বাংলা নিউজ
Tuesday, March 18, 2025
Home Blog Page 67

মির্জাপুরে কৃত্রিম সংকটে দ্বিগুন দামেও মিলছে না চোখের ড্রপ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভাইরাস জনিত চোখ ওঠা রোগের সংক্রমন ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চোখের ড্রপের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। দুই থেকে তিন গুন দামেও ঔষধ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এই সুযোগে একটি চক্র চোখের ড্রপের কৃত্রিম সংকট সৃষ্টি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। চোখ ওঠা রোগ নিয়ে চরম বিপাকে পরেছেন শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন। বিশেষ করে শিশুদের নিয়ে দুচিন্তায় অভিভাবকগন। আজ রবিবার (৯ অক্টোবর) উপজেলা সদরের বিভিন্ন ঔষধের দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে চোখের ড্রপের তীব্র সংকট।
জানা গেছে, গত ১০-১৫ দিন ধরে হঠাৎ করেই ভাইরাস জনিত কারনে চোখ ওঠা রোগের সংক্রমন বেড়ে যায়। বিশেষ করে শিশুদের মধ্যে প্রথমে এই রোগ প্রভাব বিস্তার করে। এরপর আস্তে আস্তে বড়দের মধ্যে ছড়িয়ে পরে। মির্জাপুর উপজেলা সদরসহ পৌরসভা এবং ১৪ ইউনিয়নের গ্রামে গ্রামে এখন প্রধান রোগ হয়ে দাড়িয়েছে চোখ ওঠা। চিকিৎসকগন জানেিয়ছেন, আবহাওয়া ও সিজনের পরিবর্তনের কারনেই এই রোগ দেখা দিয়েছে। এছাড়া রয়েছে সচেতনতার অভাব।
এদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ঔষধ ব্যবসায়ী সিন্ডিকেট করে চোখের ড্রপের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই থেকে তিন গুন দামে বিক্রি করছে। চোখের ড্রপের মধ্যে রয়েছে আইভেন্টি,অপটিমাস, ফ্রকজালন, মক্্িরব্যাগ, মক্্িরগ্রাম, টিমাইসিন, মক্্িরজেন, মক্্রকুয়েন, কিলজেন, অক্্রাইসিম, ফ্লোমাক্্র, মক্্িরভিন, মক্্িরলুসিনসহ বিভিন্ন ঔষধ কোম্পানীর ড্রপ। কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে তারা অভিযোগ করেন, আগেচোখ ওঠা ড্রপের দাম ছিল কোম্পানী ভেদে ৩০-৫০ টাকা। এখন সেই ড্রপ বিক্রি করছে ৬০-১২ টাকায়। তাও পাওয়া যাচ্ছে না। ঔষধ ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানী রিপ্রেজেনট্রেওটিপ চক্র সিন্ডিকেট করে ঔষধের কৃত্রিম সংকট সৃষ্টি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। বাজারে সরকারী কর্মকর্তাদের মনিটরিংয়ের ব্যবস।তা না থাকায় সাধারন মানুষ একদিকে যেমন অর্থ ব্যায় করছে, অপর দিকে লাভবান হচ্ছে সিন্ডিকেট চক্র। বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তারা জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবহাওয়া ও সিজন পরিবর্তন এবং জনজাংটিভাইটিস ভাইরাসের কারনে চোখ ওঠা রোগ ছড়িয়ে পরেছে। তবে আতংক হওয়ার কিছু নেই। এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে তিন থেকে পাঁচ দিন বা সর্বোচ্চ সাত দিন থাকতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখের ঔষধ ড্রপ বা প্যারাসিটামল দেওয়ার জন্য তিনি সবাইকে পরামর্শ দিয়েছেন। এছাড়া কিছু অসাধু চক্র বাজারে ঔষধের কৃত্রিম সংকট সৃষ্টি করে লাভবান হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী বলে তিনি মনে করেন।

মির্জাপুরে একই দিনে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি ত্রি-বাষিক সম্মেলন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে একই দিনে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি ত্রি-বাষিক সম্মেলন ঘোষনা করায় নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে এলাকায় টানটান উত্তেজনা দেখা দিয়েছে। আগামীকাল রবিবার (৯ অক্টোবর) বিএনপির দুই গ্রুপ মির্জাপুরে ত্রি-বার্ষিক সম্মেলন ঘোষনা করেছে। এক গ্রুপে নের্তৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। অপর গ্রুপে নের্তৃত্বে দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাবির মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব এবং জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ হায়দার খান।
আজ শনিবার (৮ অক্টোবর) উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের নির্দেশনায় সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুর পৌরসভা এবং উপজেলা বিএনপির ত্রি-বাষিক সম্মেলন তারিখ ঘোষনা করেন আগামীকাল রবিবার ৯ অক্টোবর। খোলা স্থানে সম্মেলনের জন্য প্রশাসনের অনুমোদন না পাওয়ায় গোড়াইল গ্রামে তার নিজ বাড়ির আঙ্গিনায় স্থান নির্ধারন করে দাওয়াতপত্র দেওয়া হয়েছে। দাওয়াতপত্রে অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা নেতৃবৃন্দের নাম রয়েছে। অপর দিকে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অবমুল্যায়নসহ নানা অভিযোগ এনে বিএনপির অপর গ্রুপ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাবির মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব এবং জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ হায়দার খান পাল্টা ত্রি-বার্ষিক সম্মেলন ঘোষনা করেছেন। স্থান হিসেবে তারা মির্জাপুর সরকারী কলেজ ক্যাম্পাসে মঞ্চ স্থাপন করছেন। গতকাল শুক্রবার (৭ অক্টোবর) রাতে এ বিষয়ে মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন। দুই গ্রুপে পাল্টাপাল্টি ত্রি-বার্ষিক সম্মেলন ঘোষনা দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পরেছে এবং দুই গ্রুপের মধ্যেই দেখা দিয়েছে টানটান উত্তেজনা। যে কোন সময় রক্তপাত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মুল দলের ত্রি০বার্ষিক সম্মেলনের খবর শুনে যারা পাল্টা সম্মেলন ঘোষনা করেছেন তারা দল থেকে জনবিচ্ছিন্ন এবং বহিঃস্কৃত। ফিরোজ হায়দার খান দল থেকে অনেক আগেই বহিঃস্কৃত। এলাকায় এবং দলে তাদের কোন গ্রহন যোগ্যতা নেই। তারা দলের কেউ নয়। দলকে অস্থিতিশীল করাই তাদের কাজ। দলকে সু-সংগঠিত রাখতে কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের দিক নির্দেশনায় সম্মেলনের মাধ্যমে সুন্দর ও গ্রহনযোগ্য একটি নতুন কমিটি দেওয়া হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান।
এ ব্যাপারে অপর গ্রুপের টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ হায়দার খান বলেন, আবুল কালাম আজাদি সিদ্দিকী ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন না করে তার পছন্দ অনুসারে পকেট কমিটি করতে যাচ্ছেন। এলাকার বিএনপি নেতাকর্মীরা তা কখনো মেনে নেবেন না। বিগক দিনেও তিনি একই কাজ করেছেন। সকলের পরামর্শে আগামীকাল রবিবার মির্জাপুর সরকারী কলেজ ক্যাম্পাসে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘোষনা করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাবির মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, বিএনপির কোন পক্ষই তাদের কাছে সম্মেলনের জন্য কোন অনুমোদন নেয়নি। অনুমোদন দেওয়ার একতিয়ার জেলা পুলিশ সুপার মহোদয় এবং ডিএসবির। সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় যাতে কোন অপৃতকির ঘটনা না ঘটে সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন সতর্ক অবস্থায় রয়েছে।

মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
মহিলাদের ফুটবল খেলায় উদ্ধুদ্ধ করনের লক্ষে প্রথম বারের মত টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উৎসব মুখর পরিবেশে মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ অক্টোবর) মির্জাপুর উপজেলা সদরের ক্রীড়া সংস্থা সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বইন্ধতা পুর্ন ম্যাচে মোহামেডান মহিলা দল (৬-৩) গোলে আবাহনী মহিলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার প্রধান পৃষ্টপোষক ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে পুরষ্কার তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৗরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীজা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন

মির্জাপুরে ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক টুটুলের বড় ভাইয়ের ইন্তেকাল

মির্জাপুরে ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক টুটুলের বড় ভাইয়ের ইন্তেকাল
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলের বড় ভাই মীর দেলোয়ার হোসেন (৬৫ গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে নেত্রকোনা শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার পিতার নাম মৃত মীর আব্দুস ছোবহান, গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামে। তিনি নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবসর প্রাপ্ত প্রধান অফিস সহায়ক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, চার ভাই ও চার বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার (৫ অক্টোবর) সকাল দশটায় নেত্রকোনা সাতপাই পশ্চিমপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে সাতপাই টিপু লজের নিজ বাস ভবনের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মীগন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রধান মন্ত্রীর সঙ্গে বিদেশ সফর শেষে দেশে ফিরলেন এমপি শুভ, উষ্ণ অভিনন্দন

মীর আনোয়ার হোসেন টুটুল
প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে ১৫ দিন বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি। গতকাল শুক্রবার বিকেলে তিনি দেশে ফিরে এলে মির্জাপুরবাসীর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তার ব্যক্তিগত একান্ত সহকারী মীর আসিফ অনিকসহ দলীয় নেতাকর্মীগন।
আজ শনিবার (১ অক্টোবর) মীর আসিফ অনিক জানান, বিৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেদের মৃত্যুতে শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান, জাতিসংঘ সাধারন পরিষদের (ইউএনজিএ) ৭৭ তম অধিবেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং লন্ডনে বেশ কয়েকটি অনুষ্ঠানে গুরুত্বপুর্ন অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত (১৫ সেপ্টেম্বর) খান আহমেদ শুভ এমপিকে সফর সঙ্গী হিসেবে নিয়ে যান।

মির্জাপুরে আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভিপি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, মো. আমিনুর রহমান আকন্দ, মেজর (অব.) খন্দকার এ হাফিজ এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের সহধর্মীনী মিসেস ঝরনা হোসেন প্রমুখ। নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের সভাপতি- সম্পাদক উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্তরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

মির্জাপুরে এমপির নির্দেশনায় প্রধান মন্ত্রীর ৭৬ তম জন্ম দিন পালন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এমবিআইসিসির পরিচালক এবং টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি খান আহমেদ শুভ এমপির নির্দেশনায় আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম দিন হয়েছে। খান আহমেদ শুভ এমপি বর্তমানে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বৃটেন, লন্ডন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্রে সফর সঙ্গী হিসেবে অবস্থান করছেন। এমপির নির্দেশনায় তার ব্যক্তিগন একান্ত সহকারী মীর আসিফ অনিক গোড়াই শিল্পাঞ্চলে মিলাদ মাহফিল দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানেও প্রধান মন্ত্রীর ৭৬ তম জন্ম দিন যথাযোগ মর্যাদায় পালিত হয়েছে।

মির্জাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

মীর আনোয়ার হোসেন টুটুল
আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তির মঞ্চের সামনে সকালে র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাকেন, উপজেলা নির্বাহী অপিসার মো. হাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুর ইসলাম বুলবুল প্রমুখ।

মির্জাপুরে আওয়ামীলীগের উদ্যোগে প্রধান মন্ত্রীর ৭৬ তম জন্ম দিন পালন

মীর আনোয়ার হোসেন টুটুল
আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম দিন পালন করা হয়েছে। বিকেলে কলেজ রোডের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মেজর (অব.) খন্দকার হাফিজসহ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জাপুরে তানিয়ার আতœহত্যার প্ররোচনাকারীর ফাঁসির দাবীতে শিক্ষক-শিক্ষার্থীর মানব বন্ধন

মির্জাপুরে তানিয়ার আতœহত্যার প্ররোচনাকারীর ফাঁসির দাবীতে শিক্ষক-শিক্ষার্থীর মানব বন্ধন
মীর আনোয়ার হোসেন টুটুল
ধর্ষনের নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ায় অপমান সইতে না পেরে লোকলজ্জায় সুইসাইড নোট লিখে কলেজ ছাত্রী আতœহত্যার ঘটনার প্ররেচনকারী বখাটে সুজনের ফাঁসির দাবীতে শিক্ষখ ও শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানি এলাকায় এ মানব বন্ধন কর্মসুচী পালিত হয়। মানব বন্ধন কর্মসুচীতে মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ এবং বুড়িহাটি ন্মিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তাগন বখাটে সুজনকে ফাঁসির দাবী জানায়। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) কলেজ ছাত্রী তানিয়ার বাবা হারুন অর রশিদ জানান, তাদের গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার আট নং ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরি গ্রামে। এক পুত্র ও তিন কন্যার মধ্যে তানিয়া বড়। অভাবের সংসারে বড় ছেলে আবু তালেবকে হবিগঞ্জ কলেক থেকে ডিপ্লোমা পাশ করিয়েছে। মেয়ে তানিয়া মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। এক মেয়ে ৯ম ¤্রণেীতে এবং ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পরে। অভার অনটনের মধ্যে সন্তানদের লেখাপড়া করার বেষ্টা চালিয়ে আসলেও মেয়ে আতœহত্যার ঘটনায় সব তছনছ হয়ে গেছে বলে হাউমাউ করে কেঁদে ফেলেন। বখাটে ও ঘটনার মুলহোতা সুজনের পিতার নাম আব্দুর রশিদ মিয়া, গ্রামের বাড়ি একই ইউনিয়নের বুড়িহাটি গ্রামে। কলেজে আসা যাওয়ার পথে বখাটে সুজন তানিয়াকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল। নানা কৌশলে তানিয়াকে তুলে নিয়ে ধর্ষন এবং ব্লাক মেইল করে ধর্ষনের নগ্ন ভিডিও ধারন করে সুজন। তানিয়া লোক লজ্জায় বিষয়টি পরিবারকে জানাতে পারেনি।
এদিকে ধর্ষনের নগ্ন ও আপত্তিকর ভিডিও ধারন করে বখাটে সুজন ফেইজবুকে ছড়িয়ে দিবে এই হুমকি, ভয় ভিতি দেখিয়ে ব্লাক মেইল করে তানিয়ার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। গত দুই সপ্তাহ পুর্বে সুজন তার মোবাইলের লোকাল সাফি নামে একটি ফেইজবুক আইডি থেকে তানিয়ার ধর্ষনের নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে তানিয়া মানুষিক ভাবে ভেঙ্গে পরে। এক পর্যায়ে গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তানিয়া পরিবারের অজান্তে লোকলজ্জায় সুইসাইড চিটি লিখে গত বুধবার নিজ বাড়িতে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আতœহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তানিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার এবং সাইসাইট নোট উদ্ধার করে। বখাটে সুজনের কারনে আমার পরিবার তছনছ হয়ে গেছে। আমি বখাটে সুজনকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি চাই।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার ও তানিয়ার ভাই আবু তালেব বলেন, সুজনের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। সুজন শুধ তানিয়াকেই নয় এলাকার আরও অনেক মেয়ের সর্বনাশ করেছে। তার বিরুদ্ধে অপকর্মের অভিযোগের অন্তনেই। সর্বশেষ ব্লাক মেইল করে কলেজ ছাত্রী তানিয়াকে মৃত্যুর কুলে ঠেলে দিয়েছে। তানিয়ার কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদসহ তানিয়ার সহপাঠী, শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসি সুজনকে অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবী জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবু সাইদ বলেন, তানিয়ার আতœহত্যার ঘটনায় তার বাবা মো. হারুন অর রশিদ বাদী হয়ে সুজনকে প্রধান আসামী করে মামলা করেছেন। ঘটনার পর থেকেই বখাটে সুজন পলাতক ছিল। গতকাল মঙ্গলবার আসামী সুজন আদালতে আতœসমর্পন করে জামিনের আবেদন করে। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।