বাংলা নিউজ
Wednesday, March 19, 2025
Home Blog Page 23

মির্জাপুরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুলকে চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নামাজ থেকে বাসায় ফেরার পথে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (২০) কে এক দল অস্্রধারী সন্ত্রাসী চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তার অবস্থা খুবই আশংকা জনক বলে চিকিৎকগন জানিয়েছেন। আতিকুলকে হত্যা চেষ্টা ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে থমথমে অবস্থা ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার পর থানায় মামলা করায় চিকিৎসাধীন আতিকুল ও মামলার বাদী মোবারক হোসেনসহ তার পরিবারকে নানা ভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে মামলার বাদী অভিযোগ করেন। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানা গেছে আতিকুল ইসলামের পিতার নাম মো. নুরুল ইসলাম। বাড়ি মির্জাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাইমহাটি পালপাড়া। সে মির্জাপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আতিকুলের বড় ভাই মোবারক হোসেন অভিযোগ করেন, গতকাল বৃহস্পতিবার এশার নামাজ শেষে রাত আনুমানিক সোয়া আটটার দিকে বাইমহাটি এলাকায় বাসার দিকে আসলে গত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুর্ব শত্রুতার জের ধরে একই এলাকার নাহিদ, সিয়াম, শুভ মিয়া, সুজন, রাফি, সিদ্দিক ও শাওনসহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলাপাতারি কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় রোকজন আতিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে জামুর্কি স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। সেখানে অবস্তার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে পরে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা খুবই আশংকা জনক বলে চিকিৎসকগন জানিয়েছেন।
এদিকে হামলাকারী ও অস্ত্রধারী নাহিদ, সিয়াম, শুভ মিয়া, সুজন, রাফি, সিদ্দিক ও শাওনসহ সন্ত্রাসীদের আসামী করে আতিকুর ইসলামের বাই মোবারক হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা হলেও আসামীরা একন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বরং মামলা করায় হাসপাতালে চিকিৎসাধীন আতিকুল ও মামলার বাদী মোবারক হোসেনসহ তার পরিবারকে নানা ভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে মামলার বাদী অভিযোগ করেন। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, ছাত্রলীগ নেতা আতিকুলের উপর হামলার ঘটনায় তার ভাই মোবারক হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অপরাধীরা পলাতক রয়েছে। মামলার পর পুলিশের পক্ষ থেকে আসামীদের গ্রেফতারের জন্য সর্বাত্তক চেষ্টা চলছে।

মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজের ছাত্রীর আত্মহত্যা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজের ডিপ্লোমা নার্সিং চতুর্থ বর্ষের ছাত্রী সুজারলিন জার্লেট গোমেজ (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কুমুদিনী নার্সিং হোস্টেলের একটি কক্ষে ফ্যানের সাথে উড়না পেচিয়ে আত্মহত্য করে বলে জানা গেছে। ছাত্রীর আত্নহত্যার ঘটনায় নার্সিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে। সম্প্রতি কুমুদিনী নার্সিং কলেজের অপর এক ছাত্রীও আত্নহত্যা করেছেন। কি কারনে বার বার ছাত্রীর আত্নহত্যার ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। একের পর এক কুমুদিনী নার্সিং কলেজে ছাত্রীর আত্নহত্যার ঘটনা ঘটলেও রহস্য উৎঘাটন ও পরিবার পাচ্ছে না কোন ন্যায় বিচার। মির্জাপুর থানা পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন ।
সুজারলিন জার্লেট গোমেজ গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার চড়াখোলা গ্রামের জেরোম গোমেজের মেয়ে বলে জানা গেছে। সে কুমুদিনী হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে কাজ করতো।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মির্জাপুর থানা পুলিশ এবং কুমুদিনী নার্সিং কলেজরে ছাত্রীরা জানায়, নার্সিং হোস্টেলের ওই কক্ষে চারজন ছাত্রী থাকতো। গতকাল বৃহস্পতিবার সকালে সে ছাড়া বাকি তিনজন কুমুদিনী হাসপাতালে ডিউটি করতে যায়। এরই কোন এক সময় সে কক্ষের ভেতরেই ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। বেলা আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। সন্ধায় পুলিশের এসআই মাহাফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে যান ।
এ ব্যাপারে কুমুদিনী নার্সিং কলেজ ও কুমুদিনী হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদতন্তের পর ছাত্রীর লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর পরিবার একটি অপমৃত্যুর অভিযোগ দিয়েছেন।

মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে ৭৬ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ ও মিলাদ মাহফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপি ৭৬ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ, মিলাদ মাহফিল ও এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। উৎসব মুখর পরিবেশে প্রথম দিন ৬ ফেব্রুয়ারি ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. মোকলেছুর রহমান। দ্বিতীয় দিন ৭ ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোবারক হোসেন সিদ্দিকী। তৃতীয় ও শেষ দিন আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের হেড মাওলানা শেখ আব্দুল ওয়াহাব। তিন দিন ব্যাপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন।
তিন দিন ব্যাপি উৎসব মুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, ম্যানেজিং কমিটির সদস্য আবু সাইদ মিয়া, মো. মোকলেছুর রহমান, শফিকুল ইসলাম ও আলেফা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ৭৬ তম বার্ষিক মিলাদ মাহফিল, এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা শেখ আব্দুল ওয়াহাব।

মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ের ৭৬ তম বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ৭৬ তম বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মোকলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্ধোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সঞ্জিব মজুমদার কালু, মো. আবু সাইদ মিঞা, মো. শফিকুল ইসলাম ও আলেফা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

মির্জাপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ভাবে গ্রহনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আগামী ১৫ ফেব্রুয়ারী আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে কেন্দ্র সচিব, সহকারী সচিব, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সুপারদের নিয়ে প্রস্তুতিমলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিস এ সভার আয়োজন করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. এমরান হোসেন, মো. রফিকুল ইসলাম খান, মো. সুলতান উদ্দিন এবং সুপার মো. মাওলানা ফজলুল করিম প্রমুখ।

মির্জাপুরে অবৈধ মাটি কাটা বন্ধে ইউএনও-এসিল্যান্ডের সাঁড়াশি অভিযাননে জেল জরিমানা যন্ত্র জব্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ি লাল মাটির টিলা, নদী ও নদীর চর এবং ফসলি জমির মাটি প্রকাশ্যে ও রাতের আধারে ভ্যেকু ও ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে কেটে নেওয়া বন্ধে ইউএনও-এসিল্যান্ড জিহাদ ঘোষনা করেছেন। অবৈধ মাটি কাটা বন্ধে চলছে দিন রাত সাঁড়াশি অভিযান। অভিযানে ভ্যেকু, ড্রাম ট্রাকসহ অন্তত ২০টি মাটি কাটার যন্ত্র জব্দ করে প্রায় ৩০ লাখ টাকা জরি মানা এবং অর্ধশত মামলা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন মাটি চোরকে জেল দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভুমি অফিস এবং উপজেলার বিভিন্ন এলাায় খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইউএনও-এসিল্যান্ড এ বিষয়ে বলেন, অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে জিহাদ ঘোষনা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা। তাদের অভিযান চলমান থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সুত্র জানায়, গত কয়েক দিন ধরে মির্জাপুর উপজেলার গোড়াই, আজগানা, লতিফপুর, তরফপুর ও বাঁশতৈল এই পাঁচ ইউনিয়নে পাহাড়ি টিলার লাল মাটি অবৈধ ভাবে চুরি করে কেটে নিচ্ছে একটি চক্র। প্রকাশ্যে ও রাতের আধারে চলছে এ মাটি কাটার মহোৎসব। ফলে এলাকার পরিবেশের ভারসাম্য যেমন নষ্টহ চ্ছে, তেমনি এলাকার রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া ও বহুরিয়া ইউনিয়নের বংশাই ও লৌহজং নদী এবং এর চর এবং ফসিল জমির উপর ভ্যেকু ও ড্রেজার বসিয়ে চলছে মাটি ও বালি চুরি। ফলে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকির ঘটনা ঘটছে।
এদিকে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি চুরি বন্ধে অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুরর হমান ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম। গত কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৩০ লাখ টাকা জরিমানা, ১০-২০ টি ট্রাম ট্রাক, ২ টি ড্রেজার, একটি নবেট, এক হাজার মিটার ড্রেজারের পাইপ জব্দ করেছেন। মামলা দিয়েছেন অর্ধশত এবং কয়েক জনকে কারা দন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ইউএনও ও এসিল্যান্ড অফিস নিশ্চিত করেছেন।
সর্বশেষ গতকাল রবিবার(৪ ফেব্রুয়ারি) উপজেলার গোড়াই, লতিফপুরও ফতেপুর ইউনিয়নে অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে জিয়া, সুজন, মহসীন ও শামীমসহ পাঁচ জনকে আটক করে ৫ লাখ টাকা জরিমানা, ১১ টি ড্রাম ট্রাক ও কয়েকটি ভ্যেকু জব্দ করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিলা বিনতে মতিন এবং এসিল্যান্ড মাসুদুর রহমান বলেন, সরকারী সম্পদ রক্ষা করাই আমাদের মুল লক্ষ ও উদ্দেশ্য। প্রশাসনের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় একটি চক্র প্রভাব বিস্তার করে পাহাড়ের লাল মাটির টিলা, নদী ও নদীর চর এবং ফসলির জমির মাটি ভ্যেকু ও ড্রেজার বসিয়ে প্রকাশ্যে ও রাতের আধারে কেটে নিচ্ছে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাটি চোর চক্রের সদস্যরা যত ক্ষমতাশালীই হোক না কেন কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া হবেনা। মোবাইল কোট পরিচালনা করে জরিমনা, জেলসহ মাটি কাটার যন্ত্রপাতি ও ট্রাক জব্দ করা হচ্ছে। অভিযান আরও কঠোর ভাবে পরিচালনা করা হবে।

 

মির্জাপুরে অবৈধ ভাবে নদীর বালি ও ফসলি জমির মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা যন্ত্রপাতি জব্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
অবৈধ ভাবে নদীর বালি ও ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান অভিযান পরিচালনা করে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় বিপুল পরিমান পাইপ ধ্বংসসহ জব্দ, দুইটি মাহেন্দ্র ও দুইটি মাটি কাটার ভ্যেকু জব্দ করা হয়েছে। গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল, জামুর্কি ইউনিয়নের কদিমধল্যা ও আগধল্যা, বানাইল ইউনিয়নের নরদানা এবং ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নরদানা এলাকায় রাস্তা থেকে মাটি ভর্তি রুহিদপুর গ্রামের সালাউদ্দিন ও শুভুল্যা গ্রামের মফিজ মিয়ার দুইটি মাহেন্দ্র আটক করে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ইচাইল এলাকায় একটি ভ্যেকু জব্দ এবং আগধল্যা এলাকায় ড্রেজারের পাইপ ধ্বংস করে এক হাজার মিটার পাইপ স্থানীয় মেম্বারের জিম্বায় দেওয়া হয়। রাতে থলপাড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ভ্যেকু জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সুত্র জানায়, একটি চক্র উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দিনের বেলায় ও রাতের আধাঁরে বংশাই এবং লৌহজং নদীতে ড্রেজার ও ভ্যেকু বসিয়ে ড্রাম ট্রাক দিয়ে বালি চুরি করে আসছে। এছাড়া বিভিন্ন এরাকায় ফসলি জমির মাটিও কেটে নিচ্ছে। অবৈধ ভাবে মাটি কাটায় এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অপর দিকে ড্রাম ট্রাক দিয়ে মাটি পরিবহন করায় রাস্তাঘাটের ক্ষতিসহ পরিবেশে বিপর্যয় নেমে এসেছে। দীর্ঘ দিন ধরে এ অবস্থায় মাটি চুরি হওয়ায় এলাকায় সাধারণ জনগনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গতকাল শনিবার নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান মির্জাপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় দুই জনকে এক লাখ টাকা জরিমানা ও মাটি কাটার যন্ত্র আটক করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান বলেন, নদীর তীরসহ ফসলি জমির মাটি চুরির সঙ্গে যারা জড়িত তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। বালি ও মাটি চুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।

মির্জাপুরে নিজ গ্রামবাসির সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত হলেন এমপি শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল
উৎসব মুখর সংবর্ধনা অনুষ্ঠানে নিজ গ্রামবাসির ভালবাসায় সিক্ত হয়েছেন খান আহমেদ শুভ এমপি। দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হওয়ায় তার নিজ গ্রাম কহেলা গ্রামবাসি গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামের কহেলা সরকারী প্রাথমিক বিদ্রালয় মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহান্দ খান। অনুষ্ঠানে এমপি শুভ, তার স্ত্রী ও শিশু কন্যা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মৃধা মো. নজরুল ইসলাম, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক হুরমহল, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান সিটু, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, ওয়াশি ইউনিয়ন আওায়ামীলীগের সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান এবং এমপির একান্ব্যক্তিগত সচিক মীর আসিফ অনিক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে খান আহমেদ শুভ এমপি বলেন, আমি মির্জাপুরের সন্তান। মির্জাপুরের মধ্যে কহেলা আমার জন্ম ভুমি। কহেলা গ্রামবাসি আমাকে যে এত ভালবাসে তার প্রমান আজ আমি পেয়েছি। আমার দাদা, আমার বাবা এই গ্রামের সন্তান। মির্জাপুরের প্রতিটা গ্রামের মানুষ আমাকে ভালবেসে ও বিশ^াস করে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমি জনগনের বিশ^াস কখনো অমর্যাদা করবো না। আমি মির্জাপুরের সুষম উন্নয়ন করে যাবো। তার মধ্যে আমার নিজ গ্রামের প্রতিটা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে ও আমার পরিবারকে যে সম্মান দেখালেন তার প্রতিবাদন আপনারা আমার কাজ এবং কর্মের মাধ্যমেই পাবেন।

মির্জাপুরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা সঠিক ইতিহাস শোনালেন বীর মুক্তিযোদ্ধাগন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস শোনালেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন। আজ বুধবার (৩১ জানুয়ারি) মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন। টাঙ্গাইল জেলা প্রশাসন ও মির্জাপুর উপজেলা প্রশাসন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন। শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ এবং মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ স্কাউটস ও বিএনসিসি অনুষ্ঠানে অংশ গ্রহণকরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় এর পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শাহ আলম সরকদার (যুগ্ম সচিব), স্বাগত বক্তব্য রাখেন, একই মন্ত্রনালয়ের (উপসচিব) ড. মো. নুরুল আমিন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে নতুন প্রজন্ম শিক্ষার্থীদের মাঝে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস তুলে বক্তব্য রাখেন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা বিশ^াস দুর্লভ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপসচিব মাকসুদুল ইসলাম প্রমুখ।

মির্জাপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও অলিম্পিয়াড মেলা

মীর আনোয়ার হোসেনটুটুর
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে ৪৫ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। অনুস্ঠিত হয়েছে কুইচ প্রতিযোগিতা। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলা প্রশাসন মির্জাপুর উপজেলা পরিষদ চত্তরে মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাকিলা বিনতে মতিন। এ সময় উপজেলা সহকারী কশিনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুুদুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অপিসার মো. নজরুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক স্টলে বিভিন্ন উপকরন তৈরী করে দর্শনার্থীদের উপস্থাপন করে। মেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। মেলা শেষে বিভিণœ ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিতিবৃন্দ।