মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে খামারিদের বিনামুল্যে ডেইরি প্রডিউসার মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসল্যিান্ড মাসুদুর রহমান ও প্রাণী দপ্তর ভেটেনারি কর্মকর্তা মি. শুভশিষ রায়, উপজেলা আওযামীলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির প্রমুখ।
মির্জাপুরে খামারিদের বিনামুল্যে ডেইরি প্রডিউসার মিল্কিং মেশিন
মির্জাপুরে ভারতেশ^রী হোমসের সবুজ চত্বরে গীতি আলেখ্য অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ^রী হোমসের সবুজ চত্তরে প্রভাতে গীতি আলেখ্যে অনুষ্ঠান হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার (২১ ফ্রেবুয়ারি) ভারতেশ^ী হোমস কতৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন কুমুদিনী পরিবারের বাতিঘর ও ভাষা সৈনিক এবং একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা জানান, ভোরে হোমসের সবুজ চত্তরে শিক্ষক-ছাত্রী এবং কুমুদিনী পরিবারের সদস্যগন প্রভাতফেরি বের করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় কবিতা ও গীতি আলখ্য অনুষ্ঠান। একুশের সেই কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি—আমি কি ভুলিতে পারি। হুইল চেয়ারে বসে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। তিনি শ্রদ্ধার সঙ্গে একুশের তাৎপর্য ছাত্রীদের সামনে তুলে ধরেন। কবিতা, নৃত্য ও গান নিয়ে গীতি আলেখ্য অনুষ্ঠান মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যাবস্থাপনা পচিালক (এমডি) রাজিব প্রসাদ সাহা, পরিচালক সম্পা সাহা, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপার মন্দিরা চৌধুরী, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার, কুমুদিনী হাসপাতালের পরিচারক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচারক ডা. আলী আহসান, এজিএম অনিমেশ ভৌমিক লিটনসহ হোমসের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। গীতি আলেখ্য অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা।
মির্জাপুরে নানা আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে একুশের প্রথম প্রহরে এক মিনিট নিরবতা পালন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনষ্ঠানসহ নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পন শেষে ভাষা শহীদ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তরের মুক্তির মঞ্চ থেকে প্রভাতফেরি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ। প্রভাতফেরিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ সময় পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত শামীমা আক্তার শিফা, ভাাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ওসি মো. রেজাউল করিম, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন প্রমুখ
মির্জাপুরে একুশের প্রথম প্রহনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পন শেষে ভাষা শহীদ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান, উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ওসি মো. রেজাউল করিমসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর।
মির্জাপুরে উপজেলা পরিষদ ও মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ ও মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে এবং এসিল্যান্ড মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক হুরমহল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া ও ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।
মির্জাপুরে ট্রাক চালক খুনের রহস্য উৎঘাটন॥ মুল পরিকল্পনাকারীসহ ৬ ডাকাত গ্রেফতার থানায় সংবাদ সম্মেলন
মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুল (৩৫) খুনের রহস্য উৎঘাটন হয়েছে। হত্যার সঙ্গে জড়িত মুল পরিকল্পনাকারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) মির্জাপুর থানায় জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ট্রাক চালক খুনের সঙ্গে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতারের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, গতকাল রবিবার ও আজ সোমবার পুলিশ বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ডাকাতি ও খুনের সঙ্গে সরাসরি জড়িত ডাকাত দলের সদস্য ৬ খুনিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ডাকাতরা পেশাদার খুনি ও আন্তজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য। মির্জাপুর উপজেলার বাইমহাটি, ত্রিমোহন, দেওহাটা, কুমারজানি ও পুষ্টকামুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার খুনি ও ডাকাত দলের সক্রীয় সদস্য নাদিম ও সাদ্দাম ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। খুনিরা হচ্ছে বাইমহাটি গ্রামের সাইদ কুলেল ছেলে নাদিম (৩১), ত্রিমোহন বান্দরমারা গ্রামের পাষান মিয়ার ছেলেন সাদ্দাম (৩৪), বাইমহাটি গ্রামের বাদশা মিয়ার ছেলে ফজল (৩৯), সিংজুরি গ্রামের বোরহান মিয়ার ছেলে সোহেল (৩২), দেওহাটা গ্রামের সামাদ আলীর ছেলে ইয়াসিন (২৩) এবং বাগজান গ্রামের নুরুল হকের ছেলে লাভলু (৩১)। সংবাদ সম্মেলনে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা, অমল কুমার দাস, সোহেল মিয়া এবং সেকেন্ড অফিসার মো. আব্দুল করিম মিয়া উপস্থিত ছিলেন।
জানা গেছে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পৌরসভার বাওয়ার কুমারজানী মা সিএনজি স্টেশনের পূর্বপাশে ডাকাতির সময় ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুলকে নির্মম ভাবে খুন করে ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি হত্যা মামলা হয়। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) মির্জাপুর থানা পুলিশ জানায়, ডাকাতের হাতে খুনের শিকার ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুলের বাড়ি কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি উপজেলার গোহাইনঘাট গ্রামে। তার পিতার নাম খলিলুর রহমান। গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ভুট্টা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১১ ৯৩৪৮) নিয়ে বগুড়া যাচ্ছিল। রাত সোয়া ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ারকুমারজানি নামক স্থানে পৌঁছালে ডাকাতির উদ্দেশ্যে কৌশলে একটি বস্তা ও মোবাইল ফোন ডাকাতরা রাস্তায় ফেলে রাখে। ট্রাকের হেলপার আবু তালেব রাস্তায় নেমে আসলে ডাকাতরা তার ওপর হামলা করে ও পিটিয়ে রক্তাক্ত করে মোবাইল ফোন, টাকা ও মালামাল লুটে নেয়। পরে ডাকাতরা ট্রাকে উঠে চালকের টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় হেলপার দূরে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। তখন ডাকাত দলের সদস্যরা দেশীয় ধারালো অস্্র দিয়ে ট্রাক চালককে এলোপাতাড়ি কুপিয়ে মালামাল নিয়ে চলে যায়। টহল পুলিশ এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।
এদিকে এ ঘটনায় মির্জাপুর থানায় একটি হত্যা মামলার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম আবু মনসুর মুসা (মির্জাপুর-নাগরপুর সার্কেল), মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মো. আব্দুল করিম, পুলিশ অফিসার ও উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা এবং অটল কুমার দাসসহ পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে ডাকাত ও খুনিদের ধরতে সাড়াশি অভিযানে নামেন। সাড়াশি অভিযানে মহাসড়কে ডাকাতি ও খুনের সঙ্গে জড়িত নাদিম, সাদ্দাম, ইয়াসিন, ফজলু ও লাবুকে গ্রেফতার করে। এদের মধ্যে নাদিম ও সাদ্দামকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবান বন্ধির জন্য ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, মহাসড়কে ডাকাতি এবং ট্রাক চালককে খুনের ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা হয়। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম আবু মনসুর মুসা (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এর দিক নির্দেশনা ও পরামর্শে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাড়াশি অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যে খুনের মুল পরিকল্পনাকারী ও ৬ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। এদরে মধ্যে আসামী ও ডাকাত ইয়াসিন ও লাভলুকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজে উৎসব মুখর পরিবেশে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমুদিনী নার্সিং কলেজে এই প্রথম বারের মত উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) কুমুদিনী নার্সিং কলেজের ক্যাম্পাসে বার্ষিক ক্রড়িা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যাবস্থাপনা পচিালক (এমডি) রাজিব প্রসাদ সাহা এবং উদ্ধোধক ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর শিক্ষা উপদেষ্টা ভাষা সৈনিক ও একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক সম্পা সাহা, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপার মন্দিরা চৌধুরী, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, বাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার, কুমুদিনী হাসপাতালের পরিচারক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচারক ডা. আলী আহসান, এজিএম অনিমেশ ভৌমিক লিটন ও ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে সিএনজি- পিকআপের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ চার যাত্রী নিহত
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় একটি সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা পিকআপের মধ্যে মুখোমুখী সংঘর্ষে সিএনজির চার জন যাত্রী নিহত হয়েছে। নিহতের মধ্যে সিএনজির চালক, এক নারী ও অপর দুই যাত্রী রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় একই এলাকার চার যাত্রী নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়া গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), নয়াপাড়া গ্রামের সমেজ মিয়ার ছেলে নাজমুল ইসলাম (৩৪) এবং ওয়ার্শি ইউনিয়নের নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০)।
বাঁশতৈল ইউনিয়নের বাসিন্দা মো. সাব্বির হোসেন জানান, আজ রবিবার বিকেল চারটার গোড়াই-সখীপুর রোডে সখীপুরগামী একটি পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা হাটুভাঙ্গাগামী একটি সিএনজি বাঁশতৈল বাজার সংলগ্ন তেলিপাড়া এলাকায় পৌছালে মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমরে মুচরে যায়। এ সময় যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ঘটনাস্থলেই এক নারীসহ তিন যাত্রী মারা যান। এ সময় যাত্রী ও তাদের স্বজনদের আহাজারিতে চার পাশের বাতাস ভারি হয়ে আসে। গুরুতর আহত সিএনজির চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ আটক হলেও ঘাতক চালক পলাতক রয়েছে।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং এসিল্যান্ড মাসুদুর রহমান নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাদের পরিবারকে সার্বিক ভাবে সহযোগিতার আশ^াস দিয়েছেন।
মির্জাপুরে ট্রাক চালক খুনের ঘটনায় পুলিশের সাড়াশি অভিযানে ডাকাত খুনি গ্রেফতার
মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুল (৩৫) খুনের ঘটনায় পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ডাকাতি ও খুনের সঙ্গে সরাসরি জড়িত ডাকাত দলের সদস্য পাঁচ খুনিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা পেশাদার খুনি ও আন্তজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য। গতকাল শনিবার রাতে মির্জাপুর উপজেলার বাইমহাটি, ত্রিমোহন, দেওহাটা, কুমারজানি ও পুষ্টকামুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার খুনি ও ডাকাত দলের সক্রীয় সদস্য নাদিম ও সাদ্দামকে ১৬৪ ধারায় স্বীকারোক্তির জন্য টাঙ্গাইল জেলা ম্যাজিষ্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। খুনি নাদিমের বাড়ি মির্জাপুর পৌরসভার বাইমহাটি এবং সাদ্দামের বাড়ি লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন বান্দরমারা গ্রামে। মির্জাপুর থানার পুলিশ অফিসার ও উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা এবং সেকেন্ড অফিসার মো. আব্দুল করিম মিয়া আজ রবিবার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পৌরসভার বাওয়ার কুমারজানী মা সিএনজি স্টেশনের পূর্বপাশে ডাকাতির সময় ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুলকে নির্মভ ভাবে খুন করে ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, ডাকাতের হাতে খুনের শিকার ট্রাক চালক নাজমুল ওরফে আজিমুলের বাড়ি কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি উপজেলার গোহাইনঘাট গ্রামে। তার পিতার নাম খলিলুর রহমান। গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ভুট্টা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১১ ৯৩৪৮) নিয়ে বগুড়া যাচ্ছিল। রাত সোয়া ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ারকুমারজানি নামক স্থানে পৌঁছালে ডাকাতির উদ্দেশ্যে কৌশলে একটি বস্তা ও মোবাইল ফোন ডাকাতরা রাস্তায় ফেলে রাখে। ট্রাকের হেলপার আবু তালেব রাস্তায় নেমে আসলে ডাকাতরা তার ওপর হামলা করে ও পিটিয়ে রক্তাক্ত করে মোবাইল ফোন, টাকা ও মালামাল লুটে নেয়। পরে ডাকাতরা ট্রাকে উঠে চালকের টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় হেলপার দূরে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। তখন ডাকাত দলের সদস্যরা দেশীয় ধারালো অস্্র দিয়ে ট্রাক চালককে এলোপাতাড়ি কুপিয়ে মালামাল নিয়ে চলে যায়। টহল পুলিশ এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।
এদিকে এ ঘটনায় মির্জাপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম আবু মনসুর মুসা (মির্জাপুর-নাগরপুর সার্কেল), মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মো. আব্দুল করিম, পুলিশ অফিসার ও উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা এবং অটলসহ পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে ডাকাত ও খুনিদের ধরতে সাড়াশি অভিযানে নামেন। তিন ঘন্টার যৌথ সাড়াশি অভিযানে মহাসড়কে ডাকাতি ও খুনের সঙ্গে জড়িত নাদিম, সাদ্দাম, ইয়াসিন, ফজলু ও লাবুকে গ্রেফতার করে। এদের মধ্যে নাদিম ও সাদ্দামকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবান বন্ধির জন্য ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, মহাসড়কে ডাকাতি এবং ট্রাক চালককে খুনের ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা হয়। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম আবু মনসুর মুসা (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এর দিক নির্দেশনা ও পরামর্শে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাড়াশি অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যে খুনের মুল পরিকল্পনাকারী ও ডাকাত দরের সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
মির্জাপুরে কলেজ শিক্ষক ও এক চাকুরীজীবির উপর ছিনতাইকারীদের হামলা কুপিয়ে হত্যার চেষ্টা প্রতিবাদে মানববন্ধন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক উত্তম কুমার সাহার উপর ছিনতাইকারীরা হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উত্তম কুমার সাহাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। উত্তম কুমার সাহার বাড়ি মির্জাপুর পৌরসভার আন্ধরা গ্রামে। অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় অভার বিজ্রের পুর্ব পাশে ছিনতাইকারীরা চাকুরীজীবি সুমন খানকে কুপিয়ে গুরুতর আহত করে মোবাইলসহ অর্ধলাখ টাকা ছিনিয়ে চম্পট দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধারের পর স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে সুমন খানের বড় ভাই সেলিম খান জানিয়েছেন। সুমন খানের বাড়ি গাড়াইল ত্রিমোহন গ্রামে। দুটি ছিনতাইয়ের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। মির্জাপুর পৌনসভাসহ উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, তরফপুর, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নে হঠাৎ করেই আইন-শৃঙ্খলার অবনতি হওয়ায় সাধারণ লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ইংরেজী বিভাগের অধ্যপাক মো. জাহাঙ্গীর আলমসহ একাধিক শিক্ষক ও কর্মচারীগন জানান, গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে উত্তম সাহা পৌরসভার কুতুব বাজার থেকে নিজ বাড়ী আন্ধরায় যাচ্ছিলেন। পথিমধ্যে রণদা প্রসাদ সাহার বাড়ীর পশ্চিম পাশে পৌছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর ওপর আক্রমন করে। এ সময় তিনি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা হামলা করে তাঁকে গুরুতর আহত করে সর্বস্ব লুটে নেয়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ ছিনতাইকারীদের হামলার শিকার প্রভাষক উত্তম কুমার সাহাকে দেখতে তাঁর বাড়িতে ছুটে যান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিনতাইকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। অপর দিকে শুক্রবার রাতে একদল ছিনতাইকারীর কবলে পরেন চাকুরীজীবি সুমন খান। তার ভাই সুমন খান াভিযোগ করেন, ঢাকা থেকে উত্তর বঙ্গের একটি বাস থেকে নামেন সুমন খান। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় অভার বিজ্রের পুর্ব পাশে ছিনতাইকারীরা সুমন খানকে ধারালো অস্্র দিয়ে মাথায় ও পেটে এলাপাথারি কুপিয়ে গুরুতর আহত করে মোবাইলসহ অর্ধলাখ টাকা ছিনিয়ে চম্পট দিয়েছে। পথচারীগন গুরুতর অবস্থায় তাকে উদ্ধারের পর বংশাই ডিজিটাল হাসপাতাল (প্রাইভেট) ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে সুমন খানের বড় ভাই সেলিম খান জানিয়েছেন। দুটি ছিনতাইয়ের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
এদিকে আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপজেলা সদরের কলেজ রোডের পুরাতন শহীদ মিনার এলাকায় মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। মানববন্ধন শেষে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বক্তৃতা করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মান্নান, ইংরেজি বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সম্পাদক জামিল হোসেন প্রমুখ। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, ছিনতাইকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন কোন অবস্থায় পার পাবে না। তাদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ও সদস্যগন মাঠে নেমেছেন