মীর আনোয়ার হোসেন টুটুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন তুলে ধরে ভোটারদের দ্ধারে দ্ধারে ঘুরে নৌকায় ভোট চাইছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ এমপি। অলি-গলি, পাড়া মহল্লা ও রাস্তা ঘাটে তার ব্যানার পোস্টারে চেয়ে গেছে। প্রচার-প্রচারনা ও গণসংযোগে জমজমাট এখন নির্বাচনী এলাকা। আজ রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনী এলাকা ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। ২০২২ সালে উপনির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। গত দেড় বছরের ব্যবধানে তিনি মির্জাপুর উপজেলায় সুষম উন্নয়ন করে সাধারণ জনগনের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন।
আওয়ামীলীগে মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত জননেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের পুত্র। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক। উপনির্বাচনে এমপি নির্বাচিত হলেও তিনি দলকে ঠিকমত গোছাতে পারেননি। ফলে দ্বাদশ সংসদ নির্বাচনে অধিকাংশ নেতাকর্মী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তার পরও প্রচার-প্রচারনা ও গণসংযোগে শক্ত অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীর চেয়ে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলঝে তার গণসংযোগ। তার সঙ্গে নির্বাচনে কাজ করছেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান সহিদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, তৌওফিকুর রহমান তালুকদার রাজিব, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মো. মাজাহরুল ইসরাম শিপলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাবু, সাবেক ভিপি মাসুম মিয়া, ছাত্ররীগের সাবেক সভাপতি ও এমপির একান্ত ব্যক্তিগত সচিব মীর আসিফ অনিকসহ যুব ও তরুণ প্রজন্মের নেতাকর্মীরা খান আহমেদ শুভর পক্ষে দিন রাত কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে নৌকা দিয়ে মির্জাপুরের উন্নয়নের জন্য পাঠিয়েছেন। গত দেড় বছরের সময়ে মির্জাপুরে আমি ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাহিকতায় এলাকার জনগন, আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী আমার পক্ষে কাজ করে যাচ্ছেন। আামর বিশ^াস বিপুল ভোটের ব্যবধানে আমি নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হতে পারবো।
সরকারের উন্নয়ন তুলে ধরে দ্ধারে দ্ধারে ভোট চাইছেন নৌকার প্রার্থী খান আমমেদ শুভ
ভোট হবে নিরপেক্ষ শান্তিপুর্ন অনিয়মের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা হবে–টাঙ্গাইলের রিটার্নিং অফিসার কায়ছারুল ইসলাম
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রির্টার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম বলেছেন, প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের ন্যায়, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের লক্ষে সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। কোন পেশি শক্তির কাছে মাথা নত করা যাবে না। ভোটারগন যাতে ভয়ভিতি না পেয়ে প্রতিনিটি ভোট কেন্দ্র গিয়ে তাদের নিজের ভোট নির্ভিগ্নে প্রদান করতে পারেন সে জন্য ভোট গ্রহন কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। কেন্দ্রে ভোট গ্রহনের সময় কোন ধরনের অনিয়ম বা গল্ডগোল হলে তার দায়-দায়িত্ব ভোট গ্রহণ কর্মকর্তাদের নিতে হবে। কেউ পার পাবেন না।
আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৩৬, টাঙ্গাইল-০৭ মির্জাপুরে ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসারদের) প্রশিক্ষণ কর্মশালা এবং রিটার্নিং অফিসারের সঙ্গে মতবিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার )৩০ ডিসেম্বর) মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪০ জন প্রিজাইডিং অফিসার, ৮৭৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৭৫৬ জন পুলিং এজেন্টসহ ২৭৭৩ জন ভোট গ্রহণ কর্মকর্তা দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রির্টার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম।
এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ুর রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুদ্দিন, মির্জাপুর উজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন, মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাইল করিম ও এসিল্যান্ড মাসুদুর রহমান উপস্থিত ছিলেন
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি সভাপতি ফিরোজ মহাসচিব মোনায়েম
মীর আনোয়ার হোসেন টুটুল,
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির (২০২৪-২০২৫) মেয়াদের কার্যকরী নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ব্যবসায়ী মো. ফিরোজ হায়দার খান এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার মোহাম্মদপুরের ব্যবসায়ী মো. মোনায়েম খান। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার নয়াপল্টনে হোটেল ভিক্টোরিয়া মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে বার্ষিক সাধারণ সভায় এ নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে কোষাধক্ষ নির্বাচিত হয়েছেন মো. খালেকুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আসান উল্লাহ।আজ মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির অফিস সচিব কাউসার হোসেন আজাদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
মির্জাপুরে স্বতন্ত্র এমপি প্রার্থী মন্টুর বিরুদ্ধে বক্তব্য দেওয়া সেই ইউপি চেয়ারম্যান মামুনকে শোকজ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে স্বতন্ত্র এমপি প্রার্থী আট বারের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে (ট্রাক মার্কায়) যারা ভোট দিবে তারা হবে রাজাকার, মুনাফিক ও বেইমান বলে হুমকি দিয়ে বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিককে শোকজ করা হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন ইউপি চেয়ারম্যানকে শোকজ করেচেন বলে নির্বাহী অফিসারের কার্যালয়ের সুত্র রাতে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আজ সোমবার দৈ;নিক ইত্তেফাকে মির্জাপুরে এমপির উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে বিষেদগার বিএনপি নেতার শীর্ষক একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকামের পর তদন্তে নামেন নির্বাচন কর্মকর্তাগনগন। ঘটনার সত্যতা পেয়ে সহকারী রিটার্নিং অফিসার ঐ ইউপি চেয়ারম্যানকে শোকজ করেছেন। ইউপি চেয়ারম্যানের তিন মিনিট চার সেকেন্ডের উস্কানিমুলক এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ব্যাপক ভাইরাল হয়েছিল। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বতন্ত্র এমপি প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু গতকাল রবিবার রিটার্নিং অফিসার ও সহকারী বরাবর লিখিত অভিযোগ দিয়ে ছিলেন। গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে বানাইল ইউনিয়নের হাজিবাড়ি নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী এমন বক্তব্য দেন। ধর্মীয় ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে সভাপতি ছিলেন মো. আইয়ুব হোসেন।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির বলেন, মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ওয়ালামা দলের সদস্য সচিব। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জালাও-পোড়াও এবং নাশকতা মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জামিনে এসেছেন। গত শুক্রবার রাতে বানাইল ইউনিয়নের হাজিবাড়ি নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তিনি একজন দুর্নীতিবাজ ও ভাল লোক নন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি ৭০ লাখ টাকার ৪০ টি রাস্তাসহ উন্নয়ন কাজ করেছি। বানাইল ইউনিয়নের রাস্তা উন্নয়নের বরাদ্ধের টাকা, টি আর, কাবিখার টাকা এবং ৫ টি টিউওবওয়েল কেটে নিয়ে অন্যত্র দিয়েছেন। আমাকে জেল খাটিয়েছেন। এমপির উপস্থিতিতে আমি ঘোষনা দিতে চাই স্বতন্ত্র এমপি প্রার্থী মন্টুকে (ট্রাক মার্কায়) যারা বানাইল ইউনিয়ন থেকে ভোট দিবেন তারা হবেন রাজাকার, মুনাফিক ও বেইমান। শুধ তাই নয় মীর এনায়েত হোসেন মন্টু একজন বীর মুক্তিযোদ্ধা হলেও তাকে বীর মুক্তিযোদ্ধা সম্ভোধন করা হয়নি। তার বক্তব্যের পর মুসুল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয় ও উত্তেজনা দেখা দেয়।
এ ব্যাপারে স্বতন্ত্র এমপি প্রার্থী (ট্রাক মার্কা) বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বিএনপির নেতা। সরকার বিরোধী ও নাশকতা মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জেল থেকে জামিনে এসেছেন। আমি তিন বারের উপজেলা পরিষদ এবং পাঁচ বারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। সরকার দ্বাদশ জাতীয় সংসদ এমপি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে আওয়ামীলীগ ও সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে নির্বাচন করছি। বিপুল ভোটের ব্যবধানে আমি এমপি নির্বাচিত হবো বলে আশা করছি। একজন এমপির উপস্থিতিতে একজন বিএনপির নাশকতা মামলার আসামী মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। আমি নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। সহকারী রিটার্নিং অপিসার ঘঠনার সত্যতা পেয়ে ইউপি চেয়ারম্যানকে প্রাথমিক ভাবে শোকজ করেছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আমি হাইকোর্টে আইনগত ব্যবস্থা নিব।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল্লাহ আর মামুন সিদ্দিকী বলেন, স্বতন্ত্র এমপি প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু উপজেলা চেয়ারম্যান থাকাকালিন আমার ইউনিয়নে উন্নয়নের নামে বরাদ্ধের টাকা কেটে অন্যত্র দিয়েছেন। তিনি দুর্নীতিবাজ ও ভাল লোক নন। তিনি যাতে বানাইল ইউনিয়ন থেকে ভোট না পান সে জন্য এই বক্তব্য দিয়েছিলাম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নির্বাচন কমিশন ও সরকার যাচ্ছেন সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন। সকল ভোটার যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। একজন জনপ্রতিনিধি কখনো উস্কানি মুলক বক্তব্য দিতে পারেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যানের বক্তব্য শুনেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর আজ সোমবার তদন্ত সাপেক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব পাওয়া না গেলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুরে হঠাৎ নাট্য সম্প্রদায়ের উদ্যোগে পথ নাটক ও সংগীতানুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল
অপ্রতিরোধ্য অগ্রযাত্রার শিল্প নিয়ে, পৌছে যাব আমরা উন্নতির শিখরে- এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে হঠাৎ নাট্য সম্প্রদায়ের উদ্যোগে পথ নাটক ও সংগীতানুষ্ঠান হয়েছে। উপজেলা সদরের মুক্তির মঞ্চ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি চত্বর এবং কালিবাড়ি মাঠে দিন ব্যাপি পথ নাটক ও সংগীতানুষ্ঠান হয়েছে। গঠাৎ নাট্য গোষ্টি ও হঠাৎ সম্প্রদায়ের শিল্পী ও কলাকৌশলীরা পথ নাটক এবং সংগীতানুষ্ঠানে অংশ গ্রহন করে। এ সময় গণজাগরণের মজনু মিয়ার একাল সেকাল নাটক মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে নাট্য ও সংগীত শিল্পী আকতারুল আলম জিন্নাহ, আনোয়ার পারভেজ দিগু, সহিনুর রহমান খান ও সেলিম হোসেনসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র এমপি প্রার্থী মন্টুকে যারা ভোট দিবে তারা হবে রাজাকার মুনাফিক ও বেইমান. ওয়াজ মাহফিলে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মামুনের বক্তব্য ভাইরাল
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে একটি ধর্মীয় ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে স্বতন্ত্র এমপি প্রার্থী পাঁচ বারের ইউনিয়ন পরিষদ ও তিন বারের উপজেলা পরিষদ মোট আট বারের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে (ট্রাক মার্কায়) যারা বানাইল ইউনিয়ন থেকে ভোট দিবে তারা হবে রাজাকার, মুনাফিক ও বেইমান বলে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী। চেয়ারম্যানের তিন মিনিট চার সেকেন্ডের ভোটারদের ভয়ভিতির এই উস্কানিমুলক এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ব্যাপক ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে নৌকার মনোনীত এমপি প্রার্থী ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপির উপস্থিতিতে একজন জনপ্রতিনিধি ও বিএনপির সক্রীয় নেতা এমন বক্তব্য দেওয়ায় এলাকার ভোটাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে বানাইল ইউনিয়নের হাজিবাড়ি নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী এমন বক্তব্য দেন। ধর্মীয় ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে সভাপতি ছিলেন মো. আইয়ুব হোসেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে বানাইল ইউনিয়নে গণসংযোগে যান খান আহমেদ শুভ এমপিসহ আওয়ামীলীগের নেতাকর্মী। গণসংযোগের অংশ হিসেবে শুক্রবার রাতে ওয়াজ মাহফিলে মুসুল্লিদের সঙ্গে দেখা ও দোয়া নিতে যান খান আহমেদ শুভ এমপি। ইউপি চেয়ারম্যানের বক্তব্যের পর খান আহমেদ শুভ এমপি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া এবং এলাকার উন্নয়নের জন্য নৌকার পক্ষে ভোট চেয়ে সকলের কাছে সালাম এবং দোয়া চেয়ে অনুষ্ঠান ত্যাগ করেন।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ওয়ালামা দলের সদস্য সচিব। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জালাও-পোড়াও এবং নাশকতা মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জামিনে এসেছেন। গতকাল শুক্রবার রাতে বানাইল ইউনিয়নের হাজিবাড়ি নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তিনি একজন দুর্নীতিবাজ ও ভাল লোক নন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি ৭০ লাখ টাকার ৪০ টি রাস্তাসহ উন্নয়ন কাজ করেছি। বানাইল ইউনিয়নের রাস্তা উন্নয়নের বরাদ্ধের টাকা, টি আর, কাবিখার টাকা এবং ৫ টি টিউওবওয়েল কেটে নিয়ে অন্যত্র দিয়েছেন। আমাকে জেল খাটিয়েছেন। এমপির উপস্থিতিতে আমি ঘোষনা দিতে চাই স্বতন্ত্র এমপি প্রার্থী মন্টুকে (ট্রাক মার্কায়) যারা বানাইল ইউনিয়ন থেকে ভোট দিবেন তারা হবেন রাজাকার, মুনাফিক ও বেইমান। শুধ তাই নয় মীর এনায়েত হোসেন মন্টু একজন বীর মুক্তিযোদ্ধা হলেও তাকে বীর মুক্তিযোদ্ধা সম্ভোধন করা হয়নি। তার বক্তব্যের পর মুসুল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয় ও উত্তেজনা দেখা দেয়।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর পুত্র ও আওয়ামীলীগ নেতা মীর মইন হোসেন রাজিব বলেন, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বিএনপির নেতা। সরকার বিরোধী ও নাশকতা মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জেল থেকে জামিনে এসেছেন। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের প্রবীণ নেতা। সরকার দ্বাদশ জাতীয় সংসদ এমপি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। তাই আমার বাবা স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে আওয়ামীলীগ ও সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে নির্বাচন করছেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হবেন বরে আমরা আশা করছি। একজন এমপির উপস্থিতিতে একজন বিএনপির নাশকতা মামলার আসামী ও জনপ্রতিনিধি মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। আমরা নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও হাইকোর্টে মামলাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল্লাহ আর মামুন সিদ্দিকী বরেন, স্বতন্ত্র এমপি প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু উপজেলা চেয়ারম্যান থাকাকালিন আমার নামে বরাদ্ধের টাকা কেটে অন্যত্র দিয়েছেন। তিনি দুর্নীতিবাজ ও ভাল লোক নন। তিনি যাতে বানাইল ইউনিয়ন থেকে ভোট না পান সে জন্য এই বক্তব্য দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নির্বাচন কমিশন ও সরকার যাচ্ছেন সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন। সকল ভোটার যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। একজন জনপ্রতিনিধি কখনো উস্কানি মুলক বক্তব্য দিতে পারেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যানের বক্তব্য শুনেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুরে স্বতন্ত্র এমপি প্রার্থী ও তার ভাইকে শোকজ
মীর আনোয়ার হোসেন টুটুল
আচরনবিধি লঙ্গনের অভিযোগে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক মার্কা) এবং তার ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদকে শোকজ (কারন দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে। গত ১৮ ডিসেম্বর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নির্বাচনী পথসভায় হাতে গজারির ডাল ও বাঁশের লাঠি নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার বক্তব্য প্রদান করেছিলেন মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাই মীর শরীফ মাহমুদ। তাদের এই বক্তব্যসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইলাম এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা সিনিয়র সহকারী জজ মল্লিকা বসাকের দৃষ্টি গোচর হয়। রিটার্নিং অফিসারের নিদেশনায় গতকাল বৃহস্পতিবার মল্লিকা বসাক স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং তার ভাই মীর শরীফ মাহমুদকে শোকজ (কারন দর্শানোর নোটিশ) দিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নির্বাচনী আচরনবিধি লঙ্গনের অভিযোগে স্বতন্ত্র এমপি প্রার্থী এবং তার ভাইকে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শোকজ করেছেন।
মির্জাপুরে ৮ম ও ৯ম শ্রেণীর নিউ ক্যারিকুলাম বিস্তরণে শ্রেণী শিক্ষকগনের প্রশিক্ষণ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ৮ম ও ৯ম শ্রেণীর ডিসেমিনেশন অফ নিউ ক্যারিকুলাম বিস্তরণে শ্রেণী শিক্ষকগণের ৭ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে ৭ দিন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা বিভাগের ব্যব¯া’পনায় এবং মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়েজনে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ক্যাডেট কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮৩ জন বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বলে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানিয়েছেন। প্রশিক্ষণ উদ্ধোধনের সময় মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুভারভাইজার প্রবীর কুমার চৌধুরী, এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসের মো. খলিলুর রহমান ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
মির্জাপুরে আওয়ামীলীগ নেতাদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী মন্টুর বিশাল নির্বাচনী শোডাউন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী (ট্রাক মার্কা) প্রবীণ আওয়ামীলীগ নেতা ও আট বারের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে বিজয়ী করতে উপজেলা আওয়ামীলীগ নেতারা জোট বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন। বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করতে আওয়ামীলীগ নেতারা হাতে হাত রেখে অঙ্গিকার করেছেন। নির্বাচনী পথসভায় আওয়ামীলীগ নেতারা নৌকার প্রার্থীকে বর্জন করে জোট বেঁধে ঘোষনা দিয়েছেন হঠাও টাঙ্গাইল বাঁচাও মির্জাপুর। আজ সোমবার (১৮ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর বিকেলে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মী এবং সাধারণ
ভোটারদের নিয়ে উপজেলা শহরে বিশাল শোডাউন করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নির্বাচনী পথসভা করেন।
লতিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের
সঞ্চালনায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের প্রবীণ নেতা ও স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন
মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত,
বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মেজর (অব.) খন্দকার এ হাফিজ, টাঙ্গাইল জেলা
আওয়ামীলীগের কার্যকরী সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল,
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও টাঙ্গাইল জেলা শ্রমীকলীগ নেতা মীর দৌলত
হোসেন বিদ্যুৎ প্রমুখ। সামবেশে আওয়ামীলীগ নেতারা ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুকে বিপুল ভোটে বিজয়ী করতে তার পক্ষে
এক যোগে কাজ করার জন্য হাতে হাত রেখে অঙ্গিকার করেন। পথ সভায় সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সবাপতি হুমায়ুন তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আবু সাইদ মিয়া, সাবেক চেয়ারম্যান ইঞ্চিনিয়ার জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার নাইম হোসেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সাদারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে তিন স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোয়নপত্র প্রত্যাহার
মীর আনোয়ারর হোসেন টুটুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের তিন স্বতন্ত্র এমপি প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রবিবার (১৭ ডিসেম্বর) মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের নিকট এই তিন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর এবং ইবি এস গ্রুপের চেয়ারম্যান রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবা শাহরীন এবং ৮ নং ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও মহেড়া পেপার মিলের ম্যানেজিং ডিরেক্টর মো. মোশারফ হোসেন। তিনজন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করলেও এখন পর্যন্ত আরও সাত জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ (নৌকা), আওয়ামীলীগের প্রবীণ নেতা ও উপজেলা পরিষদের তিন বার এবং ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের পাঁচ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (স্বতন্ত্র), জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. গোলাম নওজব পাওয়ার চৌধূরী, কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মো. আরমান হোসেন তালুকদার তাপস, জাসদের প্রার্থী মো. মনজুর রহমান মজনু, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী শ্রী রুপা রায় চৌধূরী।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকা থেকে আজ রবিবার তিন জন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন পর্যন্ত সাত জন প্রার্থী রয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে তাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আগামীকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।