বাংলা নিউজ
Thursday, March 20, 2025
Home Blog Page 28

বাস চাপায় প্রাণ গেল বিসিএসের শিক্ষা ক্যাডার রুবেলের মির্জাপুরে শোকের মাতম

মীর আনোয়ার হোসেন টুটুল
দুই বাসের রেশারেশিতে রাস্তার পাশেই প্রাণ হারিয়েছে রুবেল পারভেজ (৩০)। তিনি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪০ তম ব্যাচের অত্যান্ত মেধাবী ছাত্র ছিলেন। সম্প্রতি ৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন। তিনি একটি বেসরকারী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন। তার স্বপ্ন ছিল বিসিএসের মত শিক্ষা ক্যাডারে চাকুরী করার। স্বপ্ন পুরনও হয়েছিল। কিন্ত বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করার পুর্বেই তার জীবন প্রদীপ নিভে গেল। ঘাতক দুই বাস কেড়ে নিল তার প্রাণ। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা-মানিকগঞ্জ রোডের ধামরাই বাস স্টেশন এলাকায় কর্মস্থলে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন রুবেল। এ সময় ঢাকাগামী সেলফি পরিবহন নামে দুই বাসের রেশারেশিতে নিহত হয়েছেন রুবেল। রুবেলের মৃত্যুর খবর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের বন্দ্য কাওয়ালজানী গ্রামে ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকা তার মৃত্যুতে শোকে স্তব্দ।
বন্দ্য কাওয়ালজানী খাদেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, রুবেল পারভেজ ছিল এই বিদ্যালয়ের মেধাবী ছাত্র। তার পিতার নাম মোকছেদ আলী মিয়া। রুবেল পারভেজ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪০ তম ব্যাচের মেধাবী ছাত্র। পাশাপাশি একটি বেসরকারী ব্যাংকে সিনিয়র অফিসার ছিল। সম্প্রতি ৪১ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়। গত রবিবার তার গ্রামের বাড়িতে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যরা (পুলিশ) এসে তার যাবতীয় তথ্য নিয়ে (পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে) গেছেন। দুই এক দিনের মধ্যেই তার কর্মস্থলে যোগদান করার কথা ছিল।
বন্দ্য কাওয়ালজানি গ্রামে বিকেলে খোঁজ নিয়ে দেখা গেছে, রুবেল পারভেজের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে দেড় বছরের সন্তান কুলে নিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন স্ত্রী। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে অসহায় বাবা-মা। তাদের বুক ফাঁটা আর্তনাতে চার পাশের বাতাস ভারি হয়ে আসছিল। তাদের শান্তনা দেওয়ার মত ভাষা যেন কারও ছিল না। আনিী প্রক্রিয়া শেষে গ্রামরে বাড়িতে তার রাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা বলেন, রুবেল পারভেজ ছিল আমার এলাকার সন্তান। তার মত একজন মেধাবী ছাত্র ও বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ক্যাডারের অকাল মত্যৃতে আমরা গভীর ভাবে শোকাহত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এ ব্যাপারে ঢাকা-মানিকগঞ্জ-সাভার রোডের সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আব্দুল খালেক সাংবাদিকদের জানিয়েছেন, দুই বাসের রেশারেশিতে রাস্তার পাশে দাড়িয়ে থাকা রুবেল পারভেজ বাসের চাপায় পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুই যাত্রী মারা গেছেন। বাস আটক হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মির্জাপুরে ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ নিয়ে এক সন্তানের জনক নিরুপম রাহার আত্নহত্যা

মীর আনোয়ারর হোসেন টুটুল
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওয়ানা দারদের চাপে এক সন্তানের জনক নিরুপম রাহা (২৫) ঢাকা-রাজশাহী-সিরাজগঞ্জ ট্রেন রোডের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে তার বাড়ি। পিতার নাম নিমাই রাহা। আজ মঙ্গলবার মির্জাপুর ট্রেন স্টেশনের মাষ্টার মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিরুপম রাহার পরিবার জানায়, নিরুপম রাহা বহুরিয়া এলাকায় ছোট খাট ব্যবসা করতেন। ব্যবসা বড় করার জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসায় ক্ষতি হওয়ায় এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এছাড়া বন্ধু বান্ধবদের ধারের টাকা দিতে পারছিলেন না। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। ঋণের চাপে মানুষিক ভাবে বিপর্যন্ত হয়ে পরেন। ঋণের দায় থেকে মুক্তি পেতে গতকাল সোমবার বাড়ি থেকে বের হয়ে মির্জাপুর ট্রেন স্টেশনের পুর্ব দিকে বাওয়ার কুমারজানি এলাকায় আসেন। গতকাল সোমবার দুপুরে নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকা গামী চিলাহাটী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিরুপম রাহা আত্নহত্যা করে। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তার পরিবার নিরুপম রাহার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। তার স্ত্রী, এক কন্যা সন্তান ও বাবা-মা রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর ট্রেন স্টেশনের মাষ্টার মো. কামরুল ইসলাম বলেন, তারা খবর পাওয়ার আগেই নিহতের পরিবার লাশ বাড়ি নিয়ে গেছে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন নৌকার মনোয়ন পাওয়া বর্তমান এমপি শুভ

মীর আনোয়ারর হোসেন টুটুল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও বঙ্গন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে নৌকার মনোয়ন প্রাপ্ত ও বর্তমান এমপি খান আহমেদ শুভ। আজ সোমবার (৪ ডিসেম্বর) উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও বঙ্গন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ ও খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ।

মির্জাপুরে সাংবাদিক নাজমুলের বাবা আব্দুর রশিদ মিয়ার ইন্তেকাল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. নাজমুল ইসলামের বাবা সমাজ সেবক আলহাজ¦ মো. আব্দুর রশিদ মিয়া (৭০) আজ শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তার গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার এক নং ওয়ার্ডের পুষ্টকামুরী গ্রামে। তিনি মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধক্ষ ছিলেন।
বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ আসর পুষ্টকামুরী চরপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে আলহাজ¦ আব্দুর রশিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খান আহমেদ শুভ এমপি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ¦ মো. শফি উদ্দিন মিঞা, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের মনোয়নপত্র দাখিল

মীর আনোয়ার হোসেন টুটুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোয়ন দাখিলের শেষ দিনে টাঙ্গাইলের ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুরে আসনে উৎসব মুখর পরিবেশে ১০ জন প্রার্থী রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিনের নিকট মনোয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন খান আহমেদ শুভ (নৌকা) বীর মুক্তিযাদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (স্বতন্ত্র), রাফিউর রহমান খান ইউসুফজাই সানি (স্বতন্ত্র), মো. জহিরুল ইসলাম জহির (জাতীয় পার্টি), গোলাম নওজব পাওয়ার চৌধুরী (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), মো. আরমান হোসেন তালুকদার তাপস (গামছা), মো. মোশারফ হোসেন (স্বতন্ত্র), মাহবুবা শাহরীন (স্বতন্ত্র), মো. মঞ্জুর রহমান মজনু (জাসদ) ও শ্রী মতি রুপা রায় চৌধূরী (বাংলাদেশ হিন্দু কল্যাণ পার্টি)।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, সকাল থেকেই প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে মনোয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশশনের দিক নির্দেশনায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে তাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে।

মির্জাপুরে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়মিত ইভটিজিং ইভটিজারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রীদের নিয়মিত ইভটিজিং ও যৌন হয়রানী করায় বখাটে ইভটিজার শাওন (২২)কে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় শাওনের সহযোগি শুভ, সিয়াম, সাদ ও ইমনসহ ৬-৭ জন বখাটে ইভটিজার পালিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন। আজ বুধবার (২৯ নভেম্বর) আজগানা ইউনিয়নের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলার জন্য বখাটে ও ইভটিজারদের দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী এবং এলাকার সচেতন মহল প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছে।
বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলী অভিযোগ করেন, ইভটিজার শাওনের পিতার নাম ফারুক হোসেন। গ্রামের বাড়ি কুড়িপাড়া গ্রামে। শাওন ও তার সহযোগি শুভ, সিয়াম, সাদ ও ইমনসহ ৬-৭ জন বখাটে দল বেঁধে নিয়মিত বিদ্যালয়ের আশপাশে মোটর সাইকেল নিয়ে রেসলিং করে বিভিন্ন এলাকায় থেকে আসা ছাত্রীদের গতিরোধ করে ইভটিজিং ও যোৗন হয়রানী করে আসছে। তাদরে ভয়ে অনেক ছাত্রী পড়াশোনা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। আজ বুধবার এই গ্রুপের সদস্যরা বিদ্যালয়ের সামনে এসে ছাত্রীদের ইভটিজিং শুরু করলে শিক্ষার্থী ও শিক্ষকরা জোট বেঁধে বখাটে ও ইভটিজার শাওনকে ধরে গণপিটুনি দিয়ে উপজেলা সহকারী কমিশানর (ভুমি) মাসুদুর রহমান এবং মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। এ সময় অপর বখাটেরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম নুরু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটে ও ইভটিজার এই গ্রুপের সদস্যরা বিদ্যালয়ের আশপাশে নিয়মিত মোটর সাইকেল রেসরিং করে ছাত্রীদের ইভটিজিং ও যৌনহয়রাণী করে আসছ্ েতাদরে ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। ফলে বিদ্যালয়ের চাত্রী সংখ্যা কমে গেছে। আজ বুধবার জীবন বাজি রেখে একজনকে আটক করে এসিল্যান্ড মহোদয় ও পুলিশকে খবর দেওয়া হয়। অপর সদস্যরা পালিয়ে যায়। তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন বেল জানিয়েছেন। অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশানর (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান বলেন, কুড়িপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ এলাকবাসি ও ছাত্র-ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে এক বখাটে ও ইভটিজারকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। অনেকেই পালিয়ে যায়। থানায় নিয়মিত অভিযোগ হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার (উপপরিদর্শক) মো. শফিউর রহমান বলেন, বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। একজন আটক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মির্জাপুরে স্বতন্ত্র এমপি পদে নির্বাচন করতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন আওয়ামীলীগ নেতা মন্টু

মীর আনোয়ার হোসেন টুটুল,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় স্বতন্ত্র এমপি পদে নির্বাচন করতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। আজ সোমবার (২৭ নভেম্বর) মীর এনায়েত হোসেন মন্টুর পদত্যাগপত্র গ্রহণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে উপজেলা পরিষদ আইন, ১৯৮৮ (উপজেলা পরিষদ সংসোধন আইন ২০১১ এর ১২ (১) ধারা অনুযায়ী পদত্যাগ গৃহিত হইল এবং ২৯ নভেম্বর ২০২৩ তারিখ থেকে পদত্যাগ কার্যকর হইবে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর বাড়ি গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে। তিনি ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের পাঁচ বারের চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান। বর্তমানেও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন এবং স্থানীয় সরকার বিভাগের একজন আইন প্রণেতা ছিলেন। মীর এনায়েত হোসেন মন্টুর ছোট ভাই মীর শরীফ মাহমুদ উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি, ছোট ছেলে মীর মইন হোসেন রাজিব উপজেলা আওয়ামীলীগের সদস্য ও টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সহসম্পাদক এবং তার বড় ভাই মীর দৌলত হোসেন বিদ্যুৎ টাঙ্গাইল জেলা শ্রমিকলীগের সভাপতি ছিলেন।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, আমার পরিবার আওয়ামীলীগ পরিবার। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনা, স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগনের সঙ্গে পরামর্শ করেই আমি স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছি। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগপত্র জমা দিয়েছি। আশা করছি আমি বিপুল ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করে যাবো ।

মির্জাপুরে দ্বিতীয় বারের মত নৌকার টিকেট পেলেন খান আহমেদ শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল
দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দ্বিতীয় বারের মত নৌকার টিকেট পেয়েছেন খান আহমেদ শুভ। গত উপনির্বাচনে তিনি নৌকার টিকেট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। তার পিতা সাবেক গণপরিসধ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসটিজের সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক। আজ রবিবার বিকেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মো. ওবায়দুল কাদের এমপি তার নাম ঘোষনা করেন।
এদিকে খান আহমেদ শুভ এমপিকে দ্বিতীয় বারের মত নৌকার মনোয়ন দেওয়ায় বিকেলে মির্জাপুর, গোড়াই ও পাকুল্যা এলাকায় আনন্দ মিছিল করেচে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মনোয়ন বোর্ডের সকল নেতৃবৃন্দের নিকট আমি চিরকৃতজ্ঞ। আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মির্জাপুরের উন্নয়নে কাজ করতে চাই।

এইচএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৭ জনে ৪৬ জনই গোল্ডেন জিপিএ-৫

মীর আনোয়ার হোসেন টুটুল
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৭ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে অংশ গ্রহন করে ৪৬ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। ৪৬ জন ক্যাডেট গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় এবং সেরা ফলাফল অর্জন করায় ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ দেখা দিয়েছে। আজ রবিবার (২৬ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক ভাবে সন্তোষজনক ফলাফল অর্জন করায় সকলের প্রতি কৃতজ্ঞা ও সার্বিক সহযোগিতা চেয়েছেন কলেজের অধ্যক্ষ রিয়াজ আহমেদ চৌধূরীসহ শিক্ষক মন্ডলী।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) মির্জাপুর ক্যাডেট কলেজের এ্যাডজুট্যান্ট মেজর মো. ইয়া-হিয়াসহ শিক্ষকগন জানান, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬২ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। শিক্ষা গ্রহনের পাশাপাশি দেশ প্রেমের উদ্ধুদ্ব হয়ে ক্যাডেটদের নিয়ম-শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি অনন্য প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজের পরিচালনা পরিষদ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং ক্যাডেটদের অক্লান্ত শ্রমের ফলেই প্রতি বছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে মির্জাপুর ক্যাডেট কলেজ সারা দেশের শিক্ষা প্রতিষ্টানগুলোরে মধ্যে মেধা তালিকায় স্থান দখল করে আসছে। এ বছরও এইচএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষ জনক হয়েছে।
এ ব্যাপারে ক্যাডেট কলেজের অধ্যক্ষ রিয়াজ আহমেদ চৌধরী বলেন, জ্ঞানই শিক্ত, বিদ্যাই বল এই শ্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। সকলের সার্বিক সহযোগিতা ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম যেন দেশে ও বিদেশে ছড়িয়ে পরে সে জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মির্জাপুরে এইচএসসি পরীক্ষায় ভারতেশ^রী হোমসসহ চার শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ, জিপিএ-৫ পেয়েছেন ১১৬ জন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমসসহ চার শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। শতভাগ পাশ অপর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, বানিয়ারা বাবুল উলুম আলিম মাদ্রাসা এবং মির্জাপুর ক্যাডেট। জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন এবং গড় পাশের হার ৮০ দশমিক ৫। এদিকে নারী শিক্ষা ও নারী জাগরনের অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ^রী হোমসের শিক্ষার্থীরা শতভাগ পাশ করায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কুমুদিনী কমপ্লেক্্র উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
আজ রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, চলতি বছর কলেজ, মাদ্রাসা ও কারিগরি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩ হাজার ১৯৯ জন শিক্ষার্থী। পাশ করেছে ২ হাজার ১৯৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন এবং গড় পাশের হাড় ৮০ দশমিক ৫। শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ থেকে ১১০৪ জনে পাশ করেছে ৭৮৫ জন, মির্জাপুর মহিলা কলেজ থেকে ২১৭ জনে পাশ করেছে ১৩৮ জন, রাজাবাড়ি কলেজ থেকে ৩০৪ জনে পাশ করেছে ২৭১ জন, খলিলুর রহমান কলেজ থেকে ৪৫২ জনে পাশ করেছে ২৭৪ জন, ড. আয়শা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ থেকে ৮৭ জনে পাশ করেছে ৬২ জন, নতুন কহেলা কলেজ থেকে ৩২৬ জনে পাশ করেছে ২৩২ জন, বংশাই স্কুল এন্ড কলেজ থেকে ১৬৬ জনে পাশ করেছে ৭২ জন, ভারতেশ^রী হোমস থেকে ৫৭ জনে পাশ করেছে ৫৭ জন, ছাকদার আলী কলেজ থেকে ৭৯ জনে পাশ করেছে ২৭ জন, ভাওড়া স্কুল এন্ড কলেজ থেকে ৩৭ জনে পাশ করেছে ২০ জন, আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ থেকে ৮১ জনে পাশ করেছে ৮১ জন, নতুন কহেলা কলেজ (কারিগরি শাখা) থেকে ৯৯ জনে পাশ করেছে ৯৮ জন, গ্রাম বাংলা বিজনেজ ম্যানেজমেন্ট এন্ড টেকক্যিাল কলেজ থেকে ১২২ জনে পাশ করেছে ১১৫ এবং বানিয়ারা বাবুল উলুম আলিম মাদ্রাসা থেকে ২১ জনে পাশ করেছে ২১ জন।
এ ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে শেষ হওয়া এইচএসসি পরীক্ষায় মির্জাপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশসহ পরীক্ষার ফলাফল সন্তোষ জনক হয়েছে। আগামীতে ফলাফল যাতে আরও ভাল হয় সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।