মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় ২৫৭ পূজামন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এসিল্যান্ড তারেক আজিজের সঞ্চালনায় মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ফাহিম, হাফিজ আল আসাদ জুবের, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন, মির্জাপুর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মো. জাহাঙ্গীর আলম, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওয়ানসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা কমিটির সবায় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম উল্লেখ করেন, টাঙ্গাইল জেলা তথা সারা দেশের মধ্যে মির্জাপুরে পৌরসভা ও ১৪ ইউনিয়নে সর্বাধিক ২৫৭ মন্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে মির্জাপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য কাজ করছেন। পাশাপাশি র্যাব ও স্টাইকিং ফোর্স টহল দিচ্ছেন।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন জানিয়েছেন, কুমুদিনী কমপ্লেক্্রসহ মির্জাপুর গ্রামে শহীদ দানবীর আরপি সাহার পূজামন্ডপ দেখেতে অন্তবর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বেশ কয়েকজন বিচারপতি ও ভিভিআইপিগন পরিদর্শনে আসছেন। এ জন্য পুরো কমপ্লেক্্র বর্ণিল সাজে ফুটিয়ে তোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
এর আগে যৌথবাহিনী গতকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের নেতেৃত্বে বিভিন্ন যৌথবাহিনীর সদস্যগন উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিকাশ গোষ্মামী ও সাধারণ সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী সংকর বলেন, গতকাল রবিবার য়ষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা ও র্জিাপুর উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিটি মন্ডপের নিরাপত্তার জন্য কাজ করছেন। এতে আমরা খুবই খুশি ও আনন্দিত। কোথাও কোন নিরাপত্তার কমতি নেই।







