বাংলা নিউজ
Saturday, March 22, 2025
Home Blog Page 32

মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ঘাটে নৌকা থেকে পরে আনসার সদস্য নিখোঁজ

মীর আনোয়ার হোসেন টুটুল
শারদীয় দূর্গাপূজার মন্ডপ থেকে ক্যাম্পে ফেরার পথে লৌহজং নদীতে নৌকা থেকে পরে নিরাপত্তাকর্মী আসনার সদস্য সাইফুল ইসলাম ভুটকু (২৩) নিখোঁজ হয়েছে। নিখোঁজের ১৬ ঘন্টা পরও দমকল বাহিনী ও ডুবুরী দল তাকে উদ্ধার করতে পারেনি। আজ রবিবার (২২ অক্টোবর) ভোর রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল ঘাট সংলগ্ন এ ঘটনা ঘটে। নিখোঁজ আনসার সদস্য কুমুদিনী হাসপাতালের নিরাপত্তাকর্মীর দায়িত্বে ছিলেন। ঘটনার উর্ধ্বতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মির্জাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, আনসার সদস্য সাইফুল ইসরাম ভুটকুর গ্রামের বাড়ি নরসিংদি। গত ৬ মাস পুর্বে তিনি কুমুদিনী হাসপাতালে নিরাপত্তাকর্মী হিসেবে যোগদান করেন। গতকাল শনিবার রাতে দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি মির্জাপুরে মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ভোর রাতে কুমুদিনী হাসপাতালে ক্যাম্পে আসতে ছিলেন। কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর খেয়া নৌকায় পারাপারের সময় নৌকা থেকে সাইফুল হঠাৎ পরে যায়। ভোর রাত হওয়ায় এবং নদীতে প্রবল স্্েরাত থাকায় অন্ধকারে তাকে দেখা যাচ্ছিল না। মির্জাপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল ডুবুরী দলকে খবর দেওয়া হলে সকাল আটটার দিকে উদ্ধার তৎপরতা চালায়। রাত পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।
এ দিকে খবর পেয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, টাঙ্গাইলের আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মো. ইব্রাহীম খলিল, সহকারী কমান্ডেন্ট মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মির্জাপুর অফিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আনসার সদস্যদের লাশ উদ্ধার হয়নি।
এ ব্যাপারে উপজেরা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও মির্জাপুর থানার াফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, নদীতে পারাপারের সময় খেয়া নৌকা থেকে পরে নিখোঁজ আনসার সদস্য সাইফুল ইসলাম ভুটকুর লাশ উদ্ধারের জন্য প্রশাসন থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মির্জাপুরে ৩৫ বোতল মদসহ মাদক কারবারী ইলিয়াজ গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল
৩৫ পিচ বিদেশী মদের বোতলসহ মাদক কারবারী ইলিয়াজ সিকদার (৩০) ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তার পিতার নাম মৃত আব্বাছ সিকদার। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামে। আজ রবিবার (২২ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাস স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিনের) এসআই মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইলিয়াজ সিকদার আন্তজেলা মাদক কারবারী। গোপন সংবাদ পান যে, শারদয়ি দুর্গাপূজা উপলক্ষে ইলিয়াজ কৌশলী বিদেশী মদের বোতল বিক্রির জন্য মির্জাপুরে নিয়ে আসে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং ডিবি দক্ষিণের ওসি মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় একদল চৌকস ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩৫ পিচ বিদেশী মদের বোতলসহ ইলিয়াজকে গ্রেফতার করা হয়। ৩৫ বোতল মদের মুল্য প্রায় দুই লাখ ৬৫ হাজার টাকা। এ ব্যাপারে মির্জাপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মির্জাপুরে পৌর জাতীয় পার্টির সভাপতি শাহেদ, সম্পাদক আশরাফ নির্বাচিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার জাতীয় পার্টির সভাপতি খন্দকার শাহেদ আনোয়ার এবং সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন আহম্মেদ পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে মির্জাপুরে উপজেলা জাতীয় পার্টি, পৌরসভার জাতীয় পার্টি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে খন্দকার শাহেদ আনোয়ারকে সভাপতি এবং মো. আশরাফ উদ্দিন আহম্মেদকে সাধারণ পুনরায় নির্বাচিত করা হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আবু আহমেদ, সদস্য সচিব মো. আবুল কাশেম ও যুগ্ম আহবায়ক মো. ছিবার উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার শাহেদ আনোয়ার ও সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন আহম্মেদ প্রমুখ। খন্দকার শাহেদ আনোয়ার সভাপতি এবং মো. আশরাফ উদ্দিন আহম্মেদ সাধারণ পুনরায় নির্বাচিত হওয়ায় তাদরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

মির্জাপুরে মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডিমক ভবনের ভিত্তিফলক উন্মোচন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলেল মির্জাপুরে মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভিত্তি ফলক উন্মোচন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দিকীর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাত হোসেন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশরী মো. নাজমুল কাদির, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাবুবুল আলম মল্লিক হুরমহল, এমপি ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক প্রমুখ।

মির্জাপুরে ২৪৩ পুঁজা মন্ডপে কঠোর নিরাপত্তায় উৎসবের আমেজ ভক্তদের উপচেপড়া ভিড়

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে এ বছর সর্বোচ্চ ২৪৩ মন্ডপে সারদীয়া দুর্গাপুঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন থেকে প্রতিটি মন্ডপে কঠোর নিরাত্তার বলয় গড়ে তোলা হয়েছে। মহাপঞ্চমীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। ডাক, ঢোল, কাঁসর ঘন্টা এবং ওলু ওলু ধ্বনিতে মুখরিত এখন মন্ডপপাড়া। গভীর রাত পর্যন্ত চলছে মন্ডপে মন্ডপে নৃত্যানুষ্ঠান। প্রতিটি মন্ডপ দেখতে উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। মন্ডপে মন্ডপে যেন উৎসবের আমেজ বইছে। দর্শনার্থদের ভিড় ঠেলতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন। আগামী ২৫ অক্টোম্বর মহাদশমীর মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এ বছর পৌরসভা ও ১৪ ইইউনিয়নে ২৪৩ মন্ডপে পুঁজা হচ্ছে বলে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিকাশ গোষ্মামী জানিয়েছেন। পূজা মন্ডপ পরিদর্শন করছেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড সুচী রানী সাহা, নবাগত ওসি মো. রেজাউল করিম ও জেলা প্রশাসনের কর্মকর্তাগন। খান আহমেদ শুভ ¥েপি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। মির্জাপুর একটি শান্তিপ্রিয় এলাকা। দলমত নির্বিশেষ সকল মানুষ সনাতন ধর্মের লোজকনদের সার্বিক সহযোগিতা করে থাকেন।
আজ শনিববার (২১ অক্টোবর) উপজেলার বিভিন্ন মন্ডপে মন্ডপে ঘুরে দেখা গেছে, মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরী এবং প্রতিমায় রং তুলির আচরে দূর্গাকে নানা সাজে ফুটিয়ে তোলা হয়েছে। দানবীর রনদা প্রসাদ সাহার ২০০শ বছরের ঐতিহ্য দৃষ্টি নন্দন পুজা মন্ডপ দেখতে মন্ত্রী-এমপি, বিদেশী কুটনৈতিকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন কুমুদিনী কমপ্লেক্্র ও দানবীর রনদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি মির্জাপুরে পরিদর্শন করছেন। প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। কুমুদিনী কমপ্লেক্্ের এবং আরপি সাহার গ্রামের বাড়ি মির্জাপুর সাহাপাড়া মন্ডপ সাজ সজ্জা করা হয়েছে। কুমুদিনী পরিবারের কর্নধার রাজিব প্রসাদ সাহা জানিয়েছেন, দানবীর আরপি সাহার ঐহিত্যকে ধরে রাখতে তাদরে নানা আয়োজন করতে হচ্ছে। মন্ডপে প্রতি দিন সন্ধায় আয়োজন করা হচ্ছে ভারতেশ^রী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী এবং মির্জাপুর গ্রামের বিভিন্ন ক্লাবের শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত চলছে এসব অনুষ্ঠান।
এ ব্যাপারে উপজেলা উদযাপন পরিষদের মভাপতি বিকাশ গোষ্মামী ও সাধারন সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী সংকর বলেন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরকারী নির্দেশনায় প্রতিটি মন্ডপে স্বাস্থ্য বিধি মেনে পুজা উদযাপন হচ্ছে। এ বছর বাংলাদেশের সব জেলা ও উপজেলার মধ্যে মির্জাপুর উপজেলায় সবচেয়ে বেশী ২৪৩ মন্ডপে দূর্গাপুঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন থেকে প্রতিটি মন্ডপে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুচী রানী সাহা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম এবং পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল এলাকার প্রতিটি মন্ডপের জন্য সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করে যাচ্ছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, প্রতিটি মন্ডপে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে পুজা উদযাপনের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন কাজ করে যাচ্ছেন। টাঙ্গাইল জেরা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের দিক নির্দেশনায় সকলের সহযোগিতায় সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে শারদীয় দূর্গাপুজা শেষ হবে বলে তিনি আশা করছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে মির্জাপুরে সর্বাধিক ২৪৩ মন্ডপে দুর্গা পুঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পুঁজা মন্ডপে সুষ্ঠু ভাবে পুঁজা উদযাপনের জন্য প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার মোতায়েন রয়েছে। এ ছাড়া মোবাইল টিম সর্বদা টহলে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

মির্জাপুর থানার ওসি মাসুদ বদলী, নতুন অফিসার ইনচার্জ রেজাউলের যোগদান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমকে বদলী করা হয়েছে। নতু অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল করিম। আজ শুক্রবার (২০ অক্টোবর) রাতে বিদায়ী শেখ আবু সালেহ মাসুদ করিমের নিকট থেকে দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ভার গ্রহন করেছেন মো. রেজাউল করিম। নতুন অফিসার ইনচার্জ রেজাউল করিম পুলিশ বাহিনীর সকল সদস্যদের সঙ্গে নিয়ে ও মির্জাপুরবাসির সার্বিক সহযোগিতায় মির্জাপুর থানাকে ঢেলে সাজাবেন বলে জানিয়েছেন।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, বিদায়ী ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ২০২২ সালে মির্জাপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে ছিলেন। এক বছর ৫ মাস তিনি মির্জাপুর থানায় সকলেল সঙ্গে মিলেমিশে ও সমন্ময় করে সুনামের সঙ্গেই দায়িত্ব পালন করেছেন। সরকারী বিধি এবং পুলিশ বাহিনীর নিয়মিত বদলীর অংশ হিসেবেই শেখ আবু সালেহ মাসুদ করিমের বদলী হয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। অল্প দিনের মধ্যে তিনি নতুন কর্মস্থালে যোগদান করবেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
অপর দিকে মির্জাপুর থানায় ওসি হিসেবে নতুন কর্মস্থলে যোগ দেওয়া অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম জগন্মাথ বিশ^বিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগ থেকে ¯œাতকোত্তর ডিগ্রি শেষ করে ১৯৮৮ সালে দেশ সেবার ব্রত নিয়ে উপপরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। উপপরিদর্শক এবং ওসি হিসেবে ডিএমপি, মানিকগঞ্জের দৌলতপুর থানা, টাঙ্গাইলের সখীপুর থানা এবং টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
এ ব্যাপারে ওসি মো. নেজাউল করিম বলেন,পুলিশ জনতা, জনতাই পুলিশ এই সেবার ব্রত নিয়ে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। নতুন ওসি হিসেবে মির্জাপুর উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, পৌরসভার মেয়র-কাউন্সলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশিল সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাসহ সাধারন জনগনের সঙ্গে সমন্ময় করে মির্জাপুরের উন্নয়নে কাজ করতে চাই। চাই সকলের সার্বিক সহেযাগিতা।
এ ব্যাপারে টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং এবং সিনিয়র সহকারী পুলিশ, সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এএসএম আবু মনসুর মুসা সাংবাদিকদের বলেন, নিয়মিত বদলীর অংশ হিসেবে মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের বদলী হয়েছে। তিনি একজন দক্ষ ও সৎ অফিসার। নতুন ওসি হেসেবে মো. রেজাউল করিম মির্জাপুর থানায় যোগদান করেছেন। তিনিও একজন দক্ষ ও নিষ্ঠাবান ভাল অফিসার।

মির্জাপুরে এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরে মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিরেন খান আহমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, আমিনুর রহমান আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুর ইসলাম খান, সহকারি প্রধান শিক্ষক বাবু প্রফুল্ল কুমার সরকার প্রমুখ।

মির্জাপুরে বখাটের ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত, খুনির ফাঁসির দাবীতে এলাকায় বিক্ষোভ

মীর আনোয়ার হোসেন টুটুল
ছোট বোনের ডিভোর্সের টাকা নিয়ে বন্ধুর সঙ্গে দ্বন্ধের জেরে বখাটে বন্ধুর ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছে। বখাটে খুনি তফি (২২) কে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষুব্দ এলাকাবাসি এবং সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ চালকরা আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিক্ষোভ মিছিল করে সমাবেশ করেছে। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। গতকাল বুধবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুই নং জামুর্কি ইউনিয়নের পাকুল্যা এলাকায় এ খুনের ঘটনা ঘটেছে।
জানা গেছে বখাটে বন্ধু তফির হাতে খুনের শিকার আল আমিন মিয়া (২৮)। তার পিতার নাম বাদশা মিয়া, গ্রামের বাড়ি জামুর্কি ইউনিয়নের গুনটিয়া বাকালিপাড়া। পাকুল্যা সিএনজি শ্যমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম পিয়ারা এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া জানায়, আল আমিনের ছোট বোন মীমের গাজীপুর জেলার কালিয়াকৈর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার বোনের সঙ্গে স্বামীর বনিবনা ছিল না। এ নিয়ে স্থানীয় মাতাব্বরদের সহায়তায় একাধিকবার বিচার শালিস হয়েছে। বিচারে আল আমিনের বন্ধু নাইম ও তফিও ছিল। বখাটে তফি গোপনে ও পরিকল্পিত ভাবে আল আমিনের বোন মীমের স্বামী ও তার পরিবারের নিকট থেকে দুই লাখ টাকা নেয় ছাড়াছাড়ি করার জন্য। টাকা নিয়ে মীমের সংসার ছাড়াছাড়িও হয়। টাকার কথা মীমের পরিবারকে গোপন রাখে আল আমিনের বন্ধু তফি।
এদিকে মীমেরর পুর্বের স্বামী গত মঙ্গলবার পাকুর‌্যা এসে দেখতে পায় মীমের ভাই আল আমিন সিএনজি চালাচ্ছে। তখন মীমের স্বামী আল আমিনকে বলে আপনারা আমার নিকট থেকে দুই লাখ টাকা নিয়েছেন এখন সিএনজি চালান কেন। টাকার কথা আল আমিন তার বন্ধু তফিকে জানালে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্তা ও ঝগড়া হয়। ঘটনার প্রতিশোধ নিতে বখাটে তফি গতকাল বুধবার রাত আটটার দিকে প্যান্টের পকেটে লুকিয়ে ধারালো চাকু ও ছুরি নিয়ে পাকুল্যা বাস স্টেশনে আসে। রাস্তায় আল আমিনকে দেখে ধারালো চাকু ও ছুড়ি দিয়ে পেটে আঘাত করে। তাকে বাঁচানোর জন্য আল আমিনের বন্ধু নাইম এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তফি। স্থানীয় লোকজন ঘটনা দেখে আল আমিন ও নাইমকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে রাতে আল আমিন মারা যায়। নাইমের অ¯বস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহত আল আমিনের অসহায় পিতা বাদশা মিয়া এবং বোন মীম আক্তার অভিযোগ করেন, বখাটে তফি মিথ্যার আশ্রয় নিয়ে তার পুর্বের স্বামী ও পরিবার থেকে দুই লাখ টাকা নিয়েছে যা তারা অবগত নয়। ঘটনা জানাজানি হলে বখাটে তফি ক্ষিপ্ত হয়ে আল আমিনকে পরিকল্পিত বাবে হত্যা করেচে। তারা বখাটে তফিকে গ্রেফতার এবং ফাঁসির দাবী জানিয়েছেন।
আল আমিনের হত্যাকারী বখাটে তফিকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবীতে দুপুরে পাকুল্যা সিএনজি শ্রমিক ইউনিয়ন এবং এরাকাবাসি বিক্ষুব মিছিল করে প্রতিবাদ সমাবেশ করেছে। বক্তব্য রাখেন নুরুল ইসলাম পিয়ারা, জাহাঙ্গীর মিয়া, শুকুর আলী, সংগিত মিয়া, রাশেদ ও জুয়েল। প্রতিবাদ সামাবেশে খুনি তফিকে গ্রেফতার এবং ফাঁসির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আল আমিন হত্যার জন্য তার বাবা বাদশা মিয়া বাদী হয়ে তফি ও তার সহযোগিদের আসামী মামলা তদায়ের করেছেন। ঘটনার পর থেকেই সে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে আল আমিনের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মির্জাপুরে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও জাতীয় দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে। আজ বুধবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড সুচী রানী সাহা, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান আজাহারুল ইসলাম, ওসি শেখ আবু সালে মাসুদ করিম, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা স্বাস্ত্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসরামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেরার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর আনন্দে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।

মির্জাপুরে কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আরপি সাহার দৌহিত্রী রঞ্জু হাসিম মারা গেছেন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েল ফেয়ার অব বেঙ্গল (বিডি) লি. এর প্রতিষ্ঠাতা শহীদ দানবীর রণদা প্রসাদা সাহা (আরপি সাহার) দৌহিত্রী সাবেক সচিব ও সাবেক কুটনীতিক আনোয়ার হাসিমের স্ত্রী রঞ্জু হাসিম মারা গেছেন। (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮০ বছর। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার নিজ বাস ভবনে তিনি মারা যান। তার মৃত্যুতে কুমুদিনী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কুমুদিনী পরিবারের অন্যতম সদস্য ও ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা জানান, রঞ্জু হাসিম ১৯৪৩ সালের ১৭ অক্টোবর জন্ম গ্রহণ করেন। তার স্বামী আনোয়ার হাসিম ছিলেন সাবেক সচিব এবং রাষ্ট্রদূত। রঞ্জু হাসিম শিক্ষা জীবন কাটান ভারতের কালিং পং এবং ঢাকার হলিক্রস কলেজে। তিনি ১৯৬৫ সালে ¯œাতক ডিগ্রি ১৯৬৬ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইংরেজী বিভাগ থেকে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইংরেজী ভাষা ও ইংরেজী সাহিত্য চর্চাসহ জাতিসংঘ ও কমনওয়েলথ এর বিভিন্ন সেবাধর্মী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে তার স্বামী আনোয়ার হাসিমকে সার্বিক সহযোগিতা করেছেন। ১৯১৭ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কুমুদিনরী পরিবারের সঙ্গে একনিষ্টভাবে যুক্ত হয়ে শহীদ দাণবীর রণদা প্রসাদ সাহাকে সহযোগিতা করেন। গুণী এই ব্যক্তির মৃত্যুতে কুমুদিনী পরিবার শোকাহত ও মর্মাহত।
এদিকে রঞ্জু হাসিমের কফিন আজ মঙ্গলবার রাতে কুমুদিনী কমপ্লেক্্ের এলে কুমুদিনী পরিবারের সকল সদস্যগন তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর রাতেই মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি কেন্দ্রীয় কবরস্থানে তার মায়ের পাশে তাকে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়েছে।
অপর দিকে রণদা প্রসাদ সাহার দৌহিত্রীর রঞ্জু হাসিমের মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক গণপরিষদ সদস্য প্রবীন নেতা ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, কুমুদিনী ওয়েল ট্রাষ্ট অব বেঙ্গল (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজিব প্রসাদ সাহা, শিক্ষা পরিচালক ও সাবেক প্রিন্সিপাল একুশে পদকপ্রাপ্ত মিস প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা এবং সম্পা সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।