বাংলা নিউজ
Friday, March 21, 2025
Home Blog Page 51

মির্জাপুরে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক বরখাস্ত

মো.সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। আজ মঙ্গলবার সকালে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মাহাবুব আলম মল্লিকের মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল হয়। পরে তিনি উচ্চ আদালতে আপিলের মাধ্যমে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০২২ সালের ৩ এপ্রিল পিটিশনের (১১৯৯৯/২০২১) শুনানি শেষে বিজ্ঞ আদালত তার পক্ষে ইস্যুকৃত রুল খারিজ করেন। এতে তিনি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৬ (২)(জ) ধারা মতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অযোগ্য ছিলেন। যার কারণে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪) (ঙ) এর বিধান অনুযায়ী একই আইনের ৩৪(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে মাহাবুব আলম মল্লিক বলেন, আমি নির্ধারিত সময়ের আগেই ব্যাংকের টাকা পরিশোধ করেছিলাম। আমাকে অন্যায় ভাবে হয়রানী করা হয়েছে। আমি ঋণ খেলাপি ছিলাম না। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রতিক দিয়ে মনোনয়ন দিয়েছিলেন। এলাকার জনগন এবং দলীয় নেতাকর্মীরা আমার পাশে রয়েছেন। আমি বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছি। সাময়িক বরখাস্তের চিঠিটি ওয়েবসাইটে দেখেছি। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।

মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
কেন্দ্রীয় মহীদ মিনারে পুলস্প স্তবক অর্পন, এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, এসিল্যান্ড মো. আমিনুর ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ মির্জাপুর টাঙ্গাইলের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মো. আজাহারুল ইসলাম, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকসহ বিভিন্ন রাজনৈতিক দলেল নেতৃবৃন্দ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, জাতীয় সংবাদিক সংস্থা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বীর মুক্তিযোদ্ধাগন।

মির্জাপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পেয়েছে ৫৩ হাজার শিশু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে (০-১১ মাস) এবং (১-৫ বছর) পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল পেয়েছে ৫২ হাজার ৫১৪ জন শিশু। আজ সোমবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, মির্জাপুর উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্্র, ইউনিয়ন উপ স্বাস্থ্য উপকেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বিভিন্ন এলাকায় ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন।

মির্জাপুরে ভাষার মাসে তিনটি শহীদ মিনার উদ্ধোধন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার তিনটি শহীদ মিনার উদ্ধোধন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার। এ উপলক্ষে বিকেলে উপজেলার জামুর্কি এন এস এ জি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলার লতিফপুর এবং ফতেপুর ইউনিয়নে নবনির্মিত শহীদ মিনার উদ্ধোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, সহসভাপতি মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, জামুর্কি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মো. ইলিয়াজ আহমেদ, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনি ও প্রধান শিক্ষক মো. সাদেক আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও ১৭ টি নবনির্মিত শহীদ মিনার উদ্ধোধন করেন সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যান।

মির্জাপুরে পাহাড়ের লালমাটি কাটায় গভীর রাতে এসিল্যান্ডের অভিযানে পাঁচ ড্রাম ট্রাক জব্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
সরকারী সম্পদ রক্ষা এবং পাহাড়ের লাল মাটি কাটা বন্ধে জীবনের উপর ঝুঁকি নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে মাটি নেওয়ার পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রের ও সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল। আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া ইনতখাচালা এলাকায় অভিযান চালিয়ে মাটি নেওয়ার এ পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করেছেন। এ সময় মাটি খেকোরা পালিয়ে যায়।
উপজেলা ভূমি অফিস সুত্র জানায়, একটি চক্র নানা কারসাজির মাধ্যমে উপজেলার গোড়াই, আজগানা, লতিফপুর, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরকারী বনাঞ্চল এবং ব্যক্তি মালিকানার পাহাড়ের লাল মাটি কেটে নিচ্ছে। পাহাড়ের লাল মাটি কেটে নেওয়ার ফলে জীব বৈচিত্র ও এলাকার পরিবেশ হুমকির মুখে পরেছে। সেই সঙ্গে এলাকার রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্টেরও ক্ষতি হচ্ছে। ড্রাম ট্রাক দিয়ে ,মাটি নেওয়ার ফলে ধুলোবালিতে রাস্তা দিয়ে চলাচল দুষ্কর হয়ে পরেছে। এছাড়া এই চক্রটি মির্জাপুর উপজেলার বংশাই এবং লৌহজং নদীর বিভিন্ন পয়েন্টের চরের মাটি কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসন থেকে মাটি কাটা বন্ধের জন্য শক্ত অবস্থান নিলেও বিভিন্ন সময় তাদের চোখ ফাঁকি দিয়ে চুরি করে নদীর বালি এবং পাহাড়ের রাল মাটি কেটে নিচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ পেয়ে রাতে অভিযান চালিয়ে পাহাড়ি এলাকা থেকে পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় অভিযানের টের পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। ইতিপুর্বে বেশ কয়েকটি ড্রাম ট্রাক আটক করে মালিকদের এবং যারা মাটি চুরির সঙ্গে জড়িত তাদের মোটা অংকের জরিমানা করা হয়েছে। তাদের এ অভিযান চলমান থাকবে এবং কোন অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন।

টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে থানায় অভিযোগ পরের দিন প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

 

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের ভূঞাপুরে পরক্রিয়ার সম্পর্কের জেরে প্রবাসীর স্ত্রীকে আত্মহত্যার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পরিবারের অভিযোগ পরক্রিয়ার প্রেমিক মাসুদ ও তার সহযোগি জহুরুল তাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাঁধ্য করেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দির গনেশমোড় এলাকার লাবলুর বাসা থেকে মালয়েশিয়া প্রবাসী আব্দুল আলীমের স্ত্রী নুরুন্নাহারের (৩৫) মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এরআগে গত শুক্রবার রাতে নিহত নুরুন্নাহার থানায় অভিযোগ দিয়েছে বলে পরিবার জানিয়েছে। তবে পুলিশ অভিযোগের কথা অস্বীকার করেছে।

জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি গ্রামের প্রবাসী আলীম তার মামাতো বোন নুরুন্নাহারকে বিয়ে করেন। তাদের ঘরে একটা ১১ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। তবে স্ত্রী নুরুন্নাহার স্বামী বাড়ি না থেকে ভূঞাপুরে ভাড়া বাসা নিয়ে সন্তান নিয়ে বসবাস করেন। সম্প্রতি তার স্বামী মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। দেশে ফেরার পর জানতে পারেন তার শালিকার স্বামী জহুরুলের মাধ্যমে ঘাটাইল উপজেলার রুপের বয়ড়া গ্রামের মাসুদ নামের একজনের সাথে পরক্রিয়ায় লিপ্ত। পরে বিষয়টি তার স্ত্রীকে জানালে কোন জবাব দেয়নি। পরে গত শুক্রবার রাতে ভূঞাপুরের গনেশ মোড় এলাকার নির্জন জায়গায় পরক্রিয়া প্রেমিক মাসুদ ও জহুরুল স্বামী আলিমকে ডেকে নেয়। পরে স্ত্রী নুরুন্নাহারের সামনে স্বামীকে মারধর করা হয়। পরে এলাকায় না থাকার শর্তে এবং প্রাণনাশের ভয় দেখিয়ে ছেড়ে দেয়া হয়। পরে বিষয়টি স্ত্রীর ভাই মনিরুজ্জামানকে ফোনে জানালে ঘটনা জানতে পারে পরিবার। এঘটনার জের ধরে শনিবার সকালে স্ত্রী নুরুন্নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহত নুরুন্নাহারের স্বামী আলীম বলেন, বিদেশ থেকে ফিরেই ভাইড়া ভাই (জহুরুল) মাধ্যমে জানতে পারি স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত। পরে জহুরুল আমার স্ত্রীর ও মাসুদের গভীর সম্পর্কের ছবি ও ভিডিও দেখায়। পরে জহুরুল আমার কাছে টাকা দাবী করে। পরে বিষয়টি স্ত্রীকে জানালে তিনি কোন জবাব দেয়নি। এরপর শুক্রবার রাতে মাসুদ ও জহুরুল মিলে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে। সেখানে স্ত্রীও উপস্থিত ছিল। পরে তাদের বিভিন্ন শর্ত রাজি হয়ে প্রাণভয়ে ভূঞাপুর থেকে পালিয়ে যাই। এরপর স্ত্রীর ভাইকে ফোনে বিস্তারিত বললে বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়।
তিনি আরো বলেন, স্ত্রীকে বিদেশ থেকে পাঠানো প্রায় ৫ লাখ টাকা মাসুদ বিভিন্ন কৌশলে হাতিয়ে নিয়েছে। এছাড়া আরো ৫লাখ টাকা ঋণ করেছে স্ত্রী।

থানায় অভিযোগ দেয়ার বিষয়টি অস্বীকার করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের সুরুতহাল করার সময় একটি চিরকুট পাওয়া গেছে। তবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ রয়েছে।

 

মির্জাপুরে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১৭ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক এ সামগ্রী বিতরন করা হয়।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় এবং ইউনিসেফের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রথম ধাপে ১৭ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে এ সামগ্রী তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হবে। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, ভাতগ্রাম কৈলাশ রাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন দেওয়ান, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলিতান উদ্দিন এবং বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জাপুরে কলেজের নাম পরিবর্তন নিয়ে উত্তপ্ত সামাজিক মাধ্যম

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
মির্জাপুর সরকারি কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবির আন্দোলন দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে সামাজিক মাধ্যমে। অন্যদিকে মির্জাপুর সরকারি কলেজের নাম পরিবর্তন করে শহীদ ভবানী প্রসাদ সাহার নামে নামকরণ করা হয়েছে।

এদিকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধম্যে মির্জাপুর সরকারি কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে। তাদের মন্তব্য অব্যাহত রয়েছে।
জানাগেছে, আগামী কয়েক দিনের মধ্যে মির্জাপুর সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পৌরসভার কলেজ রোডে মির্জাপুর সরকারি কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি করবে।

সাবেক শিক্ষার্থীরা বলেন, দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় ইতিহাস-ঐতিহ্যকে বহন করার জন্য উপজেলা ও জেলার নামেই নন্দিত শিক্ষাপীঠ গড়ে উঠেছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় মির্জাপুর সরকারি কলেজকে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে কলেজটির যে কোন একটি ভবনের নাম মির্জাপুরে জন্মগ্রহণ করা এই মহান ব্যক্তির নামে হতে পারে বলে উল্লেখ করেন সাবেক ও বর্তমান ছাত্ররা। এ সিদ্ধান্ত থেকে সড়ে না আসলে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দিয়েছেন।

অন্যদিকে মির্জাপুরের একটি কুচক্রী মহল মির্জাপুর কলেজের নামের ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত ও উদ্যোগ গ্রহণ করে মাঠের পরিবেশকে নষ্ট করার মিশনে নেমেছে।

একই দাবিতে নগরীর সদর রোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে সাত দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির সমর্থন জানিয়েছে বলে জানাগেছে ।

মির্জাপুর কলেজের সাবেক জি এস মো.মাজহারুল ইসলাম শিপলু বলেন, বর্তমানে শহীদ ভবানী সাহা সরকারি কলেজের নামের শুরুতে মির্জাপুর নাম রাখার জোর দাবি জানায়।

মির্জাপুর কলেজের সাবেক ভিপি মো.আবু সাঈদ বলেন, মির্জাপুর কলেজের নাম পরিবর্তন করায় তীব্র নিন্দা জানাই। মির্জাপুর উপজেলার ইতিহাস-ঐতিহ্যকে বহন করার জন্য কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবি করেন।
যেহেতু দীর্ঘ দিন যাবত সারাদেশের মানুষের কাছে কলেজটি মির্জাপুর কলেজ নামেই পরিচিত। তাই আমরা সকলে সম্মিলিতভাবে প্রশাসনের কাছে দাবি জানাই ঐতিহাসিক এই কলেজটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত থেকে যেন তাঁরা সড়ে আসেন।

মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ধোধন

মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ধোধন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পুরাতন বাস স্টেনে কেন্দ্রীয় শহীদ মিনার আনুষ্ঠানিক উদ্ধোধন করছেন সাবেক গণপরিষদ সদস্য টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক। এ সময় খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌর সভার মেয়র সালমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসরাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, পৌসেভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের সভাপতি- সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিণœ শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অপর দিকে বীল মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ধোধনের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা নির্বাহী অফসার মো. হাফিজুর রহমানের অফিস পরিদর্শন করে মির্জাপুরের সার্বিক উন্নয়নে দিক নির্দেশনা মুলক কথা বলেন। এর পর তিনি তার প্রিয় প্রতিষ্ঠান মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

মির্জাপুরে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ধোধন করবেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফারুক

মীর আনোয়ার হোসেন টুটুল
প্রায় ১৭ লাখ টাকা ব্যায়ে উপজেলার পৌরসভার মির্জাপুর পুরাতন বাস স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মান করা হয়েছে। আগামীকাল ১৫ ফেব্রুয়ারী বুধবার এটির আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন সাবেক গণপরিষদ সদস্য টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক। এ সময় খান আহমেদ শুভ এমপি, পৌর সভার মেয়র সালমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও এসিল্যান্ড মো. আমিনুল ইসরাম বুলবুলসহ বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত থাকবেন। এর আগে উপজেলা পরিষদ চত্তরে একটি শহীদ স্মৃতি স্তম্ভ অর্জন নির্মান করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন সুত্র জানায়, স্বাধীনতার ৫২ বছর পর টাঙ্গাইলের মির্জাপুরে ২১ ফেব্রুয়ারীর আগেই একটি কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৪ ইউনিয়নে ১৭ শহীদ মিনার উদ্ধোধন করা হচ্ছে। প্রায় কোটি টাকা ব্যায়ে এসব শহীদ মিনার নির্মান হয়েছে। খান আহমেদ শুভ এমপি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর দিক নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রকৌশল অফিসার মো. আশরাফুজ্জানের তত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে এই শহীদ মিনার নির্মান করা হয়েছে বলে এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, সিয়াম একাডেমিসহ ১৪ ইউনিয়ন পরিষদ চত্তরে ১৭ শহীদ মিনার নির্মান করা হয়েছে। ইতিমদ্যে এগুলোর নির্মান শেষ হয়েছে। ২১ ফেব্রুয়ারীর আগেই প্রতিটি শহীদ মিনার উদ্ধোধন করা হচ্ছে।
এদিকে গতকাল সোমবার খান আহমেদ শুভ এমপি সিয়াম একাডেমি, বানাইল ও আনাইতারা ইউনিয়ন পরিষদ চত্তরে নবনির্মিত শহীদ মিনার আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালে মাসুদ করিম, বানাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আনাইতারা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, ওয়ার্শি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক হুরমহল প্রমুখ। আজ মঙ্গলবার বহুরিয়া ইউনিয়নে একটি শহীদ মিনার উদ্ধোধন করা হয়েছে।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বরেন, দীর্ঘ দিন পর কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চত্তরে শহীদ মিনার নির্মান হওয়ায় শিক্ষার্থী এবং এলাকাবাসি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। জানতে পারবেন মুক্তিযুদ্ধের সঠিক ইতহাস। মুক্তিযুদ্ধ বিজরিত মির্জাপুরের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে শহীদ মিনার ও সম্মৃতি স্তম্ভ নির্মান করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।