মীর আনোয়ার হোসেন টুটুল,
দশ পেরিয়ে এগারোতে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গনে এসে শেষ হয়।
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মো.নাজমুল ইসলামের আয়োজনে রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এ সময়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র ওউপজেলা ্ওায়ামীলীগের উপদেষ্টা এড. মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবার, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মো. মাজাহারুল ইসলাম শিপল,ু উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পাল, জেলা স্বেচ্ছাবেকলীগের নেতা মো. আব্দুল মোমেন সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ সুশিল সমাজের নেত্রবৃন্দ, উপজেলা আওয়ামীলেীগের বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ এবং মির্জাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনি´ মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জাপুরে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি পালিত
মির্জাপুরে শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) ট্রাস্টের চেয়ারম্যান ডা. মো. শাহিনুর রহমান খান শাওনের সহযোগিতায় মির্জাপুর পৌরসভা ও বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারে শীতার্তদের মাঝে এ শীতের কম্বল বিতরন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম শহিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক ও মোহাম্মদ মোজাম্মেল হক ও আশরাফ আহেমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ডা. মো. শাহিনুর রহমান খান শাওন বলেন, এই ট্রাস্টের উদ্যোগে দীর্ঘ দিন ধরে এলাকায় অসহায়দের পাশে থেকে বিনামুল্যে চিকিৎসা সেবাসহ সহযোগিতা দিয়ে যাচ্ছে।
মির্জাপুরে প্রেমিকের বাড়িতে আশ্রয় না পেয়ে দশম শ্রেণীর ছাত্রীর আত্নহত্যা
মীর আনোয়ার হোসেন টুটুল,
প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে এসে প্রেমিকের বাড়িতে আশ্রয় না পেয়ে বিষপানে দশম শ্রেণীর ছাত্রী আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন নং ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে। ছাত্রীর নাম নুরী আক্তার (১৪)। তার পিতা আঃ আলী তিন নং ফতেপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ রবিবার (১৫ জানুয়ারি) এলাকাবাসি জানায়,ফতেপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী নুরী আক্তার। তার সহপাঠী ও একই ক্লাসের দশম শ্রেণীর ছাত্র আসাদ সিকদার শাকিলের সঙ্গে নুরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শাকিলের পিতার নাম সাহেদ আলী, গ্রামের বাড়ি ফতেপুর গ্রামে। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল বলে সহপাঠীরা জানায়। প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে এসে গতকাল শনিবার (১৪ জানুয়ারি) সকালে নুরী আক্তার প্রেমিক সাকিলের বাড়িতে অবস্থান করে। সাকিল বাড়িতে না থাকায় তার পরিবার নুরীকে তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। সাকিলেল পরিবার ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রউফকে জানান। চেয়ারম্যান ঘটনা জানতে পেরে নুরীকে তার বাবার জিম্বায় বাড়িতে পাঠিয়ে দেন। নুরী প্রেমিকের বাড়িতে স্থান না পেয়ে অভিমান করে বাড়িতে গিয়ে বিষপান করে। নুরীর পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতেই মারা যায়।
এ ব্যাপারে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রউফ বলেন, নুরী দশম শ্রেণীর ছাত্রী ছিল। বিষপানে আত্নহত্যার পর আইনী প্রক্রিয়া শেষে বিকেলে নিজ বাড়িতে লাশ দাফন করা হয়েছে। ঘটাটি মর্মান্তিক বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
মির্জাপুরে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করলেন এমপি শুভ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম (নতুন কারিকুলাম) বাস্তবায়ন ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (১৪ জানুয়ারি) উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা বান্ধব বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড শিক্ষকদের সামনে তুলে ধরেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরী, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, আওয়ামীলীগ নেতা মো. শহিদুর রহমান লাবু, মো. মাসুম মিয়া ও মো. সিরাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ে ও মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। দক্ষ প্রশিক্ষকদের নিয়ে গত ৬, ৭, ১৩, ১৪ এবং আগামীকাল কাল ১৫ জানুয়ারি এই পাঁচ দিন শিক্ষকগন বিষয়ক ভিত্তিক প্রশিক্ষণ পাবেন। যারা এখনও প্রশিক্ষনের আওতায় আসেনি পর্যায়ক্রমে সকল শিক্ষকই এ প্রশিক্ষণ নিতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
মির্জাপুরে বিশিষ্ট্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী মর্তুজ আলীর ইন্তেকাল
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ইউনিয়নের সিট মামুদপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. মর্তুজ আলী (৭৬) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। আজ শুক্রবার সিট মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। জানায় মানুষের ঢল নামে। তিনি সিট মামুদপুর উচ্চ বিদ্যালয়, সিট মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার বহু মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
মির্জাপুরে আইডিয়ার গ্রুপের শীতার্থদের মাঝে কম্বল বিতরন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আইডিয়াল গ্রুপের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। আইডিয়াল গ্রুপ এই স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল বৃহস্পতিবার মির্জাপুর হাটুভাঙ্গাম উপজেলার গোড়াই, ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি এবং প্রেস ক্বাবের সামনে দরিদ্র ও অসহায়দের মাঝে শীতের কম্বল তুলে দেন। এ সময় গ্রুপের এডমিন দেওয়ান আজাদুর রহমান আজাদ, আমেরিকা প্রবাসি তোফাজ্জল হোসেন, মো. মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম সবুজ এবং মোশাহিদুল ইসলাম সবুজ আইডিয়াল গ্রুপের সদস্যগন উপস্থিত ছিলেন।
মির্জাপুরে রাতে ঘুরে ঘুরে অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরন করছেন এমপি
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রাতে ঘুরে ঘুরে সমাজের অসহায় ও দরিদ্রদের মাঝে মীতের কম্বল বিতরন করছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। তীব্র শীত ও ঘন কুয়াশায় চার দিকে জেঁকে বসেছে শীত। বিপাকে পরেছে নিম্ন আয়ের মানুষ।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক জানান, গত কয়েক দিন ধরে মির্জাপুর পৌরসভা এবং উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা, ফুটপাত, দোকানপাট এতিম খানা এবং বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে ঘুর ঘুরে রাতের বেলায় অসহায়দের মাঝে শীতের কম্বল তুলে দেওয়া হচ্ছে। খান আহমেদ শুভ এমপির সহযোগিতায় এ কম্বল তুলে দেওয়া হচ্ছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল এবং অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমসহ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।
এ ব্যাপারে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, এ বছল হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে গেছে। ফলে নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে বিপাকে পরেছেন। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং তার নিজের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অসহায়দের মাঝে শীতের কম্বল তুলে দেওয়া হচ্ছে।
মির্জাপুরে সবক উদ্ধোধন ও দোয়া মাহফিল
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আগচামারি দারুল উলুম খুঁশী কওমী মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্্ের সবক উদ্ধোধন ও দোয়া মাহফিলের এায়াজন করা হয়েছে। এলাকাবাসি ও দারুল উলুম খুঁশী কওমী মাদ্রাসা এবং মসজিদ কমিটি ১০ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। দ্বীন, ইসলাম, কোরআন ও হাদিস সম্পর্কে গুরুত্বপুর্ন বয়ান করবেন মুফতি সায়্যিত আফফান মানসুরপুরী হাফিজুহুল্লাহ এবং হাফেজ মাওলানা মো. রকিবুর ইসলাম সিরাজি নায়েবে মোহতামিম।
মির্জাপুরে শেকড়ের টানে বরাটী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি
শেকড়ের টানে উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের মির্জাপুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের (বিএনবি উচ্চ বিদ্যালয়ের) এসএসসি-১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ঘর কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে পুরনো বন্ধুদের আগমনে বিদ্যালয়ের পুরো মাঠ জুড়ে এক মিলন মেলায় পুরিনত হয়। দিন ব্যাপি গল্প, আড্ডা, হাসি ও কান্নায় পুরো অনুষ্ঠানস্থল দিন ব্যাপি এক অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়। ৩১ বছর পর একে অন্যকে পেয়ে জড়িয়ে ধরে ফেলে আসা দিনগুলোর নানা স্মৃতি তুলে ধরে। তাদের আনন্দ, আবেগ ও উল্লাসে মনে করিয়ে দেয় তার যেন ফিরে গেছেন পুরোনো দিনের শৈশব জীবনে। এমন আবেগ, উল্লাসে বুঝিয়ে দিল দূরে থাকলেও হয় না কখনো বন্ধুদের বাঁধন আলগা প্রাণে প্রাণে থাকে আন্তরিক ভালবাসার স্পন্দন। আনন্দ ভাগাগি করে নিতে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছিলেন খান আহমেদ শুভ এমপি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মোবারক হোসেন সিদ্দিকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সাবেক ও বর্তমান সকল শিক্ষকবৃন্দ, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলসহ গনমাধ্যমকর্মী এবং গুনীজন।
গুনীজন। গতকাল শনিবার (৭ জানুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুনর্মিলনী অনুষ্ঠান হয়।
বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এস. এস,সি-১৯৯২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি এডভোকেট মো.মুজিবুর রহমান ও উক্ত স্কুলে সদ্য যোগদানকৃত সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় সংগীত উত্তোলন, প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন, দোয়া মাহফিল, ৯২ ব্যাচের শিক্ষার্থীদের ফুল, টি-শার্ট, ক্রেস্ট ও নানা উপটোকন দিয়ে বরণ, শিক্ষকদের উপহার সামগ্রী বিতরণ, স্মৃতি চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে রাত পর্যন্ত চলে অনুষ্ঠান।
ঘন কুয়াশা কনকনে হাড় কাপানো শীতকে উপেক্ষা করে সকাল থেকে আসতে শুরু করে বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। উপস্থিত হন প্রাক্তন অনেক শিক্ষক। আনন্দে উল্লাসে মাতিয়ে তুলেন স্কুলের মাঠ প্রাঙ্গন ও ক্যাম্পাস। তারা যেন ফিরে এসেছে তাদের ৩১ বছরের শৈশব জীবনে।কমতি হয়নি তাদের বন্ধুত্বের বন্ধন। স্কুলের শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাতীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ও ১৯৫২ সালে ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন যারা এবং বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের মরহুম শিক্ষক ও ১৯৯২ ব্যাচের মরহুম শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাবেক শিক্ষার্থী ডা. শাহিনুর রহমান খান শাহীন, সহকারি অধ্যাপক স্বপ্না চৌধুরী, এডভোকেট মুজিবুর রহমান, ওসি মাহফুজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার শাহআলম, সুনিল রায়, এড. ইঞ্জিনিয়ার নবিবুল ইসলাম, ব্যবসায়ী সোহেল, মাহমুদুর রহমান পল্লব, সাজিদুল ইসলাম জীবনসহ অনেকেই বলেন, ১৯৪৮ সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যাপিঠ ছিল এলাকার উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। এর সুনাম ছিল দেশ জুড়ে। দীর্ঘ দিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আমরা আবেগ আপ্লুত। এমন আয়োজন যেন আমাদের আরও বেশি দিন বাঁচিয়ে রাখার প্রেরণা যোগাল। এটি আমাদের শেকড়ের টান।এই পূনর্মিলনী অনুষ্ঠান যেন আমাদের জীবনে বারবার আসে। ১৯৯২ ব্যাচের ছাত্র উক্ত স্কুলে সদ্য সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল বলেন, আমি এই স্কুলের ১৯৯২ ব্যাচের ছাত্র ছিলাম। আজ আমি এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আজ এই অনুষ্ঠান করতে পেরে আমি স্বার্থক। আমার কৈশর ও শৈশব বন্ধু-বান্ধবীদের পেয়ে খুবই আনন্দিত । তিনি আরও বলেন, আমাদের প্রয়াত প্রধান শিক্ষক বাবু দুঃখী রাজবংশী আমাদের প্রধান শিক্ষক ছিলেন। তার ন্যায়নীতি, সততা, আদর্শ গুনাবলী ও মধ্য দিয়ে স্কুল পরিচালনা করতে দেখেছি। তার এই আদর্শ আমি ধরে রাখতে সকলেল সার্বিক সহযোগিতা চাই।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোবারক হোসেন সিদ্দিকী ও প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন বলেন, এ আয়োজন ঘিরে যে প্রাণের স্পন্দন তৈরি হয়েছে, সেটি যেন আমাদেরকেও স্পর্শ করছে। এমন আয়োজন মির্জাপুর বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় ১৯৯২ সালের এসএসসির ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। এ বন্ধন যেন ভবিষ্যতেও অটুট থাকে। স্কুলের মাঠের পশ্চিম দিকে টানানো হয়েছিল শামিয়ানা ও বিশাল মঞ্চ। আলোকসজ্জায় সেজেছিল পুরো উৎসবস্থল।
খান আহমেদ শুভ এমপি বলেন, ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এমন একটি পুনর্মিলনী অনুষ্ঠান আমাকে সত্যিই বিমোহিত করেছে। বর্তমান শিক্ষার্থীদের কাছেও এটি শিক্ষনীয় এবং মাইল ফলক হয়ে থাকবে। বিদ্যালয়কে সার্বিক সহযোগিতার জন্য তিনি সকল ধরনের আশ^াস দিয়েছেন।
মুন্সিপাড়া প্রবাসী ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র কম্বল প্রদান।
বারবেলা ডেস্ক
টাংগাইল মির্জাপুর উপজেলার স্বনামধন্য সামাজিক ও মানবিক সংগঠন মুন্সিপাড়া প্রবাসী ফাউন্ডেশন এর উদ্যোগে গত ৬ জানুয়ারি’২০২৩ রোজ শুক্রবার টাংগাইল মির্জাপুরের তরফপুর ইউনিয়ন মুন্সিপাড়া অটোস্টান্ড সংলগ্ন রমেজ উদ্দিনের বাগানবাড়ি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মিয়া। এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সোহেল রানা জুয়েল, ক্রিয়া সম্পাদক রাজন আহমেদ বাবুল (ইটালি), সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম (দুবাই) সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন (সিংগাপুর), সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিল (কাতার), সোহান (সিংগাপুর) এবং সদস্যদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তরফপুর মুন্সিপাড়ার প্রবাসী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত মুন্সিপাড়া প্রবাসী ফাউন্ডেশন গত ২ বছর ধরে সমাজ সেবামূলক ও মানবিক কর্মকান্ড চালিয়ে আসছে। এ সংগঠনের ধারাবাহিক কার্যক্রমগুলোর মধ্যে গরিব, অসহায়, প্রতিবন্ধী, বিধবাদের মাঝে ইফতার সামগ্রী, গরুর গোশত ও শীতবস্ত্র বিতরনসহ জরুরী চিকিৎসা, শিক্ষা সহায়তা করা ইত্যাদি অন্যতম।