মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কুরনী গ্রামে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র ক্ষুব্দ হয়ে এক পক্ষ প্রতিপক্ষের হোটেলে (ব্যবসা প্রতিষ্ঠানে) হামলা ও ভাংচুর চালিয়ে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা লাটিসোঠা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্্র দিয়ে কুপিয়ে হোটেলের কর্মচারী হুমাইকে (৩০) হত্যার চেষ্টা করেছে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মার্চ) কুরনী গ্রামে ইফতারের পর মসজিদে নামাজ আদায় শেষে এ ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১৬ মার্চ) মির্জাপুর থানায় লিখিত অভিযোগ ও মামলার বাদী মোবারক হোসেন জানান, মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় ইচাইল গ্রামের বাবুল, শিশির, সাইম, রাসেল, শিপলু ও শান্তসহ ৬-৭ জন যুবক হোটেলে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও কয়েক লাখ টাকা লুটপাট করে। এ সম হোটেলের কর্মচারী হুমাই (৩০) বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে লাঠিসোঠা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এলে হামলাকারীরা হোটেলে লুটপালের পর নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হোটেলের কর্মচারী হুমাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে হোটেলের মালিক মোবারক হোসেন উল্লেখিত আসামীদের নামে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ায় সন্ত্রাসীদের চাপে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মোবারক হোসেন ও আহত হুমাইয়ার পরিবার অভিযোগ করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. নবী হোসেন বলেন, ঘটনার পর মোবারক হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুরে হোটেলে হামলা ও লুটপাটের অভিযোগ একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা
মির্জাপুরে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ^াসের মৃত্যুতে শোকসভা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের মির্জাপুর প্রতিনিধি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস (৭৩) এর মৃত্যুতে শোকসভা হয়েছে। আজ শনিবার (১৬ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে শোক সভায় প্রধান অতিথি ছিলেন পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ বাবর প্রমুখ। শোক সভায় বক্তাগন বলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় অন্যতম বীর সেনানী। যুদ্ধ করেছেন ১১ নং সেক্টরে। তিনি মির্জাপুর ডিগি কলেজ (বর্তমান নাম শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি আওয়ামীলীগের প্রবীণ নেতা, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার। শিক্ষকতার পাশাপাশি গ্রামীণ সাংবাদিকতাকে জাগ্রত করেছিলেন তার খোরধার লেখনির মাধ্যমে। দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর এবং সর্বশেষ তিনি দৈনিক সমকালের মির্জাপুর প্রতিনিধি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত হয়ে এলাকার শিক্ষা, যোগাযোগ, সামাজিক উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার হাতেই মির্জাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আজ এই অবস্থান। গ্রামীণ সাংবাদিকতায় ও মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বসুন্ধরা গ্রুপ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন গুনী এই সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াসকে। গত ৫ মার্চ দিবাগত রাতে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে অসুস্থ্য মৃত্যুবরণ করেন। সকলের প্রিয় আস্থাভাজন গুনী ও প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে মির্জাপুরে কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে শোকাহত।
নেপালের ক্যান্টিডিরেক্টর ও ডাব্লিউএইচএর আবাসিক প্রতিনিধির কুমুদিনী হাসপাতাল পরিদর্শন
মীর আনোয়ার হোসেন টুটুল,
বাংলাদেশে নিযুক্ত নেপালের ক্যান্টিডিরেক্টর ও ডাব্লিউএইচএর আবাসিক প্রতিনিধি ড. বারডান জং রানা আজ শনিবার (১৬ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেছেন। ড. বারডান জং রানা এবং প্রতিনিধি দলের সদস্যগন সকালে কুমুদিনী কমপ্লেক্্ের এসে পৌঁছালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ কুমুদিনী পরিবারের সদস্যগন তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
লাইব্রেরী মিলনায়তনে বিশ্রামের পর প্রতিনিধি দলের সদস্যগন কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল করেজ, ভারতেশ^রী হোমসসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ্রটাস্ট অব বেঙ্গল বিডি লি. এর পরিচালক সম্পা সাহা, পরিচালক মহাবীর পতি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিাপল প্রফেসর এম এ হালিক, কুমুদিনী নার্সিং করেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত নেপালের ক্যান্টিডিরেক্টর ও ডাব্লিউএইচএর আবাসিক প্রতিনিধি ড. বারডান জং রানা ও প্রতিনিধি দলের সদস্যগন কুমুদিনী কল্যাণ সংস্থার নিয়ম-শৃঙ্খলা, শিক্ষা ও চিকিৎসা সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন।
মির্জাপুরে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা ও উজ্জীবত করতে ৪৫ বছর পর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উন্নয়ন হচ্ছে
মীর আনোয়ার হোসেন টুটুল
ক্রীড়াঙ্গনকে চাঙ্গা, উজ্জীবিত ও ঢেলে সাজাতে ৪৫ বছর পর টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাটি ভরাটসহ দৃষ্টি নন্দন এবং উন্নয়ন করা হচ্ছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের। পাট ও বস্্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির নিজস্ব অর্থায়নে শেখ রাসেল মিনি স্টেঢিযামের উন্নয়ন হওয়ায় খুঁশি এলাকাবাসি। আজ বৃহস্পতিবার উপজেলা সদরের বাইমহাটি এলাকায় গিয়ে দেখা গেছে দ্রুত গতিতে উন্নয়ন কাজ হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, রাজধানী ঢাকার সন্নিকটে মির্জাপুর উপজেলার অবস্থান। শিক্ষা, স্বাস্থ্য, শিল্পাঞ্চল ও যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে উন্নত হলেও মান সম্মত একটি ভাল খেলার মাঠের অভাবে খেলাধুলার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে এই উপজেলা। ফলে যুব ও তরুণ সমাজ এবং নতুন প্রজন্ম খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এ যেন বাতির নিচেই অন্ধকার। ১৯৭৯ সালে মহামান্য রাষ্ট্রপতির প্রতিশ্রুতি প্রকল্প ঢাকা বিভাগীয় উন্নয়ন বোর্ডের অর্থে নির্মানাধীন তৎকালিন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. রেজাউল ইসলাম মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি মৌজায় বিশাল এলাকা নিয়ে একটি ক্রীড়া সংস্থার ভবন এবং খেলার মাঠের ভিত্তিপ্রস্তর করেন। দীর্ঘ ৪৫ বছর পার হলেও খেলার মাঠের উন্নয়ন হয়নি। একটু বৃষ্টি হলেই মাঠে কোমর পানি জমে। বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা থাকায় বিভিন্ন খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে তরুণ সমাজ। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থা ভবনটির খুবই জরাজীর্ন ও করুন অবস্থা। রক্ষনাবেক্ষণ ও সংস্কারের অভাবে এটি এখন পরিত্যাক্ত। ভবনটি যে কোন সময় ভেঙ্গে পরে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
এদিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ২০১৬ সালে সারা দেশে একটি করে শেখ রাসেল রাসেল মিনি স্টেডিয়াম তৈরী করার উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি মৌজায় উপজেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন খেলার মাঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ঘোষনা দিয়ে একটি ছোট্র ভবন নির্মান করেন। খেলার মাঠের কোন উন্নয়ন বা মাটি ভরাট করা হয়নি। স্টেডিয়ামটি শহর ও রাস্তা থেকে নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে খেলাধুলা।
এদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক ও স্বেচ্ছাসেবকলীগের নেতা মারুফ হাসান জানান, দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হয়েই খান আহমেদ শুভ এমপি শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে উন্নয়ন ও ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন। এমপির নিজস্ব অর্থায়ানে বিপুল অংকের টাকা ব্যয়ে মাঠের মাটি ভরাটের কাজ দ্রুত এগিয়ে চলছে। এটিকে খেলাধুলার উপযোগি এবং দৃষ্টি নন্দন করা হবে বলে তারা জানিয়েছেন। এমপির এই উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন তরুণ প্রজন্মসহ মির্জাপুরবাসি।
এ ব্যাপারে উপজেলা ক্রীড়া সংস্তার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, স্মাট মির্জাপুর গড়ে তুলতে আমাদের স্মাট এমপি মহোদয় খেলাধুলাকে অগ্রাধিকার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় তার নিজস্ব অর্থায়নে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উন্নত করছেন।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, তরুণ সমাজকে এগিয়ে নিতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ সমাজ যাতে বিপথগামী হতে না পারে সে জন্য প্রয়োজন ভাল একটি খেলার মাঠ। আমি চেষ্টা করে যাচ্ছি মির্জাপুরকে ঢেলে সাজাতে। প্রথমেই শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে উন্নয়ন করা। আশা করছি অল্প দিনের মধ্যেই পুরো কাজ করা সম্ভব হবে।
মির্জাপুরে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মনসুর আলীর ইন্তেকাল
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (বিএসসি) ও হোস্টেল সুপার আলহাজ¦ মো. মনসুর আলী (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে তিন নং ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। বার্ধক্যজনিত কারনে দীর্ঘ দিন ধরে তিনি বেশ অসুস্থ্য ছিলেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার (১৩ মার্চ) বেলা এগাটায় মুশুরিয়াঘোনা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে গুণী এই শিক্ষকের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন, পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহেমদ শুভ এমপি, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোবারক হোসেন সিদ্দিকী, প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বানাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, জামুর্কি ইউনিয়নের চেয়ারম্যান ডি এ মতিন প্রমুখ।
মির্জাপুরে জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ প্রস্তুতিমুলক সভার আয়োজন করে। প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোমেন মনি প্রমুখ। প্রস্তুতিমুলক সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
মির্জাপুরে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে জিম্মি করে অর্ধলাখ টাকা ছিনতাই
মীর আনোয়ার হোসেন টুটুল
পুলিশ পরিচয়ে গোপাল রাজবংশী (৫৩) নামে এক ব্যবসায়ীকে জিম্মি করে অর্ধলাখ টাকা ছিনতাই হয়েছে। গোপাল রাজবংশীর পিতার নাম নারায়ন রাজবংশী। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ারকুমারজানি গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যগন কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেনি। এর আগেও এই মহাসড়কে র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের জিম্মি করে কয়েকটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১২ মার্চ) ব্যবসায়ী গোপাল রাজবংশী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পেশায় তিনি মাছ ব্যবসায়ী। অভারের সংসারে বিভিন্ন এনজিও থেকে ঋৃণ এবং লোকজনের নিকট থেকে ধার দেনা করে টাঙ্গাইল ও পাকুল্যা বাজারসহ বিভিন্ন পাইকারী আড়ৎ থেকে মাছ এনে মির্জাপুর উপজেলা সদরের হাট বাজারে বিক্রি করেন। গতকাল সোমবার (১১ মার্চ) ভোর সারে পাঁচটার দিকে ব্যাটারি চালিত অটো ভ্যান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে পাকুল্যা বাজারে যাচ্ছিলেন। ভ্যানটি মির্জাপুর বাস স্টেশনের পশ্চিম পাশে পুষ্টকামুরী চরপাড়া মোড়ে এলে মোটর সাইকেল যোগে পুলিশের পোষাক পরিহিত তিন পুলিশ সদস্য গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদসহ দেহ তল্লাসি করে। চক্রটি নানা ভাবে ভয়ভিতি দেখিয়ে তার নিকট থেকে প্রায় ৫৭ হাজার টাকা ছিনিয়ে চম্পট দেয়। এ ব্যাপারে তিনি মির্জাপুর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়ায় এক মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। ঐ ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা ও অপরাধীদের গ্রেফতার করা হবে।
মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার (৯ মার্চ) উপজেলার মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো. এমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. সুলতান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, যুগ্ম সম্পাদক মো. সিরাজ মিয়া ও সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির প্রমুখ।
মির্জাপুরে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মীর আনোয়ার হোসেন টুটুল,
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ-এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও নারী জয়িতাদের পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে আজ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাকেন, উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মো. আাজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সঞ্চয় কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন জাহান এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ নারী জয়িতার হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
মির্জাপুরে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ^াসকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
মীর আনোয়ার হোসেন টুটুল
গ্রামীণ সাংবাদিকতার প্রথিতযশা চারণ সাংবাদিক টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস (৭৩) পরলোকগমন করেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে অসুস্থ্য জনিত কারনে তিনি মারা যান। সকলের প্রিয় আস্থাভাজন গুনী ও প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে মির্জাপুরে কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার (৬ মার্চ) বেলা এগারটায় উপজেলা পরিষদ চত্তরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মির্জাপুর পৌরসভার বাওয়ারকুমারজানি তার নিজ গ্রামে সমাহিত করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শাকিলা বিনতে মতিন, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগনসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় অন্যতম বীর সেনানী। যুদ্ধ করেছেন ১১ নং সেক্টরে। তিনি মির্জাপুর ডিগি কলেজ বর্তমান নাম শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি আওয়ামীলীগের প্রবীণ নেতা, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত হয়ে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা, যোগাযোগ, সামাজিক উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার হাতেই মির্জাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আজ এই অবস্থান। গ্রামীণ সাংবাদিকতায় ও মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বসুন্ধরা গ্রুড মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন গুনী এই সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াসকে। গ্রামীণ সাংমৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত জননেতা মো. ফজলুর রহমান খান ফারুক, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর শিক্ষা উপদেষ্টা ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।