মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী অপরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েকে উদ্ধারের জন্য ছাত্রীর পিতা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজ বুধবার এ ঘটনাটি ঘটেছে বলে ছাত্রীর পরিবার জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার মির্জাপুর থানায় লিখিত অভিযোগে জানা গেছে, অপহরনের মুল হোতা বখাটে আন্নেছ ওরফে আনিছুর রহমান (২৬)। সে বাগজান গ্রামের জনৈক মজনু মিয়ার বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতো। একই গ্রামের জহিরুল মিয়ার মেয়ে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে বখাটে আন্নেছ স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটি ভয়ে তার পরিবারের কাছে বিষয়টি জানায়।
এদিকে এই ঘটনা বখাটে আন্নেছ জানতে পেরে ঐ ছাত্রী ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রীটি স্থানীয় ভাতগ্রাম বাজারে কেনা কাটার জন্য যাওয়ার পথে বখাটে আন্নেছ ও তার ৩-৪ জন সহযোগি মিলে রাস্তা থেকে জোর পুর্বক অপহরণ করে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত ঐ ছাত্রীর কোন খোঁজ মিলেনি।
এ ব্যাপারে অপহৃত ছাত্রীর পিতা অসহায় জহিরুল মিয়া বলেন, আমার মেয়েকে বখাটে আন্নেছ ও তার সহযোগিরা জোর পুর্বক অপহরণ করে তুলে নিয়ে গেছে। এ বিষয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার পর থেকেই বখাটে ও তার পরিবারের লোকজন পলাতক। আমি আমার মেয়েকে যে কোন উপায়ে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের নিকট কোর দাবী জানচ্ছি।
এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই মো. মজিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীকে উদ্ধারসহ অপহরনের মুল হোতা আন্নেছ ও তার সহযোগিদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান শুরু হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে অষ্টম শ্রেণীর ছাত্রী অপহরণ
মির্জাপুরে ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব মল্লিকের সাময়িক বরখাস্ত স্থগিত করেছে হাই কোর্ট॥ দায়িত্ব পালনে বাঁধা নেই
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাববুব আলম মল্লিক হুরমহলকে সাময়িক বরখাস্ত স্থগিত করে দিয়েছেন মহামান্য হাই কোর্ট। ফলে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে একন আর কোন বাঁধা নেই। ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় মাহবুব আলম মল্লিক হুরমহলের চেয়ারম্যানের পদ বাতিলের সুপারিশ করলে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান গত ১৬ ফেব্রুয়ারি (স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ) আইনের ২০০৯ এর ৩৪ (৪) (ঙ) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করেন। সাময়িক বরখাস্ত স্থগিত ও পুর্নবহালের দাবী জানিয়ে তিনি হাইকোর্টে রিট পিটিশন (নং-২৬৯৭/২০২৩) দাখিল করেন। আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হাই কোর্টের বিচারক সাময়িক বরখাস্ত স্থগিত করে পুনবহালের এ আদেশ দিয়েছেন বলে মাহবুব আলম মল্লিক হুরমহল জানিয়েছেন। মাহবুব আলম মল্লিক দুই বারের জনপ্রিয় চেয়ারম্যান এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি।
আজ বুধবার (১ মার্চ) উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে মাহবুব আলম মল্লিাক হুরমসহলের মনোয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে হাইকোর্টে তিনি রিট পিটিশন দাখিল করলে তার মনোয়ন ১৩১৬১/২০২১ এর স্মারকে তার আবেদন গ্রহিত হয়। ২০২২ সালের ৬ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মির্জাপুর উপজেলার সাত নম্বর ওয়ার্শি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন মো. মাহবুব আলম মল্লিক হুরমহল। ২০২২ সালের ২৬ জানুয়ারি নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে তার নামের গেজেট প্রকাশ করেন।
অপর দিকে ২০২২ সালের ৩ এপ্রিল ১১৯৯৯/২২ নং স্মারকে হাইকোর্ট রিট পিটিশন কারিজ হয়। এই রিট পিটিশন খারিজ হওয়ায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর (২৬) (জ) ধারা মতে চেয়ারম্যান হওয়ার অযোগ্য হন। বাংলাদেশ নির্বাচন কমিষন সচিবালয় ২০০৯ এর ৩৪ (৪) এর বিধান মতে তার চেয়ারম্যান পদ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়কে সুপারিশ করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সুপারিশের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় ২০০৯ এর ৩৪ (৪) (ঙ) ধারায় অপরাধ হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি মাহবুব আলম মল্লিককে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরাখস্ত করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন। সাময়িক বরখাস্ত বাতিলের আবেদন করে মাহবুব আলম মল্লিক হাই কোর্টে রিট পিটিশন করেন। হাই কোর্ট সাময়িক বরখাস্ত স্থগিতে করে দেন।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বরখাস্তকৃত) মো. মাহবুব আলম মল্লিক হুরমহল বলেন, নিয়ম মাফিক তিনি ব্যাংকের ঋণ পরিশোধ করেছেন এবং বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছেন। ঋণ খেলাপির বিষয়টি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই ছিল না। সাময়িক বরখাস্তের বিরুদ্ধে হাই কোর্টে তিনি রিট পিটিশন করলে মহামান্য আদালতরে বিরাচক সাময়িক বরখাস্ত স্থগিত করে পুনবহারে আদেশ দিয়েছেন। দায়িত্ব পালন করতে এখন আর কোন বাঁধা নেই বলে তিনি উরেøখ করেন।।
মির্জাপুরে গোড়াই উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের গোড়াই উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে ও গোড়াাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়াামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালে মাসুদ করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার শিফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার ও প্রধান শিক্ষখ মো. লুৎফর রহমান প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মির্জাপুরে ফায়ার সার্ভিস জামে মসজিদের উদ্ধোধন ও আলোচনা সভা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে নব নির্মিত জামে মসজিদের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালে মাসুদ করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হুমায়ুন কবীর প্রমুখ। মসজিদের উন্নয়ন ও রাস্তা নির্মানের জন্য এমপি মহোদয় দুই লাখ টাকার অনুদান প্রদান করেন।
মির্জাপুরে উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের উদ্ধোধন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্মিত উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের উদ্ধোধন করা হয়েছে। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন চত্তরের বাইমহাটি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবনির্মিত উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের উদ্ধোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমীনা জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ। উদ্ধোধনের পর জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার নবনির্মিত মডেল স্কুল এন্ড কলেজের শ্রেনী কক্ষ পরিদর্শন এবং একটি গাছের চারা রোপন করেন।
ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের ভাতা হবে ৬০ হাজার টাকা—বঙ্গবীর কাদের সিদ্দিকী
মীর আনোয়ার হোসেন টুটুল,
কৃষক শ্রমিক জনতালীগের চেয়ারম্যান ও সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরোত্তম বলেছেন, ক্ষশতায় গেলে মুক্তিযোদ্ধাদের ভাতা হবে ৬০ হাজার টাকা। বঙ্গবন্ধু আমার আদর্শ, বঙ্গবন্ধুকে ছাড়া আমি কিছু বুঝিনা। তিনি বলেন, আমার জন্মদাতা বাবার পরেই আমি বঙ্গবন্ধুকে ভালবাসি। বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, সম্প্রতি বিএনপির এক প্রভাবশালী নেতা বলেছেন পাকিস্তানই ভাল ছিল। তাকে উদ্যেশ্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আপনাকে বাংলাদেশে কে থাকতে বলেছে, তাহলে আপনি পাকিস্তানই চলে যান। তিনি আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতালীগের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ সিকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরোত্তমের সহধর্মীনী বেগম নাসরিন কাদের সিদ্দিকী, তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম সরকার লাল, কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ টি এম সালেক হিটলু, সহ সভাপতি আব্দুল গাফ্ফার গফুর এবং কৃষক শ্রমিক জনতালীগের মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আরমান হোসেন তাপস প্রমুখ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন, অনেক কষ্ট করে এ দেশ স্বাধীন করেছিলাম।স্বাধীন দেশে একটু সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলাম। কিন্ত এ দেশের সরকারী কর্মকর্তা এবং পুলিশ বাহিনী আমাদের সঙ্গে ভাল ব্যবহার করেন না। এটা খুবই দুঃখ জনক। আমার দল ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হবে।
মির্জাপুরে ইউসিসিএ লি. এর ৪৫ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ইউসিসিএ লি. এর ৪৫ তম বার্ষিক সাধারন সভা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা শাখার ইউসিসিএ লি. এর সভাপতি মো. জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। ইউসিসিএ লি. এর ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্তর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামিমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম, সাবেক জিএস সেলিম সিকদার ও সমবায় অফিসার আমিনা পারভিন প্রমুখ।
মির্জাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ধোধন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্ধোধনী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) মির্জাপুরে প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভশিষ কর্মকার প্রমুখ। আলোচনা সভার পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ অধিদপ্তর , মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সহযোগিতা প্রদর্শনী মেলা হয়েছে।
স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ইউআরসি ইন্সট্রাক্টরের বিরুদ্ধে
মো.সাজজাত হোসেন স্টাফ রিপোর্টার, টাঙ্গাইলের মির্জাপুরে ৫ জন সহকারি উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে অর্থ-আত্মসাতের অভিযোগ উঠেছে মির্জাপুর উপজেলা রিসার্স সেন্টারের ইন্সট্রাক্টরের বিরুদ্ধে। অভিযুক্ত ড.মো.আব্দুর রহিম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার রিসার্স সেন্টারের ইন্সট্রাক্টর।
এ ঘটনায় ৫ জন সহকারি উপজেলা শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ১২ জানুয়ারি দেয়া ওই অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা রিসার্স সেন্টার কতৃক আয়োজিত ১/১০/২০২২ হতে ২৭/১০/২০২২ ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড প্রশিক্ষনে সার্পোট অফিসার হিসেবে ৫ জন সহকারি উপজেলা শিক্ষা অফিসার দায়িত্ব পালন করে নাই এবং কোন প্রকার ভাতা গ্রহণ করে নাই। উল্লেখিত সময়ে পাঁচটি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হলে তারা জানতে পারে ইউআরসি ইন্সট্রাক্টর ড.আব্দুর রহিম তাদের স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে বিল উত্তোলন করে টাকা আতœস্যাৎ করেছে।
এ বিষয়ে ৫ জন সহকারি উপজেলা শিক্ষা অফিসার বলেন, ইন্সট্রাক্টর ড.আব্দুর রহিম আমাদের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেছেন। গত মাসের ১২ জানুয়ারি উপজেলা ইন্সট্রাক্টরের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও উত্তোলনকৃত টাকা আত্মসাতের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছি।
তারা আরও বলেন, তার নিয়মবহির্ভূত কর্মকা-ের প্রতিবাদ করায় সম্প্রতি এক শিক্ষকের নামে অপপ্রচার চালাচ্ছেন তিনি। আমাদেরও সম্মান আছে, সংসার আছে। কারও দুর্নীতির প্রতিবাদ করে যদি সম্মান হারাতে হয় তাহলে প্রতিবাদ করার দরকার কী? বলে প্রতিবেদকের কাছে প্রশ্ন রাখেন ।
এ প্রসঙ্গে অভিযুক্ত ইউআরসি ইন্সট্রাক্টর ড.আব্দুর রহিম জানান, আমি ভুলবশত ৫জন সহকারি উপজেলা শিক্ষা অফিসারের বিলের টাকা উত্তোলন করেছিলাম । উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তার পরামর্শক্রমে উত্তোলনকৃত টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি।
টাঙ্গাইল পিটিআই সুপার অমল চন্দ্র সরকার বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিঃ মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল
বন্ধু আমরা ৮৮ সুখে দুঃখে পাশাপাশি এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্শিলনী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পুরনো দিনের স্মৃতি চারন, গল্প, হাসি ও পুরষ্কার প্রদানের মধ্য দিনে গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে জমিদার বাড়িতে দিন ব্যাপি এ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। পুনর্মিলনী অনুষ্ঠান এক মিলন মেলায় পরিনত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে আসা ৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্রী আমেরিকা প্রবাসি জাহিদুল ইসলাম বাসেদ ও সুশান্ত কুমার জানান, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় আমাদের প্রাণের স্পন্দন। এই বিদ্যালয়ে আমাদরে অনেক স্মৃতি জড়িত। এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত বাবু দুঃখীরাম রাজবংশী ছিলেন আমাদের আদর্শ। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিষ্ঠানের বন্ধুদের সঙ্গে একত্র হতে পেরে আমরা খুবই আনন্দিত ও অভিভুত হয়েছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য তারা সর্বাত্বক চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি মো. আসলাম সরকারের সভাপতিত্বে স্মৃতি চারন করেন ৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্র আনোয়ার দুলাল, ম্যমল কর্মকার, জাহিদুল ইসলাম বাসেদ, সুশান্ত কুমার, শ্যামল কর্মকার, জাদিুল ইসলাম ও ফাতেমা আক্তার এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ।