অবরোধ ঠেকাতে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছসেবকলীগ মাথায় হেলমেট ও বাঁশের লাঠি নিয়ে মিছিল করে প্রতিবাদ সমাবেশ করেছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সাবেক ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিকের নেতৃত্বে সকালে লাঠি মিছিলটি গোড়াই শিল্পাঞ্চল এলাকা থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে মির্জাপুর পৌরসভা ও গোড়াই শিল্পাঞ্চল এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, ছাত্রলীগ নেতা সিফাত, উৎসব, স্ব্ছোসেবকলীগ নেতা শিশির আহমেদ বিপ্লব, মনির হোসেন, উজাস, অপু ও পায়েলসহ নেত্রীবৃন্দ।
মির্জাপুরে সাবেক এমপিকে গ্রেফতারের খবরে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে পুলিশের উপর হামলার চেষ্টা, বিএনপির ১৩ নেতা গ্রেফতার
মীর আনোয়ার হোসেন টুটুল
সারা দেশ ব্যাপি বিএনপির ডাকা হরতাল-অবরোধ প্রতিহত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবন ঘেরাও করে রাখে। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে দিয়ে মসজিদের মাইকে ঘোষনা করে পুলিশের উপর হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছেন সাবেক এমপিকে গ্রেফতার করা যায়নি। তিনি আতœগোপনে চলে গেছেন। এ সময় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৫ নেতা এবং এর আগে আরও ৮ নেতা গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াইল এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ পর্যন্ত বিএনপির ১৩ জন নেতাকর্মীতের গ্রেফতার করা হয়েছে। নাশকতা ঠেকাতে তাদের চিরুনী অভিযান অব্যাহৃত রয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান রিংকু, উপজেলা যুবলদের আহবায়ক গোলাম মোস্তফা জীবন, গোড়াই ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়া, বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরিদ, ইমরান আহমেদ রজবু, শওকত হোসেন হিরা ও জাহাঙ্গীলমসহ ১৩ জন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন তিন দিনের হরতাল-অবরোধ সফল করতে গোড়াইল এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবনে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্যেমেশ্য জরুরী মিটিং করতে ছিলেন। নাশকতা ঠেকাতে এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন তাদের গ্রেফতার করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষনা দিয়ে পুলিশের উপর হামলার ছেষ্টা করে। তবে কোন পুলিশ সদস্য আহত হননি। ঘটনাস্থল থেকে ৬/৭ জন এবং এর আগে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতা। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মির্জাপুরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
মীর আনোয়ার হোসেন টুটুল
২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ ও খেসারী প্রণোদনা কর্মসুচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামুল্যে রাসয়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে সার ও বীজ বিরতণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।পরে কৃষকদের হাতে বিনামুল্যে সার ও বীজ তুলে দেন অতিথিবৃন্দ।
অপর দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে বিনামুল্যে সার ও বীজ বিতরনের পর কৃষি অফিস সংলগ্ন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মধ্যে বিনামুল্যে বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেন কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল।
মির্জাপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ
মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন শান্তি সমাবেশ করেছে। আজ রবিবার গোড়াই ও পাকুল্যা এলাকায় খান আহমেদ শুভ এমপির নেতৃতে এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তর নেতৃত্বে উপজেলা সদরে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। গোড়াইতে খান আহমেদ শুভ এমপির সঙ্গে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, সাবেক জিএস সেলিম সিকদার, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, সাকেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদারসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
অপর দিকে উপজেলা সদরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সহসভাপতি শিল্পপতি আবুল কালাম আজাদ লিটন, জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
মির্জাপুরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ৫৩ তম ব্যাচের ৮৮০ জন ট্রেইনী রিক্রুট কনস্টবলদের সমাপনী কুচকাওয়াজ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৩ তম ব্যাচের ট্রেইনী রিক্রুট কনস্টবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ অক্টোবর) সকালে উৎসব মুখর পরিবেশে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিভাদন গ্রহন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার)। আজ রবিবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার মো. নজরুল ইসলাম এনডিসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ৫৩ তম টিআরসি ডিসেম্বর-২০২২ ব্যাচের ট্রেইনী রিক্রুট কনস্টবলদের প্রশিক্ষণ বিভাগের ৮৮০ জন নবীন পুলিশ সদস্য ৬ মাস ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্স সফলতার সঙ্গে সমাপ্তি করেছেন। আজ রবিবার ছিল কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কামন্ডার মো. নজরুল ইসলাম এনডিসি, পিটিসির ডেপুটি কমান্ডার মোহাম্মদ আশফাকুল আলম, পিটিসির পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর সহসভাপনেত্রী মুনমুন আহসান, সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা রোকসানা নুপুর, পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, বিভিন্ন সামরিক, বেসামরিক কর্মকর্তা এবং পিটিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ ও অভিভাদন গ্রহন শেষে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার) বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে পুলিশকে পেশাদারিত্বের সাথে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করতে হবে। তিনি বলেন, পুলিশ বাহিনীকে জনগনের সেবক হিসেবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী স্মাট বাংলাদেশ গড়তে কোন মানুষ যাতে থানায় এসে বিনা কারনে হয়রানীর শিকার না হয় সে দিক লক্ষ রেখে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং সেবার মান আরও বাড়াতে হবে। পরে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে সেরা কনস্টবলদের হাতে ক্রেস্ট তুলে দেন।
মির্জাপুরে গোড়াই উচ্চ বিদ্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া সিকদারপাড়া এলাকার বাসিন্দা এবং গোড়াই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ব্যবসায়ী মো. মাহবুব হোসেন বাদশার অকাল মৃত্যুতে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিদ্যালয় কতৃপক্ষ ও এলাকাবাসি শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় বিদ্যালযের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম, গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ (পুর্ব) সভাপতি মো. আশরাফ খান, আমেরিফা প্রভাসি মো. আন্নিছুর রহমান ও ব্যবসায়ী মো. বাবুল সিকদার প্রমুখ।
মির্জাপুরে এমপির উদ্যোগে আর্থিক অনুদান পেলেন ৪৮ জন অসহায় নারী পুরুষ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে খান আহমেদ শুভ এমপির উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান পেয়েছেন ৪৮ জন অসহায় নারী পুরুষ। ৪৮ জন অসহায় নারী পুরষদের মাঝে ২৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে মির্জাপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় এসব নারী পুরুষদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্তায়ী কমিটির সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি।
আর্থিত অনুদানের চেক বিতরনের পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, সহসভাপতি মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আফিস অনিক ও সাংবাদিক শামসুল ইসলাম সহিদ প্রমুখ। পরে বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় নারী পুরুষদের মাঝে চেক তুলে দেওয়া হয়। এর পুর্বেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন এমপি শুভ।
মির্জাপুরে পূঁজামন্ডপ পরিদর্শনে প্রধান বিচারপতি অতিরিক্ত ডিআইজি ভারত ও বৃটিশ হাইকমিনার, ভারাক্রান্ত হৃদয়ে দেবীকে বিসর্জন
মীর আনোয়ার হোসেন টুটুল
ভারক্রান্ত হৃদয়ে দেবীকে বিদায় (বিসর্জন) জানানো হয়েছে। শারদীয় দূর্গাপূজায় এবার টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহার (আরপি সাহার) ২০০শ বছরের ঐতিহ্য দৃষ্টি নন্দন পুজা মন্ডপ দেখতে এসেছিলেন প্রধান বিচারপতি মো. ওবায়দুল হাসান, অতিরিক্ত ডিআইজি মারুফ হাসান, বাংলাদেশে নিযুক্ত ভারতেীয় হাইমিশণার প্রনয় কুমার ডার্মা, বৃটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক এবং সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার, বিচারপতি মো. রুহুল কুদ্দুুছ, বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও স্থানীয় সংসদ খান আহমেদ শুভ এমপি। গতকাল সোমবার (২৩ অক্টোবর) সন্ধায় ও রাতে অতিথিবৃন্দ কুমুদিনী কমপ্লেক্্ের এলে কুমুদিনী পরিবারের সদস্যগন তাদের ফুলেল শূভেচ্ছা জানান। এ সময় কুমুদিনী পরিবারের সদস্য রাজিব প্রসাদ সাহা, ডা. প্রদীপ কুমার রায়, ডা. এম এ হালিম, শ্রীমতি সাহা, সম্পা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা কুমুদিনী কমপ্লেক্রের বিভিন্ন সেবাধর্মী ্রপতিষ।টান পরিদর্শন করে মন্ডপপাড়ায় যান।
আজ মঙ্গলবার ২৪ অক্টোবর কুমুদিনী হাসপাতালেল এজিএম অনিমেশ ভৌমিক লিটন জানিয়েছেন, এর আগে কয়েকজন সচিব, ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুচী রানী সাহা, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সহসভাপতি ও হংকং শাখার আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজদ লিটন, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা ্ওায়ামীলীগের কার্যকরী সদস্য ও মধুমতু ব্যাংকের স্মন্সর ডাইরেক্টর এবং ইবিএল গ্রুপের চেয়ারম্যান রাফিউর রহমান ইউসুফজাই সানি ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো রেজাউল করিম মন্ডপ পরিদর্শন করেছেন।
অপর দিকে হাজারো দর্শনার্থীদের পদভারে মুখরিত ছিল কুমুদিনী হাসপাতাল, ভারতেশ^রী হোমস এবং মির্জাপুর গ্রামের রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামন্ডপ। প্রশাসন থেকে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। কুমুদিনী পরিবারের কর্নধার রাজিব প্রসাদ সাহা জানিয়েছেন, দানবীর আরপি সাহার ঐহিত্যকে ধরে রাখতে তাদের নানা আয়োজন করতে হয়। মন্ডপে প্রতি দিন সন্ধায় আয়োজন করা হয় ভারতেশ^রী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী এবং মির্জাপুর গ্রামের বিভিন্ন ক্লাবের শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ব্যাপারে উপজেলা উদযাপন পরিষদের মভাপতি বিকাশ গোষ্মামী ও সাধারন সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী সংকর বলেন, এ বছর বাংলাদেশের সব জেলা ও উপজেলার মধ্যে মির্জাপুর উপজেলায় সবচেয়ে বেশী ২৪৩ মন্ডপে দূর্গাপুঁজা অনুষ্ঠিত হয়েছে। রাতে শোকাহত পরিবেশে বংশাই ও লৌহজং নদীসহ বিভিন্ন এলাকায় মা দেবীকে বিসর্জন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে মির্জাপুরে সর্বাধিক ২৪৩ মন্ডপে দুর্গা পুঁজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পুঁজা মন্ডপে সুষ্ঠু ভাবে পুঁজা উদযাপনের জন্য প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছিল।
মির্জাপুরে বজ্রপাত থেকে সুরক্ষায় রাস্তার দু,পাশে তালগাছের চারা রোপন
মীর আনোয়ার হোসেন টুটুল
বজ্রপাত থেকে ঝুঁকি কমাতে, স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাস্তার দুই পাশে তাল গাছের চারা রোপন করেছেন খান আহমেদ শুভ এমপি। আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের ধেরুয়া থেকে রানাশাল পর্যন্ত রাস্তার দুই পাশে তালগাছের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন খান আহমেদ শুভ এমপি। রানাশাল তরুণ সংঘের তত্বাবধানে এবং সবুজ পৃথিবী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই তালগাছের চারা রোপনের ব্যবস্থা করা হয়। খান আহমেদ শুভ এমপি ছাড়াও এ সময় গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ (পশ্চিম) এর সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এবং খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সবুজ পৃথিবী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগন জানিয়েছেন, আজ মঙ্গলবার ধেরুয়া থেকৈ রানাশাল পর্যন্ত রাস্তার দুই পাশে আড়াই শতাধিক তালগাছের চারা রোপন করা হয়েছে। এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশসহ এলাকার বিভিন্ন এলাকার রাস্তার পাশে তালগাছের চারা রোপন কর্মসুচীর উদ্ধোধন করে ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা এমপি।