মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্গনের অভিযোগে বিএনপির সাবেক নেতা ও চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হায়দার খানকে ১০ হাজার টাকা জরিমানা করেচেণ মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান। এ সময় নির্বাচনী সভা থেকে জব্দকৃত ৫০০ প্যাকেট খিচুড়ি মাদ্রাসার ছাত্রদের বিলি করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একইসাথে বিএনপি নেতাকে জরিমানা করা হয়েছে। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী সভার আয়োজন করায় এই দন্ড দেওয়া হয়েছে বরে আজ রবিবার (১৯ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানিয়েছেন।
গতকাল শনিবার (১৮ মে) রাতে উপজেলার মহেড়া এলাকায় অভিযান চালিয়ে এই আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
জানা গেছে, গতকাল শনিবার রাতে মহেড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হায়দার খানের নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ উপলক্ষে নেতাকমৃীদের খাবার জন্য আয়োজন করা হয় খিচুরির। খবর পেয়ে ওই স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এসময় নির্বাচনী সমাবেশের সভাপতি উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা এবং সভার ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত ৫০০ প্যাকেট খিচুড়ি উপজেলার জামুর্কী কাচারিবাড়ি মাদ্রাসা, কদিমধল্যা এবং দেওহাটা মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
ভাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
মির্জাপুরে আচরণবিধি লঙ্গনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা, সভার খিচুড়ি পেল মাদ্রাসার ছাত্ররা
মির্জাপুরে চুরি করে পাহাড়ের টিলার লাল মাটি কাটায় পরিবেশ অধিদপ্তরের দুইটি মামলা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে চুরি করে পাহাড়ের টিলার লাল মাটির টিলা কাটার অপরাধে দুইটি মামলা দায়ের করেছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের পরিদর্শক বিপুল কুমার বাদী হয়ে গতকাল শনিবার (১৭ মে) মির্জাপুর থানায় এ মামলা দায়ের করেন। দুইটি মামলায় অন্তত ৫ জন মাটি চোরকে আসামী করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এর আগে মির্জাপুর উজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার যন্ত্রসহ মাটি চোরদের আটক করে কয়েক লাখ টাকা জরিমানা করেন।
আজ শনিবার (১৮ মে) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সুত্র জানায়, একটি চক্র মির্জাপুর উপজেলার পাহাড়ি এলাকা গোড়াই, লতিফপুর, তরফপুর, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নের পাহাড়ের টিলার লাল মাটি চুরি করে কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে এলাকার পরিবেশের বিপর্যয় নেমে এসছে এবং রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে পাহাড়ের লাল মাটি অবৈধ ভাবে চুরি করে কাটার অপরাধে মাটি কাটার যন্ত্রসহ মাটি চোরদের আটক করে কয়েক লাখ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপুল কুমার বলেন, মির্জাপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের পাহাড়ের লাল মাটির টিলা একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চুরি করে কেটে নিচ্ছে। খবর পেয়ে ঐ সব এরাকায় পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন মাটি চোরের নাম উরেøখ করে মির্জাপুর থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। মাটি চুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে বরে তিনি উল্লেখ করেন।
ময়নসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম
মীর আনোয়ার হোসেন টুটুল
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর ময়নসিংহ বিভাগে (অঞ্চলে) শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। এর আগে গত ৭ মে তিনি টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে ছিলেন। আজ বৃহস্পতিবার (১৬ মে ) তিনি ময়মনসিংহ বিভাগেও ৬ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বলে টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (১৬ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ময়মনসিংহ অঞ্চলের পরিচালকের কার্যালয় সুত্র জানায়, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ এই ৬ জেলার নির্বাচিত শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিয়ে ময়মনসিংহ অঞ্চলের পরিচালকের কার্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচরক মন্ডলীর সদস্যগন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামকে ময়মনসিংহ বিভাগের জন্য শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ময়মনসিংগ অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আজাহারুল ইসলাম এবং উপ-পরিচারক রওশনারা বেগম উপস্থিত ছিলেন।
অপর দিকে টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মো. নজরুল ইসলাম একজন সাদা মনের মানুষ। ২০২৩ সালে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর নারী শিক্ষার্থীদের বাল্য বিবাহ প্রতিরোধ, কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নসহ সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার উপর কাজ শুরু করেন। শিক্ষা মন্ত্রনালয়রে নির্দেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে গত ৭ মে টাঙ্গাইল জেলা সদরে বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ১২ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিয়ে প্রতিযোগিতায় শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ১২ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচত হন। ঐ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) এ এম. জহিরুল হায়াত ও টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই আমি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। যতদিন আছি ছেষ্টা চালিয়ে যাবো। আমার এ অর্জন মির্জাপুরবাসির। টাঙ্গাইল জেলা এবং ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় মির্জাপুরবাসিসহ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিকট আমি চির কৃতজ্ঞ।
এ দিকে মো. নজরুল ইসলাম ময়মনসিংহ অঞ্চল এবং টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমসহ শিক্ষক সমাজ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মির্জাপুরে সাপের কামড়ে দুই গৃহবধুর মৃত্যু, এলাকায় আতংক
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে তিন নম্বর ফতেপুর ই্উনিয়নে সাপের কামড়ে দুই মৃহবধুর মৃত্যু হয়েছে। এর হলেন তিন নম্বর ফতেপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ফতেপুর পুর্বপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী রুলিয়া বেগম (৪০) এবং একই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের থলপাড়া পশ্চিমপাড়া ঘোনাপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুলিয়া বেগম (৪৫)। সাপের কামড়ে দুই গৃহবধুর মৃত্যুর ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।
আজ বৃহস্পতিবার (১৬ মে) তিন নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রউফ মিয়া জানান, গত মঙ্গলবার (১৪ মে) সকালে ফতেপুর পুর্বপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আরিফা বেগম ওরফে রুলিয়া ধানের খড় শুকানোর জন্য বাড়ির উঠানে গেলে খড়ের মধ্যে পেচানো বিষাক্ত একটি সাপ তাকে ছোবল (কামড়) দেয়। তিনি অসুস্থ্য হলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে সেখানেই তিনি মারা যান।
এদিকে ফরিদ মিয়ার স্ত্রী রুলিয়া বেগমের মৃত্যুর পরের দিন গতকাল বুধবার (১৫ মে) রাতে থলপাড়া পশ্চিমপাড়া ঘোনাপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুলিয়া বেগম নিজ বাড়ির ঘরে সোফা সেটে বসেছিলেন। এ সময় সোফার নিচে লুকানো একটি বিষধর সাপ তার পায়ে ছোবল (কামড়) দেয়। সঙ্গে সঙ্গে অজ্ঞান হারালে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মির্জাপুর উপজেলার জামুর্কি সরকারী স্বাস্থ্য কমপ্লেক্্ের (হাসপাতালে) নিয়ে যায়। সেখানে চিকিৎসক না পেয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় তার মৃত্যু হয়। দুই দিনের ব্যবধানে একই এলাকায় দুই গৃহবধুর সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় এলাকায় সাপ আতাংক ছড়িয়ে পরেছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, ফতেপুর ইউনিয়নে সাপের কামড়ে দুই গৃহবধুর মৃত্যু হয়েছে। একজন টাঙ্গাইল সদসর হাসপাতালে মারা যান এবং একজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আনার পথে মারা যান। তিনি আর বলেন, এখন প্রচন্ড গরম, গর্ত থেকে সাপ বের হয়ে খোলা জায়গা বা লোকালয়ে আসে। এ বিষয়ে সবাই সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
মির্জাপুরে সময়ের কথা এনজিওতে জমানো টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারি সংস্থা সময়ের কথা নামক একটি এনজিওর কর্মকর্তাগন অসহায় গ্রাহকদের প্রায় সাত কোটি টাকা নিয়ে উদাও হওয়ার ঘটনায় ভূক্তভোগী শতাধিক গ্রাহক তাদের টাকা ফেরতের দাবিতে মানবন্ধন করেছেস। গ্রাহকের টাকা নিয়ে এনজিও কর্মকর্তাদের উধাও হওয়ার ঘটনায় আজ (১৫ মে) বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চের সামনে তারা এই মানববন্ধন করেন। মানব বন্ধন কর্মসুচীতে অসহায় বেশ কয়েকজন নারী পুরুষ কান্নায় ভেঙ্গে পরেন।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন, মির্জাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন হক, ভূক্তভোগী গ্রাহক ভারতেশ্বরী হোমসের শিক্ষক কালিপদ সাহা, হিরা সাহা, মঙ্গলী রাজবংশি, ডাবলু সাহা প্রমুখ।
বক্তারা বলেন, সময়ের কথা এনজিওর নির্বাহী পচিালক জাহঙ্গীর আলম, পরিচালক পিন্টু দে এবং শাখা ব্যাস্থাপক সুধীর ঘোষ বেশী লাভের প্রলোভন দেখিয়ে মির্জাপুর, সরিষাদগাইর,বুড়িহাটী, পাহাড়পুরসহ বিভিন্ন গ্রামের সহজ সরল নারী পুরষদের ্রপতারনার ফাঁদে ফেলে প্রায় সাত কোটি টাকা আমানত সংগ্রহ করেন। সম্প্রতি তারা জানতে পারেন সুধীর ঘোষ এবং পিন্টু দে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়েছে। তারা গত ১৫ এপ্রিল মির্জাপুর সাহাপাগাস্থ সময়ের কথা এনজিও অফিসে গিয়ে অফিস তালাবদ্ধ দেখতে পান। তারা পরিচালক পিন্টু দের বাড়িতে গেলে তার স্ত্রী কলি সাহা তাদের সাথে অসৌজন্যমুলক আচরন করেন এবং একপর্যায় তাদেরকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
নিরুপায় গ্রাহকরা স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। এতেও কোন সমাধানের পথ না পাওয়ায় তারা বুধবার টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেন। মানবন্ধন শেষে ভূক্তভোগী গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলমের কাছে স্মারকলিপি পেশ করে।
মির্জাপুরে চলচিত্র শিল্পী সমিতির সম্পাদক ডিপজলের নেতৃত্বে তারকাদের মিলন মেলা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কাটরা গ্রামে বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল এবং সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েবের নেতৃত্বে তারকাদের মিলন মেলায় পরিনত হয়েছিল। আজ রবিবার (১২ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটরা গ্রামে ডি এ তায়েবের বাড়িতে ছিল তারকাদের মিলন মেলার আয়োজন। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে এলাকার শিশু- কিশোর, নবীন-প্রবীণ এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারকাদের দেখতে দিন ভর ভিড় জমিয়ে ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল শিল্পীদের গান, নাচ, কৌতুক, গল্পসহ নানা স্মৃতিচারণ। ডি এ তায়েব ফ্রেন্ডস ক্লাব এবং ডায়মন্ড গ্রুপ বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্য এবং চলচিত্র জগতের তারকাদের নিয়ে মিলন মেলার স্পন্সর ছিলেন।
তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সদস্য আলীরাজ, দিলারা আপা, রত্না কবির, সুব্রত, নানাশাদ, আলেকজান্ডার বৌ, শাহানুর, পলি, মুক্তি, আন্না,জ্যাকি আলমগীর, কমল পাটেকার চৌধুরী, রানা গাজী, আরমান, চুন্নু, খলনায়ক শিবা, মাহবুবা শাহরীন ও সানি রহমানসহ অনেকেই। ব্যস্তার কারনে শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি রুবেল এবং সুচরিতা উপস্থিত হতে পারেননি বলে আয়োজকরা জানিয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও ডিবির সাবেক ওসি ডি এ তায়েব জানান, বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি তারকাদের নিয়ে একটি সামাজিক বন্ধন প্রতিষ্ঠান। চলচিত্র উন্নয়নই এখন নবনির্বাচিত কমিটির সদস্যদের মুল কাজ। আজ আমার বাড়িতে দেশের খ্যাতিমান তারকাদের মিলন মেলার আয়োজন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
এ ব্যাপারে বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমরা যারা শিল্পী তারা সবাই গ্রাম থেকে উঠে এসেছি। তাদের মধ্যে অন্যতম ছিলেন টাঙ্গাইলের কৃতি সন্তান প্রয়াত নায়ক মান্না। তিনি ছিলেন আমার অত্যান্ত আদরের একজন নায়ক। তিনি চলচিত্রের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্ত তার কর্ম আমাদের অনুপ্রাণিত করে। বর্তমানে দেশে চলচিত্রের সংকট চলছে। নানা প্রতিকুলতার মাঝে এবং বিদেশীদের সঙ্গে পাল্লা দিয়ে এই শিল্প টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে পরেছে। আমরা নবনির্বাচিত কমিটির সকল সদস্য মনে প্রাণে এই শিল্পকে অনেক ভালবাসি। পুর্বের সকল দ্বিধা-দ্ধন্ধ ভুলে শিল্পীদের সঙ্গে নিয়ে চলচিত্রের উন্নয়নের কাজ জন্য কাজ করতে চাই।
তারকা মেলার অনুষ্ঠানে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, প্রকৌশরী শামসুল আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাহিনুর রহমান শাওন, ডি এ তায়েব ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর, সদস্য ডি এ শিপন, নজরুল ইসলাম, ডায়মন্ড গ্রুপের সাধারণ সম্পাদক রাজ, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ডি এ তায়েবের ছোট ভাই ডি এ মতিনসহ গণমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডায়মন্ড গ্রুপের সৌজন্যে বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এসএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজে জিপিএ-৫ পেয়েছে জিপিএ-৫
মীর আনোয়ার হোসেন টুটুল
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন করেছে। মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৮ তম ব্যাচের বিজ্ঞান বিভাগ থেকে ৪৪ জন ক্যাডেট পরীক্ষায় ইংরেজী ভার্ষনে অংশ গ্রহন করে ৪৪ জনই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাশ এবং ৪৪ জন ক্যাডেট জিপিএ-৫ পাওয়ায় এবং সেরা ফলাফল অর্জন করায় ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আজ রবিবার (১২ মে) এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনার পর কলেজ ক্যাম্পাসে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক ভাবে সন্তোষজনক ফলাফল অর্জন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও সার্বিক সহযোগিতা চেয়েছেন কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম. পিএসসিসহ শিক্ষক মন্ডলী।
আজ রবিবার (১২ মে) মির্জাপুর ক্যাডেট কলেজের এ্যাডজুট্যান্ট মেজর আব্দুল্লাহ আল মামুন পিএসসিজি. আর্টিলারি এবং উপাধাক্ষ মো. এটি এম মোয়াজ্জেম হোসেন জানান, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬২ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। শিক্ষা গ্রহনের পাশাপাশি দেশ প্রেমের উদ্ধুদ্ব হয়ে ক্যাডেটদের নিয়ম-শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি অনন্য প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজের পরিচালনা পরিষদ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং ক্যাডেটদের অক্লান্ত শ্রমের ফলেই প্রতি বছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে মির্জাপুর ক্যাডেট কলেজ সারা দেশের শিক্ষা প্রতিষ্টানগুলোরে মধ্যে মেধা তালিকায় স্থান দখল করে আসছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৪৪ জন ক্যাডেট অংশ গ্রহণ করে ৪৪ জন ক্যাডেই জিপিএ-৫ পেয়েছেন। ফলাফল সন্তোষ জনক হয়েছে।
এ ব্যাপারে ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধরী পিবিজিএম. পিএসসিসহ বলেন, জ্ঞানই শিক্ত, বিদ্যাই বল এই শ্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। সকলের সার্বিক সহযোগিতা ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম যেন দেশে ও বিদেশে ছড়িয়ে পরে সে জন্য সকলের সার্বিক
মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
মীর আনোয়ার হোসেন টুটুল
আমি এক সেবিকা, সেবাই আমার কর্ম, আমি এক সেবিকা সেবাই আমার ধর্ম-এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নার্স দিবস এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্ম দিন নানা অনুষ্ঠান পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১২ মে) মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে নার্সিং কলেজের সামনে থেকে বর্নাঢ্য একটি র্যালি বের হয়ে কুমুদিনী কমপ্লেক্্েরর ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান ফটকের সামনে শপথ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার। এ সময় নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস এবং মেট্রন সিস্টার দিপালী পেরেরাসহ নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কুমুদিনী পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
এদিকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্ম দিন উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্্েরর মির্জা হলে নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
মির্জাপুরে ভর্তুকি মুল্যে কৃষকদের মাঝে কৃষি যান্ত্রিকীকরন বিতরণ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সমন্মিত ব্যবস্থাপনার মাধ্যমে ৫০ ভাগ ভর্তুকি মুল্য কৃষকদের মাঝে কৃষি যান্ত্রিকীকরন (ধান কাটার হারবেস্টার মেশিন) বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১১ মে) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠানে অতিথি ছিলেন পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুল আলম, উপজেলা কৃষি কর্মকর্ত মাকমুদা খানম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিত ইকবাল, যুগ্ম সম্পাদক মো.ি সরাজ মিয়া, ও এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদা খানম বলেন, সৈলসিন্দুর গ্রামের শামসুদ্দিন, ফতেপুর গ্রামের আলম মিয়া, বাগজান গ্রামের যতীন্দ্র চন্দ্র সরকার, ফতেপুর গ্রামের মো. মিজানুর রহমান এবং থলপাড়া গ্রামের আব্দুর রউফ মিয়া এই পাঁচজন কৃষককে ৫০ ভাগ ভর্তুকি মুল্যে ধান কাটার জন্য একটি করে কম্বাইন হারবেস্টার কৃষিজ যন্ত্র বিতরণ করা হয়।
মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ১১ জন
মীর আনোয়ার হোসেন টুটুল
চতুর্থ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেচেন ১১ জন প্রার্থী। আগামী ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচনে আজ বৃহস্পতিবার (৯ মে) ছিল প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ হেভিওয়েট প্রার্থীরা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার (৯ মে) মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জনসহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অনলাইনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ-সভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার ও শওকত মিয়া। ভাইস চেয়ারম্যান মহিলা পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, রুবি আক্তার কনা, চাঁদ সুলতানা এবং মাহবুবা শাহরীন।
এ ব্যাপারে নির্বাচন অফিসার শরীফা বেগম বলেন, আজ ৯ মে মনোনয়নপত্র দাখেিলর শেষ দিনে ১১ জন প্রার্থী চেয়ারম্যান-বাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১২ মে মনোয়নপত্র বাছাই, ১৩-১৫ মে মনোয়নপত্র আপিল, ১৬-১৮ মে আপিল নিষ্পত্তি, ১৯ মে মনোয়নপত্র প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্ধ এবং ৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১১৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৩২ জন। মোট কেন্দ্র ১৪৪, অস্থায়ী কেন্দ্র ৫৫ এবং মোট বুথ সংখ্যা ৯৭৪,।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।